ইউজার লগইন

একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা

একদিন দেখবো আলো আঁধারের শেষ যেখানে
আসবেই দখিন বাতাস আকাশের বার্তা নিয়ে,
একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।

যেখানে তোমার আমার কোনো কথা নেই কথা নেই কোথাও থামার
ঠিক নেই ঘরের হদিস শুধু আছে পথ কতদূর নেই তা জানা
দুঃখ নেই কিছু সেখানে
নেই সুখ খোঁজবার কোনো দায়
প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচার উপায়,
কেঁদো না বন্ধু আমার গাও গান নিয়ম ভাঙার
এ গানের শেষেই আছে ভোরের আকাশ,
একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।

দূর্দান্ত একটা লিরিক। গানটা প্রায়ই আনমনে গুনগুন করার চেষ্টা করি।

আরো একটা গান। এটা ডুয়েট, শিরোনাম হচ্ছে; কই যাও একলা একলা?

Dancing where the stars go blue
Dancin' where the evening fell
Dancin' in your wooden shoes
In a wedding gown

Dancin' out on 7th street
Dancin' through the underground
Dancin' little marionette
Are you happy now?

Where do you go when you're lonely
Where do you go when you're blue
Where do you go when you're lonely
I'll follow you.

When the stars go blue (blue)
When the stars go blue (blue)
When the stars go blue (blue)
When the stars go blue

Laughing with your pretty mouth
Laughing with your broken eyes
Laughing with your lover's tongue
In a lullaby

Where do you go when you're lonely
Where do you go when you're blue
Where do you go when you're lonely
I'll follow you...

আন্দ্রিয়া কিন্তু অসাধারণ! ওকে নাকি জিন্স পড়তে খুবই কম দেখা যায়। আর শেষ দৃশ্যে বোনোর সঙ্গে নাচটা তো মারাত্মক!
---

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লিরিক দুইটা অসাম!

শেয়ারিং এর জন্যে ধনেপাতা।
এখনি নামাইতাছি গান দুইটা.. Smile

লীনা দিলরুবা's picture


নামাচ্ছি... অফিসের নেটের যে দশা Sad
মীরের খবর-টবর কী? গল্প তো দিতেছেন না। এইটা কিন্তু আপনার সাথে যায় না মীর Smile

লীনা দিলরুবা's picture


ওহ!!!!!! জটিল Big smile থ্যাঙ্কস মীর Laughing out loud

টুটুল's picture


উমমম

রায়েহাত শুভ's picture


ধুর মিয়া!!! আপনে একটা খারাপ Stare সারাদিন ধৈরা এখন Dancing শুনতে হইতেছে Hypnotized Hypnotized

একজন মায়াবতী's picture


আমি একটা কমেন্ট করছিলাম। কই গেলো Stare

জেবীন's picture


ফাকিঁবাজের ফাসি চাই! চাই!! চাই!!! Crazy

অফটপিকঃ গান ভালোই, চলে ... Laughing out loud

তানবীরা's picture


বাসায় যেয়ে মনে থাকলে শুনবো নে Sad

অতিথি's picture


টিপ সই ১ম গানটা আমার খুব ভালো লাগে। হুক্কা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!