ইউজার লগইন

বন্ধুরা কুথায়????

 সবতে আসে আর কয় আমি আইছি কন শুভেচ্ছা স্বাগতম।স্লোগান দিতে দিতে গলাডা ব্যাথা করতাছে।এককাপ চা কেউ খাওয়াইলো না।আমি যে ব্লগে আইলাম আমারে কেউ কইলো না শুভেচ্ছা স্বাগতম।কেন আমি কি ভাইসা আসছি?কেউ স্লুগান দিলো না!!!!!!!!Yell

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

সোহেল কাজী's picture


নেন চা খান। পোষ্টে সরাসরি ঢোকা যাচ্ছেনা।
বহুত মারফতি রাস্তায় আসলাম Cool

সুমনা's picture


চায়ের ইমো নাইFrown। তাই দেয়া গেলনা। তবে স্বাগতম জানিয়ে গেলাম।আশাকরি আপনার সাথে অনেক আড্ডা হবে।

হাসান রায়হান's picture


@ সুমনা, আপনারে তো দেখলামইনা। আগামি কাল বিকালে টিএসসি আসেন।

সুমনা's picture


@হাসান ভাই, ছুটির দিনে যাব। এমনি দিনে গেলে আমারে গালি দিবেন নিশ্চিত। কারন বারিধারা থেকে সন্ধ্যা ৬টায় বেরিয়ে টিএসসি গেলে পরদিন ফজরের ওয়াক্তে দেখা হবে আপনাদের সাথে।

জ্যোতি's picture


লুকজন ভালা না।পুষ্ট দিলে ঝাড়ি দেয় না দিলে ঝাড়ি দেয়।কই যাইতাম।বনবাসী হমু।নিথুয়া পাথারে ............

জ্যোতি's picture


এইবার মারফতি গান।অামি গামু কিনা ভাবতাছি। লোকজন অামারে ঝাড়ি দিতাছে।মনে বহুত দুৎখ

সাঈদ's picture


আপনার জন্য দুধ চিনি চা পাতা ছাড়া চা বানায়ে রাখছি , নেন নেন জলদি শেষ করেন।

অতিথি পাখি's picture


View Photos Photo Sharing Funny Pics
Click here to more animation images

ঘুম দিলাম । পরে আড্ডা দিবোনে !!!

জ্যোতি's picture


বিলাইডা অামার পছন্দ হইছে।বিলাইডা কই পাইতাম!!!অাপনেরে মাইনাস এমুন সুন্দর সুন্দর বিলাইয়ের লুভ দেখাইলেন!

১০

টুটুল's picture


তাইলে কালকে জয়ীতা পাট্টি দিতাছো?

যেই রেস্টুরেন্টে খাওয়াইপা সেইটার নাম কি?

১১

জ্যোতি's picture


ওরে টুটুল কিতা কয়!!!!!!!!!!!কাইলকা কবে হবে/?অামি কইলাম যাইতাম না ডর দেখাইলে।

১২

মলিকিউল's picture


মডারেটররে ধইরা ব্যান করা দরকার, আপ্নেরে শুভেচ্ছা স্বাগতম না জানানোর অপরাধে।।

শুভেচ্ছা-স্বাগতম।

১৩

জ্যোতি's picture


হ ঠিক কইছেন আপনে। তয় মডুরে এইসব না বলাই ভালা।মডুরা কিমুন জানি।

১৪

শাতিল's picture


স্বাগতম আফা Laughing

১৫

জেবীন's picture


একটা পোষ্ট দেবার চিন্তা করতেছি.... "এখানে যত্নের সহিত স্বাগতম জানানো হয়, আগে আসলে আগে পাবেন".... যার যার স্বাগতম নিজ দায়িত্বে নিয়া অশেষ নেকী হাসিল করুন Tongue out

১৬

তানবীরা's picture


পোষ্ট দেন আমিও আছি আপনার সাথে। জয়িতার মতো জ্ঞানী কিংবা আমার মতো অজ্ঞানী কাউকেই কেউ কইলো না, আসেনতো আফাজান বসেনতো চেয়ারে। শরবত খাইতে কি কি লাগে?

মনটা উদাস হইয়া গ্যালো গো মাইনষের ব্যভারে, আমায় উদাসি বানাইলোগো মরার ............

১৭

নজরুল ইসলাম's picture


কালকে পার্টি দিলে সেখানে নগদে স্বাগতম বইলা স্লোগান দিমু...

১৮

বিষাক্ত মানুষ's picture


লও বেকতে স্লুগান ধরি --- "বেলী আফার চামড়া ................."

১৯

লোকেন বোস's picture


আপনি তো এখন বন্ধুই হয়ে গেছেন। নতুন করে স্বাগত জানাতে হবে?

২০

মীর's picture


১৮ নম্বর কমেন্ট দেইখা মনে পড়লো, বিমা নামে এই ব্লগে একজন লোক আছিলো। যারে সিরিয়াস মাত্রায় ভালো পাই।

২১

জ্যোতি's picture


ব্লগের আমাদের সেই দিনগুলি মনে পড়ে।বিমা হাভাইত্তার মতোন ব্লগিং করতো।

২২

নাহীদ Hossain's picture


সামুনে দেখি শেয়ার মার্কেটের মিছিল-টিছিল আছে কি না ... তাইলে এক্কুইবারে আফনেরটাও  দেওনের চান্স লইতাম  CryWink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.