ইউজার লগইন

ভেতর-বাহির ( পঞ্চদশ পর্ব) /// ধূমপান বাতিল হলো মদের ভাগাড়ে...

অনেকদিন পরে ভেতর আর বাহির আবার কথা বলতে শুরু করেছে আমার। ভেতর আর বাহিরে ঘটনার ঘনঘটা প্রতুল।
উৎসাহ পেলে চলতে থাকবে ভেতর -বাহির রেল গাড়ী পুনরায়।

স্পেনে কঠোর ধূমপান আইন কার্যকর
উপরের লিংক হতে খবরটুকু আত্তস্ব করার পর হৃদয়তন্ত্রীতে নাড়া দিল। মনে পড়ে গেলো একদা নৈমত্তিক ধূমপায়ী এবং বর্তমানের সৌখিন ধূমপায়ী এই পথিক নামধারী মামুন ম. আজিজ এর যে এই সোনার বাংলাদেশেও সেই সম্ভবত ২০০৫/২০০৬ সালে চালু হলো ধূমপান বিরোধী আইন। পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপানে ৫০ টাকা জরিমাণা সংক্রান্ত বিষয় ছিল বলেই মনে প্রতীয়মান হচ্ছে। মনে না থাকার সংগত কারন আছে, যত্রতত্র এই আমি নিজেই ধূমপান করে দেখেছি আইনের প্রয়োগ আমার উপর হয়নি। এদেশে এটা খুব একটা হাস্যকর কিংবা অবাক হওয়ার মত কোন বিষয় নয় । টিআইবিই তো খোদ সুপ্রিম কোর্টের বিচারকদের মানে আইনের সর্বোচ্চ নাড়াচাড়া কারীদের প্রতিই আঙ্গুল তুলেছে, রোষে পড়েছে , গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং সর্বশেষে এক সকাল হতে বিকেল গড়ানোর আগেই সে গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়েছে ( এখানেই বোঝা যায় আইনের সকাল সন্ধ্যা দৃঢ়তা)। এই তো আইনের কড়চা । মাত্র ৫০ টাকার ধূমপান জরিমাণা অতি তুচ্ছ । অনেক বড় বড় বিষয় আছে ভাবার ভেতরে এবং বাহিরেও।

সারাদিনের শেয়ার নাটক এর নতুন এপিসোড এর ঘটনাই বর্ণনা আর বিশ্লেষন করতে বসলে প্রতিটা টিভিতে টক শো এর শো টাইম মেলানো যাবে না। কত জনে কত বড় বড় বোদ্ধা।

সে সব বলার ইচ্ছে হচ্ছেনা।
ইচ্ছে আটকে গেছে হঠাৎ ঐ খবরে। সেখানে দেখলাম উল্লেখিত “স্পেনের সকল পানশালা ও রেস্তোরায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।”
আমি একটু ব্যাঙ্গ টেনে বলি না হয়...স্পেনের সকল মদের ভাগাড়ে ধূমপানবাতিল হলো।

ধূমপান ছাড়া মদ্যপান
সে যেনো চুন ছাড়া সবুজ পান

এ হলো সভ্যতার নতুন নতুন নিদর্শন।
তবে সত্যি ওরা সভ্য। অন্তত আইন পালনে। অন্তত আমাদের বাংগালীদের চেয়ে অনেক বেশী অনেক ক্ষেত্রে।
শেয়ার ব্যবসায় লস করে ওরা অন্তত গাড়ী ভাঙেনা। অথবা অর্থনীতির দোলাচালে কোন কর্তৃপক্ষ (শেয়ার) ক্ষুদ্রবিনিয়োগকারীদের মুহূর্তে পথেও নামানোর অপ ইচ্ছে ওরা হয়তো ধারন করেনা।

তবে আমরা সভ্য হচ্ছি। কারন আমরা অনেক উন্নয়নে চরম বিনিয়োগের স্বপ্ন দেখছি , কিন্তু অনেক ইনকামের চরম স্বপ্ন কিন্তু সরকার কর্তৃপক্ষের কেউ দেখাচ্ছে না। ( এ বিষয়ে আলোচনা আসছে)

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

নাজমুল হুদা's picture


অপেক্ষায় থাকলাম । উৎসাহিত করছি, মনপ্রান দিয়ে লিখুন - দারুন সব পোস্ট পাবার আশায় উন্মুখ হয়ে রইলাম।

মামুন ম. আজিজ's picture


থ্যাঙ্কু

মীর's picture


চলুক চলুক।

ঈশান মাহমুদ's picture


কোথায় স্পেন, কোথায় আমাদের শেয়ার বাজার ! কই আগরতলা,কই.....। শেয়ারে যখন লাভ হয়, তখন কেউ রাস্তায় বের হয়ে জানান দেয়না,' আমার এতো লাভ হইছে'। আর লস হলেই, 'ভাঙ গাড়ী'...আজব পাবলিক !

মামুন ম. আজিজ's picture


মিলেঝিলেই তো আজকের দুনিয়া

নুশেরা's picture


ধূমপান ছাড়া মদ্যপান
সে যেনো চুন ছাড়া সবুজ পান

সত্যিই তাই নাকি?

মামুন ম. আজিজ's picture


কবিতাটা যার সে ভালো জানে

তানবীরা's picture


নুশেরা, আমিও তাই ভাবছিলাম। ধূমপান করেন না কিন্তু মদ্যপান করেন এমন প্রচুর লোক আছেন প্রচুর। ফ্রান্স বোধহয় এর উৎকৃষ্টতম উদাহরন।

আর স্পেনে এ বছর পাব্লিকলি ধূমপান বন্ধ করেছে, নেদারল্যান্ডস সহ বহু দেশে অনেক আগে থেকেই বন্ধ। সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটে ধূমপান বন্ধ কিন্তু মদ্যপান আছে Smile

মামুন ম. আজিজ's picture


আচ্ছা আপুদ্বয়, ধূমপান খারাপ, পান জর্দা আর মদ্যপান ভালো...কবিতার লাইনদুটো ভূয়া...মেনে নিলাম

১০

সাহাদাত উদরাজী's picture


ধুমপান বন্ধ করে দিলে অনেক কিছু এমনিতেই বন্ধ হয়ে যাবে। আইনটা মন্দ নয়।

মদ্যপান আর ধূমপান অনেকটা দুলাভাই, শালীর সম্পর্কের মত। শালী ছাড়া দুলাভাইরা বাচতে পারে!!

যে যত তাড়াতাড়ি বুঝবে, মঙ্গল তত বেশী। বউ নিয়ে খুশি থাকুন।

১১

মামুন ম. আজিজ's picture


আপনি যে বউ আর আলু একই টাইপ বানিয়ে ফেলেছন তা আপনার সতীর্থদের থেকেই জানা হয়েছে ব্লগ পঠনের মাধ্যেম বারবার।
মানে আলু ছাড়া অনেকের তরকারী যেমন ভালো লাগে না, বউ ছাড়া আপনার কোন কথাই পূর্ণতা পায়না।
( ডোন্ট টেক ইট আদার ওয়েজ)

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.