নিঃশব্দ ঘূনপোকা
কলরব, কোলাহলেও মেয়েটা ডুবে যায় একাকীত্বে , অনুভব করে শুধুই শূন্যতা ভিতরে, বাহিরে....সর্বত্র। এই একাকীত্ব বোধ তাকে আষ্টেপৃষ্ঠে ঝড়িয়ে ধরে। নাকি সে নিজেই কখনো একাকীত্বকে আপন করে নেয় তাও সে এখন আর জানে না। মাঝে মাঝে নিজেকে মনে হয় খুব আনেকারা এক হিসাবরক্ষক যে কখনো জীবনের হিসাব মিলাতে পারে না......হিসাব করতে গেলেই গরমিল হয়.....কাটাকুটিতে ভরে যায় খাতাটা।একটা গোলকধাধায় যেন আটকে আছে মনটা। বড্ড একরোখা।
কি হতে পারত ...... আর কি হয়নি তাই ভেবে কেটে যায় কত দীর্ঘ সময়। এখনও স্বপ্ন উড়ে.....স্বপ্নগুলো ভীড়– হয়ে ডানা মেলে উঁকি দেয় মনের কোণে....স্বপ্নগুলোর ডানা ঝাপটানোতে চোখে জল আছড়ে পড়ে। মেয়েটা ভাবে এত কান্না এই পোড়া চোখ পেলো কোথায়? যেন একটা সমুদ্র নিয়ে আছে।কেউ অনেক আবেগ নিয়ে মায়া নিয়ে দুটো কথা বললেও চোখ দুটো ভরে যায়.মেয়েটা তাকিয়ে থাকে আনমনে....চোখের পলক ফেলে না যদি কান্না গড়িয়ে পড়ে!দেখে ফেলে কেউ!কত অপূর্ণতা, অপ্রাপ্তি তবু জীবনের প্রতি একটা অদ্ভুত মায়া ---- যেন ভরা পূর্ণিমার মায়াভরা জোছনার মত।যা ছেড়ে পালানো যায় না। পিছু টানে। মেয়েটা ভাবে জীবনটা বোধ হয় গভীর রাতে অন্ধকারে ডুবে যাওয়া সমুদ্রটার মত.....যার সীমা খুঁজে পাওয়া যায় না.....বুকের ভিতর কষ্টের ঢেউগুলো আছড়ে পড়ে ক্ষনে ক্ষনে। এ কষ্টগুলোও বড্ড আপন......ছেড়ে যায় না কখনো। কতকি ভাবতে ভাবতে একেকটা রাত শেষ হয় কখনও নির্ঘুম.....আবার কখনও শত ভাবনার মাঝেই ঘুম জায়গা করে নেয়।
জীবনের হিসাব কখনোই মিলে না বোন ।
মন ছুঁইয়ে গেল লেখায়। উদাসী হইলাম।
হুম।কি বলব! মন বড় বিচিত্র।উদাস হয়েই থাকতে চায়।
উদাস হইলাম জয়িবু, কইথেনে জানি একটা কষ্ট চাপা দিয়ে ধরল।
নিচে একটা গান দিলাম শোনেন। জয়িতাকে লেখা একটা চিঠি(উপরের দিকে ইনফো বারে মেসেজ দিলে সেখানে ক্লিক করে run add-on এ ক্লিক কইরেন, অথবা Activex মেসেজ আইলে Allow Activex )
ডাউনলোড লিঙ্কঃ http://g.imagehost.org/dl/48be65113c714b8f10218747e0474406/0063/Anjan_Du...
আপনেরে ধইন্যাপাতা।মাদুকরী পড়ছেন না?কুরচিকে রেখা পৃথুর চিঠি।চিটিগুলি পড়লেই উদাস লাগে.....মনের ভিতর কেমন যেন এক অনুভূতি....রাজ্যের কষ্ট এসে জড়ো হয়।
পড়িনাই মনয়
লিঙ্কু থাকলে সাপ্লাই দিয়েন।
উদাসি টাইপ গান বা লেখা ভালা পাই।
লিংক নাই। ভাব আসলে একটা চিটি টাইপ কইরা এখানে পু্ষ্ট দিমুনে
এইটাই জীবন।
লেখা ভালো লাগছে। লেইখা ভরে ফেলো। এখনই তো টাইম!
হুমমমম।তবে লেখতে ত পারি না.....তার মধ্যে হইলাম অলস।
কবে ভাব আসপে?
ভাবের মধ্যেই ত অাছি রে দুস্ত।দুনিয়া ভাবে ভাবময় হয়ে অাছে।
গরমিলওলা হিসাবের মিল খুজে না পেতে পেতে.. নিজে হয়ে যাই সেই সুতারগোলাটা যা কোল থেকে পড়ে চারদিকে গড়িয়ে গড়িয়ে যায় আর এলোমেলো হয় যার কুলকিনারা পাওয়া মুশকিল..
আরো লেখা চাই...
বাহ্ কি সুন্দর লিখেছ কথাগুলো।ধইন্যাপাতা।অামি ত লেখতে পারি না রে কেমনে লেখতাম!
কী আশায় বাধি খেলাঘর, বেদনার বালুচরে...........
কবি একানে নীরব।মনের কথা ত বলেই দিলেন!!!!++++ দিলাম
কিছু লেখা পড়ে শুধু প্লাস দিতে ইচ্ছে হয়, কোনো কমেন্ট দিতে ইচ্ছে হয় না। কারণ লেখাটায় কমেন্ট দেবার যে যোগ্যতা থাকতে হয় সেটার দৈন্যতা অনুভব করি। আপনার লেখাটা সেরকমই একটা লেখা...
+ দেয়ার সিস্টেম থাকলে এত সুন্দর কমেন্ট ত পেতাম না।+ দেয়ার দরকার কি?তবে এত ভালো লিখি নি।তাই লজ্জিত হইলাম।
ভালো লাগ্লো লেখাটা !!
ইচ্ছা করতেছে একটা উদাস লেখতে মাগার পারতেছি না !!
কারেন্টের পিলার চাই মাথা ঠুকার জন্য !!
বাসায় পুতা নাই?পুতা দিয়া মাথাত একটা বাড়ি দেন।সব ঠিক হয়ে যাবে।কারেন্টের পিলার রিস্কি.......বেশি জোরে বাড়ি লাগবো না।
নিজের মাথার চুল একটা একটা করে টেনে টেনে ছিড়ে ফু দিয়ে উড়িয়ে দিতে ইচ্ছা করতেছে !!!
(( মেজাজ বিলার ইমো হবে ))
ডরাইছি।আমার এক্টা ভাগনী অাছে চুল টাইন্না ছিড়নের উস্তাদ।নিজেই নিজের চুল ছিড়ে।হের রগে যুগাযোগ করেন।নাইলে ডিপ ফ্রিজে মাথা ঢুকাইয়া দাঁড়াইয়া থাকেন।
ডিপ ফ্রিজ লাগবে না ।। দুইদিন আগেও মাইনাচ ৪ গেছে বাহিরের ওয়েদার ...
বাহিরে গিয়া ৫ মিনিট খাড়াইলে কাজ খালাস।। আপনার ভাগ্নির কাছ থেকে একটু জাইনা আমারে জানায়েন ।। কেমনে ছিড়ে !!
মন উদাস করা লেখা....... (বিষন্নতার ইমো হবে)
ভাল লাগলো
জয়িতাও কি "রাত্রি" নিয়ে লিখলেন নাকি?
হিসাব মিললেই কি আর না মিললেই কি? কোনসা নবেল অপেক্ষা করে আছে আমার জন্য ?
এই লেখাটা অসাধারন..মনে হয় আপনার অন্য কোনো বলগে পড়ছি...
আপনাকে ধইন্যাপাতা।চাটনি বানাবেন মজা করে।এই লেখা অন্র কোন ব্লগে লেখিনি।
তাইলে তো হালকা মিসটেক হৈয়া গেলো...দু:খ জানাইলাম আপা...
তয় এইধরনের টোনের লেখা ফলো করি দেইখা মনে হৈছে হয়তো..আবারো সুন্দর কৈ...
আরে দুৎখ কেন?অবশ্য এই টাইপ লেখা লেখছি অন্য ব্লগে।পুতুপুতু ছাড়া কিছু লেখতারি না।
দ্বিতীয় প্যারার প্রত্যেকটা লাইনই মারাত্মক। আপনাকে তো মুক্তগদ্যের বস্ মনে হচ্ছে।
দু'একদিন ধৈরা দেখতাচিনা কিলা??
মাইনষেরে কিছু কৈলে বিশ্বাসই কর্তে চায় না। দিলে দাগা পাইলাম।

মন্তব্য করুন