ভোগদর্শনের ফলাফল বিষয়ক প্রাথমিক আলাপ
ভোগ-ভোগা-ভোগান বা ভোগেন)-তি
আমরা খুব ভোগান্তিতে আছি।
এ কারনেই ভোগান্তিতে আছি যে,আমরা একদা(বা এখনও) এই ব্যবস্থাটাকে ভোগ করেছি(বা এখনও করছি)।আর সে কারনেই আমরা একদা বা এখনও ভুগছি।সর্বশেষ অবস্থা।আমরা ভুগতে থাকবো।
আমরা যে এক সময় এই ব্যবস্থাটাবে ভোগ করেছিলাম,সেটা বরং বাদ্য হয়েই করেছিলাম।নাকখৎ দিয়ে ভোগ করেছিলাম।আর এখন ভোগ করছি দাসখৎ দিয়ে।
তাহলে আমাদের এখন কি হবে?
আমরা কি এখন এবং ভবিষৎ-এ ও ভোগান্তিতে থাকবো?
হয়তো থাকবো!
হয়তো সম ভোগ বা সম্ভোগের মধ্যে দিয়ে হলেও এই ভোগান্তি জারি রাখবো!
না কী?
আমি জানি না!
হয়তো আমরা জানি না!
আপনি জানেন কিছু?
বলুন না প্লিজ
আমরা সবাই শুনি তাহলে নতুন কোন ইশতেহার
যা অমাদের খৎ দিতে বাধ্য করবে না!
বলুন না প্লিজ কিছু একটা,,
এটা কোন ক্যাটাগরির লেখা, টা ধরতে পারলাম না!
এখানে ব্র্যাকেটের ব্যবহার বুঝতে পারিনাই।
এখানে ভাষার কারিকুরি ভাল লাগলো।
বাদ্য > বাধ্য হবে না?
মন্তব্য করুন