ও যদি খেতে চায়
ও যদি খেতে চায়
খেতে দাও,- অসম অসুখ।
দুরত্বের ক্ষত
কিংবা মহৎ অবদান।
ও যদি খেতে চায়
খেতে দাও,-বিষাক্ত সুখ।
প্রান্তীক পোকা বা পক্ষ
অলস ঝুলে থাকা গাভীর বান
কিংবা আদান-প্রদান।
ও যদি খেতে চায়
খেতে দাও,-
ঘর-গেরস্থালির অস্থি,-
উৎপাদন যন্ত্র।
মন ও মন্ত্র কিংবা কুসুমের ভেতর থেকে বিযুক্ত ওম।
সুপ্ত ঘ্রান যদি-
খেতে চায়,খেতে দাও।
সুন্দর!!
সুন্দর
বুঝি নাই কিছু যদিও
ভিন্ন রকম একটি কবিতা!
লেখালেখি চলুক!
বুঝিনাই!
মন্তব্য করুন