একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
একদিন দেখবো আলো আঁধারের শেষ যেখানে
আসবেই দখিন বাতাস আকাশের বার্তা নিয়ে,
একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।
যেখানে তোমার আমার কোনো কথা নেই কথা নেই কোথাও থামার
ঠিক নেই ঘরের হদিস শুধু আছে পথ কতদূর নেই তা জানা
দুঃখ নেই কিছু সেখানে
নেই সুখ খোঁজবার কোনো দায়
প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচার উপায়,
কেঁদো না বন্ধু আমার গাও গান নিয়ম ভাঙার
এ গানের শেষেই আছে ভোরের আকাশ,
একঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।
দূর্দান্ত একটা লিরিক। গানটা প্রায়ই আনমনে গুনগুন করার চেষ্টা করি।
আরো একটা গান। এটা ডুয়েট, শিরোনাম হচ্ছে; কই যাও একলা একলা?
Dancing where the stars go blue
Dancin' where the evening fell
Dancin' in your wooden shoes
In a wedding gown
Dancin' out on 7th street
Dancin' through the underground
Dancin' little marionette
Are you happy now?
Where do you go when you're lonely
Where do you go when you're blue
Where do you go when you're lonely
I'll follow you.
When the stars go blue (blue)
When the stars go blue (blue)
When the stars go blue (blue)
When the stars go blue
Laughing with your pretty mouth
Laughing with your broken eyes
Laughing with your lover's tongue
In a lullaby
Where do you go when you're lonely
Where do you go when you're blue
Where do you go when you're lonely
I'll follow you...
আন্দ্রিয়া কিন্তু অসাধারণ! ওকে নাকি জিন্স পড়তে খুবই কম দেখা যায়। আর শেষ দৃশ্যে বোনোর সঙ্গে নাচটা তো মারাত্মক!
---
লিরিক দুইটা অসাম!
শেয়ারিং এর জন্যে ধনেপাতা।
এখনি নামাইতাছি গান দুইটা..
নামাচ্ছি... অফিসের নেটের যে দশা

মীরের খবর-টবর কী? গল্প তো দিতেছেন না। এইটা কিন্তু আপনার সাথে যায় না মীর
ওহ!!!!!! জটিল
থ্যাঙ্কস মীর 
উমমম
ধুর মিয়া!!! আপনে একটা খারাপ
সারাদিন ধৈরা এখন Dancing শুনতে হইতেছে

আমি একটা কমেন্ট করছিলাম। কই গেলো
ফাকিঁবাজের ফাসি চাই! চাই!! চাই!!!
অফটপিকঃ গান ভালোই, চলে ...
বাসায় যেয়ে মনে থাকলে শুনবো নে
মন্তব্য করুন