রুদ্র অনল
আজ এমন শর্তহীন মূঢ়তা বাসা বাঁধতে পারতো না কোনভাবেই ;
এমন করে রক্তের শীতল স্রোতে বইতো না দাসত্বের মারণ জীন , অহেতুক জড়তার প্রকাশহীন আক্ষেপ ;
এভাবে সূর্যের কাছে ধার করতে হতো না আলো কিংবা উত্তাপ -
যদি আমি অনুভুতির এক চিমটিও বারুদ মুখে জন্মাতে পারতাম , তবে আজ এসব নিগুঢ় তত্ত্বজ্ঞান , আস্তাকুঁড়ে হাতের এমন সস্তা কলকাঠি , জাদুকরের ভেলকিবাজি , অথবা স্বপ্নে ডোবানোর চোরাই কারখানা - সব কিছু ছারখার করে দিতাম মুহূর্তের ফুতকারে , সত্যের রুদ্র অনলে , দীপ্ত দহনে পবিত্র হতো সোনার স্বর্গভূমি ।
ছোট্ট দেশচিন্তাটুকু ভালো লেগেছে ।
বড় ধন্যবাদ ।
কি চমৎকার লেখা...
চমত্কার কমেন্ট । খুশি হলাম ।
ভালো থাকবেন ।
আর হ্যাঁ , আমরা বন্ধুতে আপনাকে জানাই সুস্বাগতম ।
ভাবনা টা সুন্দর,
কিন্তু প্রকাশ টা একটু কঠিন লাগলো।
পরীক্ষা কেমন চলছে?
হুম , কিছুটা ।
পরীক্ষা মোটামুটি । মাঝখানে দুটো পরীক্ষা বাজে হইসে । বাকিগুলো এভারেজ ভালো । রোববার আবার আছে কেমিস্ট্রি ২য় পত্র । উফ ! এটা ভালো হলে তবেই কিছুটা বাঁচা যায় ।
তোমার কি অবস্থা ? আচ্ছা তোমারে কি ফেসবুকে পেতে পারি ? রেকুয়েস্ট দিবা না নিবা ?
আজকাল এফবি খুব একটা ইউজ করা হয়না।
তোমার আইডি কি, জানিও। যখন ওখানে এক্টিভ থাকবো এড করে নিব।
আচ্ছা, তোমার নামটা কি বদলানো যায় না?!
এম্নে বলার জন্য স্যরি। এই বয়সের সাথে এই নাম খুব একটা যায় বলে মনে হয় না।
আর নিজের কাছে নিজেকে এতটা ছোট করে দেখানোটাও ভাল না।
chandan.das46@gmail.com
নামের নিকটা আসলে কিছুটা চিন্তিত ও স্বভাব সম্পৃক্ত । এর চেয়ে ভালো নিক ভাবিনি তেমন । আচ্ছা না হয় বদলালাম , কিন্তু কেমন নিক দিব ? আপনার মাথায় আছে কিছু একটা ? জানাইয়েন ।
আর নিজেকে ছোট ভাবার কারন তো অনেক ই দেয়া যায় । তবে মূল বিষয় হলো মানুষ তো সবাই হতে চায় । আমিও । কিন্তু যতদিন প্রকৃতিগত সীমাবদ্ধতা প্রতিবন্ধক রূপে বিরাজমান ততদিন কথনোই নিজেকে বড় ভাবতে পারিনা । তাছাড়া আপনাকে বড় বলে উপস্থাপন করাও ঠিক না । তাই ছোট থাকতেই স্বচ্ছন্দ বোধ করি ।
পড়ার জন্য ধন্যবাদ ।
দারুন করে চিন্তার প্রকাশ করলেন।
ধন্যবাদ ।
চিন্তা তেমন করিইনা । আর প্রকাশের ক্ষমতা তো একেবারেই নাদান । কাজেই দারুণ লাগলে সে আপনার একান্ত অনুধাবনের কৃপা ।
মন্তব্য করুন