ইউজার লগইন
বন্ধুরা কুথায়????
লিখেছেন: জ্যোতি | ডিসেম্বর ১৪, ২০০৯ - ২:২৩ অপরাহ্ন
সবতে আসে আর কয় আমি আইছি কন শুভেচ্ছা স্বাগতম।স্লোগান দিতে দিতে গলাডা ব্যাথা করতাছে।এককাপ চা কেউ খাওয়াইলো না।আমি যে ব্লগে আইলাম আমারে কেউ কইলো না শুভেচ্ছা স্বাগতম।কেন আমি কি ভাইসা আসছি?কেউ স্লুগান দিলো না!!!!!!!!
পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন
জ্যোতি এর ব্লগ | ২২ টি মন্তব্য |  ৩৭১৪ বার পঠিত
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- মা (আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্য যে তার মা এর কাছ থেক... - আশিক
- ব্লগ এবং ব্লগর ব্লগর - বিষণ্ণ বাউন্ডুলে
- বিয়ে কেন করছ না!!! - টোকাই
- আটককৃত সকল ব্লগারের মুক্তির দাবীতে ফেসবুকের ইভেন্টে... - নিভৃত স্বপ্নচারী
- আনন্দ-বেদনার গল্প - পজিটিভ
- আবজাব কথাবার্তা - জ্যোতি
- ব্লগর ব্লগর - শাপলা
- এবি ইফতারের টুকিটাকি কথা - বিষণ্ণ বাউন্ডুলে
- শুধু তোমার জন্য - বিষণ্ণ বাউন্ডুলে
- রেসিপিঃ ফ্রাইড রাইস ( উৎসর্গ -শাতিল) - হাতির পা
বহুত মারফতি রাস্তায় আসলাম
চায়ের ইমো নাই
। তাই দেয়া গেলনা। তবে স্বাগতম জানিয়ে গেলাম।আশাকরি আপনার সাথে অনেক আড্ডা হবে।
@ সুমনা, আপনারে তো দেখলামইনা। আগামি কাল বিকালে টিএসসি আসেন।
@হাসান ভাই, ছুটির দিনে যাব। এমনি দিনে গেলে আমারে গালি দিবেন নিশ্চিত। কারন বারিধারা থেকে সন্ধ্যা ৬টায় বেরিয়ে টিএসসি গেলে পরদিন ফজরের ওয়াক্তে দেখা হবে আপনাদের সাথে।
লুকজন ভালা না।পুষ্ট দিলে ঝাড়ি দেয় না দিলে ঝাড়ি দেয়।কই যাইতাম।বনবাসী হমু।নিথুয়া পাথারে ............
এইবার মারফতি গান।অামি গামু কিনা ভাবতাছি। লোকজন অামারে ঝাড়ি দিতাছে।মনে বহুত দুৎখ
আপনার জন্য দুধ চিনি চা পাতা ছাড়া চা বানায়ে রাখছি , নেন নেন জলদি শেষ করেন।
Click here to more animation images
ঘুম দিলাম । পরে আড্ডা দিবোনে !!!
বিলাইডা অামার পছন্দ হইছে।বিলাইডা কই পাইতাম!!!অাপনেরে মাইনাস এমুন সুন্দর সুন্দর বিলাইয়ের লুভ দেখাইলেন!
তাইলে কালকে জয়ীতা পাট্টি দিতাছো?
যেই রেস্টুরেন্টে খাওয়াইপা সেইটার নাম কি?
ওরে টুটুল কিতা কয়!!!!!!!!!!!কাইলকা কবে হবে/?অামি কইলাম যাইতাম না ডর দেখাইলে।
মডারেটররে ধইরা ব্যান করা দরকার, আপ্নেরে শুভেচ্ছা স্বাগতম না জানানোর অপরাধে।।
শুভেচ্ছা-স্বাগতম।
হ ঠিক কইছেন আপনে। তয় মডুরে এইসব না বলাই ভালা।মডুরা কিমুন জানি।
স্বাগতম আফা
একটা পোষ্ট দেবার চিন্তা করতেছি.... "এখানে যত্নের সহিত স্বাগতম জানানো হয়, আগে আসলে আগে পাবেন".... যার যার স্বাগতম নিজ দায়িত্বে নিয়া অশেষ নেকী হাসিল করুন
পোষ্ট দেন আমিও আছি আপনার সাথে। জয়িতার মতো জ্ঞানী কিংবা আমার মতো অজ্ঞানী কাউকেই কেউ কইলো না, আসেনতো আফাজান বসেনতো চেয়ারে। শরবত খাইতে কি কি লাগে?
মনটা উদাস হইয়া গ্যালো গো মাইনষের ব্যভারে, আমায় উদাসি বানাইলোগো মরার ............
কালকে পার্টি দিলে সেখানে নগদে স্বাগতম বইলা স্লোগান দিমু...
লও বেকতে স্লুগান ধরি --- "বেলী আফার চামড়া ................."
আপনি তো এখন বন্ধুই হয়ে গেছেন। নতুন করে স্বাগত জানাতে হবে?
১৮ নম্বর কমেন্ট দেইখা মনে পড়লো, বিমা নামে এই ব্লগে একজন লোক আছিলো। যারে সিরিয়াস মাত্রায় ভালো পাই।
ব্লগের আমাদের সেই দিনগুলি মনে পড়ে।বিমা হাভাইত্তার মতোন ব্লগিং করতো।
সামুনে দেখি শেয়ার মার্কেটের মিছিল-টিছিল আছে কি না ... তাইলে এক্কুইবারে আফনেরটাও দেওনের চান্স লইতাম

মন্তব্য করুন