আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ৩
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ১
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ২
আমরা বন্ধু ব্লগ সব সময় বন্ধুদের কাছে আহ্বান জানায় চমৎকার সব ব্যানারের জন্য। এ পর্যন্ত পাঠানো বন্ধুদের ব্যানারে আমরা বন্ধুর একটা বৈশিষ্ট তৈরী হয়েছে যে, যে কোন ইভেন্টে আমরা বন্ধুর ব্যানার ইভেন্টোপযোগী। যে কেউ যে কোন বিষয়ে ব্যানার পাঠাতে পারেন zogazog এট আমরাবন্ধু ডট কম এ। ব্যানাররের মাপ হচ্ছে 1000 x 150 এবং ১০০ কিলোবাইটের নিচে হলে ভাল হয়। নির্বাচক মণ্ডলীর বিবেচনায় ব্যানার সাইটে আপ করার সিন্ধান্তই চুড়ান্ত।
ব্যানার তৈরী করেছেন : ভাঙ্গা পেন্সিল
২০১০ এর রমযানের ঈদ
ব্যানার তৈরী করেছেন : ভাষ্কর
২০১০ এর রমযানের ঈদ
১৫ই আগষ্ট :: জাতীয় শোক দিবস
হুমায়ুন আজাদ
রমজানুল মোবারক
বৃষ্টির ব্যানার
রবীন্দ্র নাথ ঠাকুর
মেঘলা
বন্ধু দিবস
উত্তম কুমার
বন্ধু ব্যানার
নেলসন ম্যান্ডেলা
যুদ্ধাপরাধীর বিচার চাই
বন্যার ব্যানার
ব্যানার তৈরী করেছেন : ~স্বপ্নজয়~
ব্যানার তৈরী করেছেন : শাওন৩৫০৪
ভাস্করের কাজী নজরুল, বঙ্গবন্ধু আর বৃষ্টির ব্যানার তিনটা সুন্দর। বিশেষ করে বৃষ্টিরটা, এটা আগে দেখি নাই
পেন্সিল ভাইয়ের তিনটা ব্যানারের মধ্যে শেষেরটা আমার বেশি ভালো লাগছে।সবুজ রং টা এত্তো আরামদায়ক আর মায়াবী লাগছে কি কমু
আরো সুন্দর সুন্দর ব্যানার চাই পেন্সিল ভাই
ভাস্কর ভাইয়ের কথা নতুন করে আর কিছু বলছি না(আগেই কইছি ভাই
)
ব্যাপক ধইন্যা দুজনকেই। শাওনের
শাওন এবং স্বপ্নজয় ভাইয়ের করা ব্যানার ভালা পাইছি
দ্বিতীয় ব্যানার( ঘুড়িসহ)টি বেশি কিউট! এই সুন্দর শিল্পচর্চা জারি থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের শ্রমসাধ্য কাজের জন্য। শুভেচ্ছা নিরন্তর।
বিলাইকে অনেক ধইন্যা। আজকের ব্যানারটা দারুণ লাগছে।মন যেনো উড়ে গেলো এই ঘুড়ির মতো।
বিলায়ের প্রথম ব্যানারে একটা মিসকেট আছে
সেরাম বন্ধুর হাতে হাত রাখলে ভুলটা হইতেই পারে মিয়াভাই
বিলায় কার হাতে হাত রাখে? ঝাথি ঝান্থাম্ছায়
যার জন্য বিলাই আড্ডায় আসতে পারে না। ব্যস্ত থাকে।
বিলাই টের পাইয়া এবিতেই ঢুকেনাই আর, দেখলেই শরম লাগতো, পরে অবশ্য সেডা ঠিক করছি
:
:
এখন ভাবতাছি, আমি যদি ওডা ঠিক টা পাঠাইয়া দেই, তাইলে এইখানকার ফডু ডা সরাইয়া ঐ ঠিক টা দেয়া হবে কিনা? তাইলে পাঠাই দিতাম আরকি!! :
ঠিকই আছে.।.।এতদিন না হয় নিয়ে ঘুরছে এখন না হয় রেখে ঘুরুক।

মডু ভাইয়া, বিলাই এর প্রস্তাব মনে নেয়া হোক।
শাওন৩৫০৪
মানুষইতো ভুল করে। সেখান থেকে শেখে। ভুল না করলে শিখবে কোথা থেকে? আপনি দ্রুত সঠিক ব্যানারটা পাঠিয়ে দিন।
অসাধারণ ব্যানার হয়েছে শাওন। তুমি ঋতুভিত্তিক ব্যানার আরও করো।
ব্যানার তৈরী করেছেন : মেঘ

ব্যানার জগতে স্বাগতম
সুন্দর হইছে
আজকের ব্যানারটা অনেক ভালো লাগছে। মুগ্ধ হয়েছি।
উফ, মেঘের ব্যানার মানেই আলাদা জিনিষ দাড়ায়, এই ব্যানারটা দেখলেই চোখ ঝকমক কৈরা উঠছে।
আমার কাছে এই ব্যানারটা বেশী ভালো হয় নাই।
সব ব্যানারই সুন্দর ।
ভাস্করদার ব্যানারগুলো বেশী ভাল্লাগে ।
আজকে আমাদের ছায়ার আলোর ব্যানারটাও জোসালী লাগলো ।
ছায়ার আলোর ব্যানারটা খুব সুন্দর।
ছালুর ব্যানার টা জোশ হইছে।আরো অনেক ব্যানার বানাও ইমু।
ব্যানার তৈরী করেছেন : ছায়ার আলো
পুজোর ব্যানার তৈরী করেছেন : মেঘ

মেঘদি' যা একেকটা ব্যানার দিচ্ছেন! বাহ্! দুর্দান্ত।
এইমাত্র বদলে গেল ব্যানার । বাংলাদেশের বিজয়ের পরপরই ।
আজকের বিজয়টা দারুণ ! সাবাশ বাংলাদেশ !
শাওন তো দেখি বড়ই কামের পোলা হইতেছে দিন দিন।
মাথার মগজ পেটে চইলা আসছে আর এই কারনে ভরা মজলিশে প্যান্টের বোতাম ফাটতেছে।
কিন্তু ব্যনার টা আজ দেখার মতো হইছে।
শাবাস শাওন।
শাওনের ব্যানার বড়ই সোন্দর্য হইছে রে বিলাই।
বাংলাদেশের জয় উপলক্ষে তৈরী ব্যানার জোস হৈছে। প্রস্তুতকারী ধইন্যা পৌছায় দিয়েন। আর পৃথিবীর 'রেফ'টাকে কি পৃথিবীর আরেকটু কাছে নিয়ে আসা যায়?
পৃথিবী ছোটো হয়ে আসছে' তো তাই রেফ বেচারা তাল পায়না কই বসপে
বাংলাদেশের জয় উপলক্ষে তৈরী ব্যানারটা আসলেই জোস হৈছে
শাওনের ব্যানারের বদলে আমার এখানে চে এর ব্যানার কেন দেখাচ্ছে?????
দারুণ সব ব্যানারের জন্য এর পেছনের কারিগরদের অভিনন্দন! চমৎকার কাজ জারি থাকুক...ধন্যবাদ মেঘ(এরাম গুনী মাইয়া দেখলে মনটা এত্তো খুশি হয় কী কমু
) ছায়ার আলো(আপনার ২য় ব্যানারটা লা-জবাব হইছে!) শাওন(পোলাটা মাত্রই সেদিন নাকি ব্যানার বানানির কাজ শিখছে-- গুরুমারা বিদ্যা বুঝি এরেই কয়) শুভেচ্ছা।
নিরাপদ সড়ক চাই ব্যানারটা খুব ভাল হইছে।
নিরাপদ সড়কের অসাধারণ ব্যানার হইছে! হ্যাটস অফ!

ব্যানার খুব সুন্দর হইছে আইরিন আপু

আইরিনের বানানো 'নিরাপদ সড়ক চাই' ব্যানারটা সুন্দর হইছে...
আইরিনের ব্যানারটা ভাল হয়েছে।
নিরাপদ সড়ক চাই।
হঠাৎ বদলে গেল ব্যানার ! জাতিসংঘ থেকে একলাফে পাবলো পিকাসো । 'নাম প্রকাশে অনিচ্ছুক' নামের বন্ধুটি এমন সুন্দর সুন্দর ব্যানার-বৈচিত্রে ভরে তুলুক 'আমরা বন্ধু'কে । নামে কিবা আসে যায় !
আর কতোকাল পদদলিত হবে মানুষের অধিকার...
সাহসী ব্যানারের জন্য অভিনন্দন।
আমি ঠিক নিশ্চিত নই। হেনরী ডুনান্ট বোধহয় রেড ক্রসের প্রতিষ্ঠাতা। রেড ক্রিসেন্টের নন। এটা যদি হয়, তাহলে ব্যানারটি ঠিক করা উচিৎ যত দ্রুত সম্ভব। ধন্যবাদ।
ওয়াও, আজকের জেল হত্যা দিবসের ব্যানার টা অসাধারন।
আইরিনের আজকের ব্যানার টাও দারুন হয়েছে।
ইদানীং এবি'তে ব্যনারগুলো চরম হচ্ছে।
বাহ, আইরিনের সব গুলা ব্যানার দারুন লাগলো।
জন লেনন এর জন্মদিনের ব্যানার

জাতীসংঘ দিবস

চে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

রূপগঞ্জ

দেয়ালী

জেল হত্যা দিবস: ব্যানার করেছেন আইরিন সুলতানা

ইভ টিজিং: ব্যানার করেছেন আইরিন সুলতানা

ইভটিজিং এর ব্যানার টার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
প্রথমে নিরাপদ সড়ক, তারপর ইভটিজিং বিরোধী দুর্দান্ত ব্যানার। আইরিনকে অভিবাদন।
ইভ টিজিং এর ব্যানারটা সুন্দর
রুবেল শাহর ব্যানারটা খুব সুন্দর হয়েছে, তবে দৃষ্টিকটু বানান ভুলসহযোগে। তাড়াতাড়ি ঠিক করে নেয়ার অনুরোধ।
জয়া=জায়া
মেইল করেছি
আইরিনের ব্যানারগুলো দারুণ ছিলো ।
রুবেল এর আজকের ব্যানারটাও সুন্দর মাশাল্লাহ !
রুবেল ভাইয়ের ব্যানারটা দেখে চোখ মন জুড়িয়ে গেল।
রুবেলের ঈদের ব্যানারটা, সিম্পল , কিন্তু ভাবনা জাগানিয়া ...
ব্যনারে প্রথম আলো পত্রিকার নাম দুইবার ব্যবহৃত হয়েছে।
মানে 'প্রথম আলো' বলে বলছি না, একটা পত্রিকার নাম দুইবার এক ব্যানারে??
আজাক এবিতে ঢুইকা চমকাই গেলাম, সবুজ বাঁচান, সবুজে বাঁচান ব্যানারটা এক্সসেপশনাল ব্রাইট, ভালো লাগছে।
সবুজ নিয়া আজকের ব্যানার'টা অসম্ভব সুন্দর হইছে ......
এবারের ব্যানারটা বেশ ভাল । শীত তা'হলে আসছে ।
শাওন ভাই'র সিজনিং ব্যানার-গুলা বেশি জোস্।
মন্তব্য করুন