রৌদ্রস্নাত একটি দুপুর
রৌদ্রস্নানে ফুরফুরে দুপুরের আগমন , কোথাও বৃষ্টি নেই , তারপরও কাকগুলো ডানা মেলে ধরেছে ,
ছিপছিপে গড়নের গাছগুলোতে যৌবন ঠিকরে পড়ে পল্লবের দীপ্ত ভাঁজে ভাঁজে ,
কবুতরও একপায়ে খাড়া ;
সবাই প্রশান্তির আঁচ নিয়ে বৈশাখের হাওয়া মাখে গায়ে ,
পিঠ পুড়ে যদিবা অজান্তে ।
পুকুরটায় জল নেই , কাঁদা আছে , আরো আছে রোদের ঝলকানি ,
পাড় ধরে দাড়িয়েছে কলাগাছ সারি সারি অতন্ত্র প্রহরী ,
এদিকে সবুজ ক্ষেতে ধানে ধানে আলোর নাচন ,
কোথাও শব্দ নেই , নিশ্চুপ কর্মকোলাহল ,
কোথাও বৃষ্টি নেই তারপরও ভিজছে সবই ,
মৃদু প্রেমে ভিজে যায় রৌদ্রস্নাত একটি দুপুর ।
দারুণ লিখেছেন একান্ত! দূর্দান্ত।
অনেক খুশি হলাম ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
দারুণ লিখেছেন। দৃশ্যকল্প খুবই সুন্দর।
ছিপছিপে 'গরনের' জায়গায় ছিপছিপে 'গড়নের' হবে না?
ধন্যবাদ । ভুলটা ধরিয়ে দেবার জন্য আরেকবার ধন্যবাদ ।
মুগ্ধতা...........................
খুশি হলাম ।
ধন্যবাদ ।
ইাআল্লাহ্ পুরাই ভিজে গেলাম মুগ্ধতায়..
এ আমার একান্ত সৌভাগ্য ।
অনেক ধন্যবাদ ।
পড়লাম
ধন্যবাদ পড়ার জন্য ।
সুন্দর
ধইন্যা য়্যু
দারুণ লিখেছেন। দৃশ্যকল্প খুবই সুন্দর।
কিনতু এমন দুপুর কোথায় পাবো?
ধন্য+ ।
আশা করি ইতিমধ্যে এই দুপুরের দেখা পেয়েই গেছেন , অন্তত কবিতার মধ্যে ।
সুন্দর, খুব সুন্দর।
ধন্য++
মন্তব্য করুন