ক্ষয়ে যাওয়া আছে
ক্ষয়ে যাওয়া আছে
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া ইটের বয়ঃজনিত লক্ষণ।
জানা গেল,
সেখানে আঘাত দিলে ভেঙ্গে পড়ে যতো অর্জণ তোমার
সৃষ্টি হয় সখের হাড়ির ভেতর সম্পন্ন ক্ষত।
মধ্যরাতে ভ্রমণসঙ্গী ভাবো
অর্ধাঙ্গী কিংবা পূর্ণ অঙ্গের কোন চাঁদ
আমরা ও মেঘের গতি সমান্তরাল ভ্যানে
হঠাৎ পৃষ্ট হলাম কয়েকটা ফুলে
জানা গেল,
নাগরিক সুরক্ষার মন্ত্র এখনও জানা নেই তোমার।
প্রথমে শব্দ এবং সামান্য শারীরীক চোখ
উভয়ের কর্মপ্রণালী আইলপথ ধরে ঢুকে গেল ত্রিভুজ গহ্বরে
সেখান থেকে বিচিত্র এক ছন্দ তালে আগমন ঘটে যার
সুর ও অসুরের মধ্যেখানে বাঁশরীর ইতিহাস।
জানা গেল,
একের আগেও আছে শুন্য তবে অকার খ কার?
ইট ও ইষ্টের গল্পকথা
জেনে গেছে দেখ গাভীন নহর
কাদামাটি ও পোড়ামাটি তারপর খোয়া ও খোয়াবের টুকরো
দেয়ালে আঘাত দিলে তলের ভেতর থেকে উঠে আসে ক্ষতের নগর।
পৃষ্ট শব্দটার অর্থ বুজিনি...
আইলপথ শব্দটা ব্যবহার করায় পড়ার ফ্লো টা আমার কাছে খানিকটা ব্যাহত হচ্ছে। এটা ইচ্ছাকৃত হ'লে সেক্ষেত্রে আমার মন্তব্যকে ইগ্নোর করতে পারেন।
অত্যন্ত দ্রুত লিখেছি এইটা।প্রকাশ করার আগে একজন রিডার প্রয়োজন যিনি ঠিকঠাক করে প্রকাশ করবেন। যেহেতু সেটা সম্ভব নয় এই মুহুর্তে। আইলপথ না হয়ে আলপথ হতে পারে। বানান নিয়ে আমাকে শেষ দিন পর্যন্ত ঝামেলা পোহাতে হবে।মন্তব্যের জন্যে ধন্যবাদ
এইটা কি আপনার ব্লগ?
http://www.somewhereinblog.net/blog/gonshai/29685054
দুঃখিত, উক্ত কারনে আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরানো হইলো।
আপনাদের যা করার করে ফেলেছেন!
ধন্যবাদ।
মন্তব্য করুন