ইউজার লগইন

প্রেম যদি চাঁদ দেখা হয়, বিয়ে হচ্ছে চাঁদে গিয়ে চাঁদ দেখা

যাঁরা এখনো একটা প্রেম করতে পারেন নি, তাঁরা সুযোগ পেলেই আক্ষেপ করেন- হায়, জীবনে কিছুই হলো না। এই আক্ষেপ যৌক্তিক। কারণ - ক) প্রেম না করলে ছোট্ট এই জীবনের অনেক সৌন্দর্য অনাবিষ্কৃত থেকে যায়, খ) চাঁদকে ঝলসানো রুটির মতো লাগে।

প্রেমে পড়লে বোঝা যায়- টিপে টিপে বাদাম খাওয়ার মতো সামান্য জিনিসে কী মজা! আর বাদামের খোসাটা যদি অন্যজন ছাড়িয়ে দেয় তাহলে তো কথাই নেই। আবার, প্রেমে পড়লে চাঁদ আপনাকে জোছনার গালিচায় চড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে রংয়ের রাজ্যে। সুতরাং যাদের প্রেম নেই তাঁরা আক্ষেপ করতে থাকুন। কলার নাড়িয়ে দোয়া করি, দ্রুত প্রেমে পতন ঘটুক আপনাদের।

তবে প্রেমের বিয়ের পক্ষে নই আমি। এটা আমার অনেক পোড় খাওয়া শিক্ষা। কারণ- ক) সৌন্দর্যে পতিত হয়ে পরবর্তীতে আপনাকে খাবি খেতে হবে, শুশুকের মতো মাঝেমাঝে লুকিয়ে নাক তুলে শ্বাস নিতে পারবেন- এই যা। খ) প্রেম যদি চাঁদ দেখা হয়, বিয়ে হচ্ছে চাঁদে গিয়ে চাঁদ দেখা। ওটা বড় বেশি এবড়োখেবড়ো। অক্সিজেন নেই, দম বন্ধ হয়ে যাবে। ওখানে আপনি ওজন হারাবেন, যাকে বলে ওয়েটলেস।

তাই বলে প্রেম করুন তবে বিয়ে করবেন না- এটা আমার বক্তব্য নয়। এহেন কাণ্ড এক ধরনের ভণ্ডামি।

আমার কথা- প্রেম করে বিয়ে করবেন না। মানে প্রেমই করবেন না। কারণ হাজার হাজার। দুয়েকটা বলছি।

১। প্রেম স্বপ্নময়, সংসার কঠিন বাস্তবতা। আগে যদি প্রেম থাকে, আপনার স্বাপ্নিক চরিত্রটা আপনার সঙ্গী জেনে যাবে। অথচ সংসারে ভালো থাকতে হলে কত রকমের অভিনয় করে যেতে হয় প্রতিনিয়ত। আপনার আগে পরের চরিত্র স্বভাবতই মিলবে না। তখন আপনি হয়ে যাবেন মূর্তিমান ভণ্ড!

২। (মেয়েদের ক্ষেত্রে) প্রেম নকশি কাঁথা। আহা, কী সুখের শৈল্পিক উষ্ণতা! কিন্তু বিয়ে? নকশি কাঁথার উলটো পিঠ। যেখানে সুতাগুলো এলোমেলো, হাজারো গিট্টু। সংসারে তাই প্রায়ই গিট্টু লাগে। আপনার ইচ্ছে হবে বাবার বাড়ি চলে যেতে। প্রেমের বিয়ের ক্ষেত্রে আপনি সেই সুযোগ হারাতে পারেন। কারণ অধিকাংশ ক্ষেত্রে মা বাবার বক্তব্য এমন হতে পারে- তুমি তো নিজের পছন্দে বিয়ে করেছো, এখন সমস্যা হচ্ছে কেন? মা বাবা এমনটা না বললেও তাঁদের মুখ থেকে এমন কিছু শোনার ভয় থাকবে আপনার। ফলে আপনি ওঁদের শরণাপন্ন হতে পারবেন না। বরং গিট্টুর চাপে চ্যাপ্টা হতে থাকবেন।

৩। (েছলেদের ক্ষেত্রে) বউ শাশুড়ির সম্পর্কের ব্যাপারটা সবাই বোঝেন। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ- বউ পছন্দের কাজটি আপনার মায়ের ওপর ছেড়ে দেওয়া। তাহলে আপনি আরামসে পায়ের ওপর পা তুলে বলতে পারবেন- পছন্দ তো তোমাদের, তোমরাই সামলাও। যদি উল্টোটা হয়, অর্থাৎ প্রেমের বিয়ে হলে যৌক্তিক-অযৌক্তিক সব যন্ত্রণা আপনাকে পোহাতে হবে।

৪। আপনি মেয়ে হলে আপনার স্বামী যখন তখন বলে দেবেন- যাও, বাপের বাড়ি চলে যাও। উনি ঠিকই জানেন আপনি বাপের বাড়ি যেতে পারবেন না। কারণ এটা প্রেমের বিয়ে। আর জেনে শুনেই স্বামী আপনাকে খোঁচাবে।

৫। আপনি ছেলে হলে স্ত্রী আপনাকে সন্দেহ করবে। ভাববে, যেহেতু আপনার সাথে প্রেম করেছে অতএব লোকটার নির্ঘাৎ প্রেমের বাতিক আছে। পুরুষ মানুষ বলে কথা!

৬। ''কোন কুক্ষণে যে তোমাকে ভালোবেসেছিলাম''- এমনতরো অপমানজনক কথা শুনতে হতে পারে।

৭। ''বিয়ের আগে তো আমার হাত পা ধরে বলেছিলে- তোমাকে ছাড়া বাঁচব না। নিকুচি করি এখন!'' - এমনটাও শোনা যাবে।

৮। আরো শোনা যাবে- ''আগে কত বলতে তোমাকে সুখে রাখব, একটুও কষ্ট পেতে দেবো না। সে সব মনে পড়ে না এখন? ভণ্ড, প্রতারক।''

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


আফসুস, এইসব পোস্ট আমার মতো বুড়া মানুষের জন্য না Sad

প্রেম করে বিয়ে করবেন না। মানে প্রেমই করবেন না।

প্রেম করে বিয়ে না করা, অথবা বিয়ের পর প্রেম করা বিষয়েও কিছু বলেন Smile

মাইনুল এইচ সিরাজী's picture


প্রেম করে বিয়ে না করা, অথবা বিয়ের পর প্রেম করা বিষয়েও কিছু বলেন

এসব বিষয়ে অভিজ্ঞতা নাই

সাহাদাত উদরাজী's picture


আপনাদের নিয়ে আর পারা যাবে না!এসব কথামালায় অবিবাহিতরা ভয় পেলে সারা দুনিয়ার কি অবস্থা কি হবে!

যে যেভাবে পারুক তবুও বিয়ে করুক - 'প্রেম' করে বা 'না' করে! চাঁদে গিয়ে চাঁদ দেখুক সবাই।

মাইনুল এইচ সিরাজী's picture


অবিবাহিতরা কখনোই ভয় পায় না

শিবলী মেহেদী's picture


Smile বিয়ে নিয়ে আমার লেখা ও গাওয়া একটা গান আছে এখানে। বিয়ের আগে শেষ বারের মতো ছেলেকে শোনানো যেতে পারে। Tongue

মীর's picture


প্রেম যদি চাঁদ দেখা হয়, বিয়ে হচ্ছে চাঁদে গিয়ে চাঁদ দেখা। ওটা বড় বেশি এবড়োখেবড়ো। অক্সিজেন নেই, দম বন্ধ হয়ে যাবে। ওখানে আপনি ওজন হারাবেন, যাকে বলে ওয়েটলেস।

ভাবসিলাম, বলবো যে এই লাইনটা পড়ে হাহাপগে। কিন্তু এরপর উঠে বাকি লাইনগুলো পড়ার পর আরো অনেকবার হাহাপগে হলাম। সেই অবস্থাতেই আছি বেশ ক'মিনিট ধরে।
Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

মাইনুল এইচ সিরাজী's picture


আপনার প্রশংসাটা বরাবরই বেশি পাই, মীর

নাজমুল হুদা's picture


প্রেম করতে আমি বলিনা, তবে প্রত্যেক মানুষের অবশ্যই প্রেমে পড়া উচিৎ । প্রেমের আনন্দ, বেদনা, জ্বালা,যন্ত্রনা, বিরহ, মিলন ইত্যাদি না-ই যদি জানা হল, তা'হলে জীবনে আর জানা হল কী ? বিয়ে করা বউ বা স্বামী তো কলসীর পানি, বাড়ির পুকুর - হাত বাড়ালেই হলো । আর প্রেমিক বা প্রেমিকা এত আপন অথচ ধরা-ছোঁয়ার নাগালের বাইরে । প্রেম হলেই তা বিয়েতে না গড়ালে সে প্রেম প্রেম নয়, তাইবা কেন? আবার একবার প্রেমে পড়েই প্রেমের ঘাটের সব পানি খেতে হবে বা খাওয়া যাবে, তা-ও নয় । একই জীবনে বারবার প্রেম আসতে পারে, প্রতিবার ভিন্নভিন্ন অবয়বে, ভিন্ন আংগিকে । কোনটিই অলীক নয়, কোনটিই অবজ্ঞার নয় । যেখানে প্রেম নেই, সেখানে কবিতা নেই । যেখানে প্রেম নেই, সেখানে গল্প নেই -উপন্যাস নেই । যেখানে প্রেম নেই, সেখানে বইয়ের কালো অক্ষরে, পূর্ণিমার চাঁদে প্রিয়তম/প্রিয়তমার প্রতিচ্ছবি দেখা যায় না । ফুল নাই, পাখির কূজন নাই, মৌমাছির গুঞ্জরণ নাই, তেমন প্রেমহীন দুনিয়া মেনে নেওয়া সম্ভব নয় ।

মাইনুল এইচ সিরাজী's picture


নীড় সন্ধানীর মতে বলি- রবিবাবু এসব ব্যাপার অনেক আগেই খোলাসা করে গেছেন

১০

তানবীরা's picture


বাদাম খেয়ে প্রেম ধৈর্য্যর ব্যাপার বটে। যাউকগা, জীবনে প্রেম আর বিয়ের বাইরেও বহু কিছু আছে। এটাই আশার কথা

১১

মাইনুল এইচ সিরাজী's picture


যাউকগা, জীবনে প্রেম আর বিয়ের বাইরেও বহু কিছু আছে

তবুু আমরা সেই বহু কিছু রেখে প্রেম আর বিয়ে নিয়ে মজে থাকি। মানব জাতির (নাকি পুরুষ জাতির?) এই এক সমস্যা

১২

বকলম's picture


জীবনে প্রেম আর বিয়ের বাইরেও বহু কিছু আছে।

পরকীয়া নাকি?!! তওবা তওবা। Tongue

১৩

তানবীরা's picture


তওবা তওবা ছাড়াও আরো অনেক জিনিস আছে বকলমদা।

লেখালেখি, ফটোগ্রাফি, ফেসবুকিং, গান, নাচ, রান্না, খাওয়া, সিনেমা, ভ্যাকেশন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি Love

১৪

বকলম's picture


চা যদি ভাল না হয়, কাপ পিরিচের সৌন্দর্য ধুইয়া পানি খাওনা যায় না।

১৫

মীর's picture


এই চা ছাড়া আর কোনো চা কপালে নাই, ধৈরা নিলে স্বাদ ভালো না খারাপ হৈল, সে চিন্তা করা লাগে না।

১৬

তানবীরা's picture


ভাগ্যিস অনেকেই জীবনে চা'এর থেকে অন্যকিছুকে গুরুত্বপূর্ন ভাবেন। নইলেতো কোন টমাস আলভা এডিসন, নিউটন, বিদ্যাসাগর কিংবা জগদীশ চন্দ্র বসুর উদয় হতো না।

শুধু শরৎচন্দ্র পাওয়া যেতো দেবদাস নিয়ে

১৭

ঈশান মাহমুদ's picture


@সিরাজী: আপনাকে প্রেম এবং বিবাহ বিষয়ে বিশেষজ্ঞ মনে হচ্ছে, আপনার বিয়েটা কি প্রেমের...?

@হুদাভাই: প্রেমকে এত সুন্দর উপমা দিয়ে সংজ্ঞায়িত করা তার পক্ষেই সম্ভব, যার এই বিষয় ব্যপক বাস্তব অভিজ্ঞতা রয়েছে। হুদাভাই, আপনার মুখে আপনার নিজের প্রেম অর্থাৎ ষাট কংবা সত্তর দশকের প্রেমের গল্প শুনতে চাই।

১৮

মাইনুল এইচ সিরাজী's picture


সব কিছু বলা যায় না ঈশান ভাই

১৯

মাইনুল এইচ সিরাজী's picture


নাজমুল ভাই, ঈশানের প্রস্তাবটা বিবেচনায় নিতে পারেন

২০

নাজমুল হুদা's picture


লজ্জা লাগে ! সবাই মুখ টিপে হাসবে যে !

২১

মাইনুল এইচ সিরাজী's picture


ধুর, লজ্জা কিসের? বলে ফেলুন!

২২

জ্যোতি's picture


জীবন থেকে শিক্ষা নেয়া পোষ্ট পড়ে ব্যাপক মজা পাইছি।

২৩

মাইনুল এইচ সিরাজী's picture


কষ্টের কথায় মজা পাওয়া ভালো না। কারো পৌষ মাস...

২৪

নীড় সন্ধানী's picture


জীবনে ঘড়াও দীঘি দুটোরই প্রয়োজন অনিবার্য। Tongue
রবি বুড়ো এইসব ব্যাপার অনেক আগেই খোলাসা করে গেছে। Wink

২৫

মেহরাব শাহরিয়ার's picture


আমার মনে হয় ..............
প্রেমে পড়া উচিৎ , তারপর বিয়ে না করা উচিৎ Smile
তবে ভন্ড না হয়ে , সেটার উপায়ও একটা আছে । সেটা হল প্রেম শেষে ছ্যাঁকা খেয়ে ।

তাহলে কোনও আফসোস থাকল না মনে

২৬

মাইনুল এইচ সিরাজী's picture


দরুণ আইডিয়া!

২৭

বকলম's picture


বিয়ের পরের কিছু কমন ডায়লোগ:
স্ত্রী: আমি বলে তোমার সংসার করেছি/ করছি। Angry

স্বামী: কেন্‌ যে বিয়া করলাম At Wits End (মনে মনে)।

স্ত্রী: বিয়ের পর তুমি আমাকে কি দিয়েছ? (যেন কিছুই দেয়া হয়নি)

স্বামী: মা'ও ভুল বুঝে, বউও ভুল বুঝে। At Wits End

স্ত্রী: আমি আজই বাপের বাড়ি চলে যাব।

স্বামী: ষ্টার প্লাসের জ্বালায় একটু শান্তিমত ক্রিকেট দেখার জো নাই।

স্ত্রী: আমার ঘুম পাচ্ছে মশারি টাঙাও। লাইট বন্ধ করো।

এখন আর মনে আসছে না। ভুক্তভোগীরা বাকীগুলো এ্যড করুন। Tongue

২৮

বকলম's picture


আসল কথাই কওয়া হয় নাই। লেখা মচমচে আর সুস্বাদু হইছে।

২৯

মাইনুল এইচ সিরাজী's picture


ভুক্তভোগীরা বাকীগুলো এ্যড করুন

এবং শেয়ার করুন

৩০

অনন্ত দিগন্ত's picture


বাপরে , এতো দেখি চরম গিট্টু যুক্ত অবস্হা ...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মাইনুল এইচ সিরাজী's picture

নিজের সম্পর্কে

আমি এক স্বপ্নবাজ তরুণ। স্বপ্ন দেখতে দেখতে, ভালোবাসতে বাসতে হাঁটছি বার্ধক্যের দিকে...