আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ৪
আমরা বন্ধু ব্লগ সব সময় বন্ধুদের কাছে আহ্বান জানায় চমৎকার সব ব্যানারের জন্য। এ পর্যন্ত পাঠানো বন্ধুদের ব্যানারে আমরা বন্ধুর একটা বৈশিষ্ট তৈরী হয়েছে যে, যে কোন ইভেন্টে আমরা বন্ধুর ব্যানার ইভেন্টোপযোগী। যে কেউ যে কোন বিষয়ে ব্যানার পাঠাতে পারেন zogazog এট আমরাবন্ধু ডট কম এ। ব্যানাররের মাপ হচ্ছে 1000 x 150 এবং ১০০ কিলোবাইটের নিচে হলে ভাল হয়। নির্বাচক মণ্ডলীর বিবেচনায় ব্যানার সাইটে আপ করার সিন্ধান্তই চুড়ান্ত।
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : আইরিন সুলতানা
নিরাপদ সড়কের দাবিতে
বৃক্ষ নিধনের প্রতিবাদে
আমরা বন্ধুর পিকনিক
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
ঈদ উল আযহা
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি দখলে রাখার প্রতিবাদে
নুর হোসেন দিবস
শহীদ বুদ্ধিজীবি দিবস
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : রুবেল শাহ
ইভ টিজিং এর প্রতিবাদে
ঈদ উল আযহা
শহীদ বুদ্ধিজীবি দিবস
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : শাওন৩৫০৪
শীতের আগমনে
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : মিশু
মহান বিজয় দিবস
+----------------------------------
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ১
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ২
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ৩
শেষ দু'টি ব্যানার সম্ববত রুবেল শাহ এর করা ।
ভুলবশঃত তার নামটি আসেনি মনে হচ্ছে ।
আইরিন সুলতানার ব্যানারগুলো খুবই চমৎকার ।
আজকে শাওন এর ব্যানারটি বেশ লাগছে ।
এই পোস্টে দেয়া প্রথম দু’টি ব্যানার (নিরাপদ সড়ক চাই এবং সবুজ বাঁচান) আমার ডিজাইন করা। এরপরের ব্যানারগুলো কিন্তু আমার না। আমার নামের পর বাকিদের নাম না থাকায় ভুল বুঝতে পারে দর্শকরা। থুক্কু পাঠকরা।
আর উৎসাহযোগানোর জন্য ব্লগবন্ধুদের ধন্যবাদ। সেই সাথে মডুদেরও ধন্যবাদ ব্যানারগুলো ব্যবহার করার জন্য।
আবদুর রাজ্জাক শিপন এবং আইরিন সুলতানা
ব্যানার পোস্ট আপডেট করা হলো। এটা আসলে ড্রাফট হিসেবে ব্যানার গুলো পোস্টে আপলোড করা ছিল। আমরা দু:খিত সময়াভাবে আপডেট সম্পন্য না করেই রেখে দেয়া জন্য।
ধন্যবাদ সাথে থাকার জন্য
বিখ্যাত মানুষদের ডিজাইন করা ব্যানারের সাথে আমার ব্যানার দেইখা ভালু লাগতাছে
আজকের ব্যানারটা অসাধরণ!!!!আইরিনরে মাইনাস মন খারাপ করে দেয়ার জন্য।
আর চুড়ুইভাতি না চড়ুইভাতি??
ব্যানারটা দারুণ। আইরিন কে ধইন্যা।
ব্যানারটা দারুণ আসলেই
আসলেই দারুন..
রং আর রং..
"চড়ুইভাতি" হবে । ব্যানারে অশুদ্ধ বানান বড়ই বেমানান । প্লিজ .......
মন উদাস করা ব্যানার
পোস্ট আপডেট করা হলো।
ধন্যবাদ সবাইকে
শীতের ব্যানার ফিরে এলো, চড়ুইভাতির ব্যানার চলে গেল । কিন্তু কেন ?
পিকনিকের ব্যানার অসাম হইছে!
এই ব্লগের ব্যানারবিদরা সবাই গেছে কই??
গত সাতদিন ধরে একটা ব্যানার ঝুলায় রাখছে।
আর বিজয়ের মাস চলে সেই উপলক্ষে একটা ব্যানারও দেখলাম না।
পিকনিকের ব্যানার ফাটাফাটি ...
রুবেল ভাই কে ধন্যবাদ।সুন্দর ব্যানার বানানোর জন্য।
রুবেল শাহকে ধন্যবাদ আজকের দিনোপযোগী সুন্দর ব্যানারের জন্য ।
শহীদ বুদ্ধিজীবি স্মরণে রুবেলের ব্যানারটি চমৎকার ।
শহীদদের স্মরণে নির্মিত ব্যানারটি সুন্দর।
প্রসঙ্গতঃ "বানী" বানানটি বাণী হবে।
আজকের দিনে মহান বিজয় দিবস উপলক্ষে একটা ব্যানার পেলাম না । http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/aw.png
[এই লিঙ্কটা কিসের আর এলোই বা কেমন করে তা বুঝতে পারছিনা ।]
ম্যলাদিন নতুন ব্যনার দেখি না।
ও খাইছে, রায়হান ভাইও ব্যানার শিল্পে যোগদান করলো?
স্যালুট।
মেসবাহ ভাই'রে উৎসর্গ করনের লিগা এই ব্যনার বানাইসেন নাকি? @ রায়হান ভাই
মন হারিয়ে যায় হলুদ সরষে ফুলের সৌরভে --- সেরম হইছে । ধইন্যা - - -
ব্যানার তৈরী করেছেন : ~স্বপ্নজয়~
আমরা বন্ধু
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
ছবি: হাসান রায়হান
শীতের আমেজ সরিষায়
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
আড়িয়ল বিলে নতুন এয়ারপোর্ট তৈরীর বিরুদ্ধে গনজাগরণ
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
ব্যানারের ছবি : মুক্ত বয়ান
বইমেলা ১
বইমেলা ২
গুরুর ছবি দিয়া ব্যানার! আমি চোখে সরিষার ফুল দেখছি।
সুন্দর, সুন্দর, সুন্দর।
আমিও ব্যানার বানামু একদিন। শিখছি!
এই ব্যনারটা কি কখনো চেঞ্জ হবে?
ওদের জানিয়ে দাও, মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে...
জহির রায়হানের অন্তর্ধান দিবসের এই চমৎকার ব্যানারটি কে তৈরী করেছেন জানিনা । ধারণা করি, ভাস্করদার তৈরী এটা ।
প্রিয় জহির রায়হানের প্রতি শ্রদ্ধা ।
আড়িয়াল বিল সম্পর্কিত ব্যানারটিতে সম্ভবত ভুল আছে ।
শব্দটা কি আড়িয়ল না 'আড়িয়াল' ?
ব্যানারে বানান ভুল খুব চোখে লাগে ।
গতকাল বেশিরভাগ টিভি চ্যানেলের টেলপে দেখলাম আড়িয়ল লেখছে।
সকাল থেকে ব্যানারের জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি । কোন ছবিও আসছেনা । কারোর প্রো-পিক নাই, ইমো নাই, পোস্টে ছবি যুক্ত করা বা কোন কিছু চিহ্নিত করার ব্যবস্থা নাই । এটা কি আমার ল্যাপটপের কারসাজী, নাকি নেটের, নাকি ব্লগের ? বিয়াপুক পেরেশানীতে আছি ।
নাজমুল ভাই খুব সম্ভবত আপনার নেট স্পীড স্লো অথবা আপনার ব্রাউজারের ক্যাশে সমস্যা। ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করে নিন। এরপর দেখেন কি হয়
শাতিল, দ্রুত সাড়া দেবার জন্য আপনাকে ধন্যবাদ । আমার নেট স্পীড আসলেও খুব স্লো । তারপরও আপনার পরামর্শ অনুযায়ী কুকিজ ক্লিয়ার করে সমস্যার সুরাহা হয়েছে । কৃতজ্ঞ রইলাম ।
কিনুন, পড়ুন, লিখুন--- মুক্ত বয়ান এর ব্যানারটি অত্যন্ত হৃদয়গ্রাহী হইছে ।
ব্যানার সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো । মুক্ত বয়ান তার মুক্ত মনের ছাপ রেখেছে এ ব্যানারে ।
ফাল্গুনের ব্যানার দেখে আনন্দিত হলাম । শুভেচ্ছা সকলকে, শুভেচ্ছা নিরন্তর ।
দৃষ্টি এবং হৃদয়ে প্রশান্তি ছড়ানো এই ব্যানারটি কে তৈরী করেছেন জানতে চাই !
তাঁকে ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা ।
ভাষা শহীদদের নিয়ে রুবেলের ব্যানারটা দারুণ লাগছে দেখতে। কিন্তু ব্যানারে শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল রয়েছে। এটা ঠিক করে পুনরায় আপলোড করা ভাল।
ব্লগ মডারেটরদের অনুরোধ করছি, আপলোডের পূর্বে অন্তত ব্যানারের বানানগুলো যেন তারা একটু যাচাই করে নেন সব সময়।
কিপ ইট আপ রুবেল।
'শ্রদ্ধাঞ্জলি'র ভুলে শ্রদ্ধা প্রকাশে পূর্ণ ভক্তির অভাব বোধ হচ্ছে।
মিশু ভাইএর ব্যানারটা প্রিয়তে নেয়ার ব্যবস্থা কি? জানতে চাই। জেনে প্রিয়তে নিতে চাই।
আজকের ব্যানারটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
'সমাজের শেকলে আটকে পড়েছে পা, সোহাগে নাম রেখেছো নারী'।
নাম প্রকাশে অনিচ্ছুককে ধন্যবাদ। ব্যানার পছন্দ হয়েছে।
আজকের ব্যানারটা অসাধারণ।
আজ ২৫ নয়, ২৭। এখনও ২৫ এর ব্যানার ! ২৬এর কোন ব্যানার ছিলনা ? গতিহীন স্রোত নয়, সচলতা আশা করি ।
২৫'র ব্যানার কৈ পাইলেন নাজমুল ভাই?
দুপুরে পেয়েছিলাম । আজ বিকেল থেকে পাচ্ছি ২৬এর ব্যানার । এইটা গতকাল পাবার কথা ছিল । পাইনি ।
আমি কিন্তু কালই পেয়েছি
ছোটবেলাতে বিটিভিতে নাটক দেখতে বসে মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যেতাম কারন নাম দেখানোর ''কুশীলব'' বলে একজনের নাম দেখায়ছে কিন্তু তারে আমি চিনি না।
ব্যানারে এই ''নাম প্রকাশে অনিচ্ছুক'' এই লোকটারে আমি চিনি না এই জন্য মাঝে মাঝে খুব টেনশন হয়।
নতুন বছরের ব্যানার দুইদিন আগে টাঙ্গানোর জন্য মুগাম্বো খুশ হুয়া।
আজকের ব্যানারটা দারুণ!
কেবল ব্যানারটা দেখে লগ-ইন না করে থাকতে পারলাম না!
এত অদ্ভুত সুন্দর!!
মুগ্ধতা রেখে গেলাম
ওহ! এত সুন্দর একটা ব্যানার উপহার দেয়ার জন্য আইরিন আপু'কে অসংখ্য ধন্যবাদ!
আজকের ব্যানারটা অসাধারণ!
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: ১৪ই ফেব্রুয়ারী, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: ২৬শে মার্চ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: নারী দিবস, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: মে দিবস, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: কৃষ্ণচুড়া, ব্যানার: আইরিন সুলতানা
বিষয়: রবীঠাকুরের জন্মবার্ষিকী, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়: মা দিবস, ব্যানার: আইরিন সুলতানা
গ্যাস চুক্তি বিষয়ক ব্যানার এর জন্য মডুকে অনেক অনেক ধন্যবাদ
চুক্তি বানান ভুল আছে
আজকের ব্যানারটা দেখে চোখ জুড়িয়ে গেলো।ধন্যবাদ নাপ্রও।
আজকে ব্যানারে স্পাইডার ম্যানের মুখোশ আছে!
প্রীতিলতার ব্যানারটা দেইখা খুব ভাল্লাগলো
আজকের ব্যনারের কবিতার লাইনগুলো খুবই সুন্দর। ব্যনারটা যেই বানিয়ে থাকেন, এই অধমের শুভেচ্ছা গ্রহণ করেন প্লীজ।
আমাদের দূর্গাদেবীর কয়টা হাত? কেউ কি একটু বলবেন প্লীঝ? আমি তো গুণে শেষ করতে পার্লাম্না কোনোমতেই।
মীরের করা এই ব্যানারটা পছন্দ হইছে... মীরকে মাইকে ধইন্যা
মীর সাহেবেরর ব্যানারটা ভালোই হয়ছে।
মাথার উপ্রে তো মারাত্মক ব্যানার ঝুলতেসে। এইটা কি ঈদের দিন থেকেই আছিলো?
আগের কটকটে কালার কম্বিনেশনের চেয়ে এই ব্যানারটা অনেক ভালো।
আগের ব্যানারের সে এক বিরাট ইতিহাস!!! তবে কটকটা কোনটারে কইলা বুঝি নাই!!!
এর ঠিক আগেরটারেই কৈসি ভাইজান।
কইলাম না বিরাট ইতিহাস!!!
ওয়াল্লা, কোরিয়ান আশ্রাফ সাবেও দেখি ব্যানার বানানি শুরু করছে!
সেরাম হৈছে তো! লাইক দিলাম।
্তুমি হচ্ছো আন্তজার্তিক আর আমি কেবল এই এলাকায় নাম লিখালাম।
আজকের ব্যানারে 'বংগবন্ধু' লেখায় ভুল আছে। বঙ্গবন্ধু হবে।
দুঃখিত লীনাদি।বানানটা ভুল হওয়ার জন্য। মডু মামারা ঠিক কইরা দিসে
দুঃখিত! ধ্যুর। কি কও! ঠিক হয়ে গেছে
এট্টু ভাব নিয়া কইছিলাম আর কী দুঃখিত
আজকের ব্যানার শিল্পীকে অনেক ধন্যবাদ।
ব্যানারটা আমার পছন্দ হয়েছে।
আজকের এই পয়লা ফেব্রুয়ারির ব্যানারটা কি একটু ক্যাওটিক লাগতেছে না?
গ্রেট একটা ব্যানার দেখতে পাচ্ছি। 'নাম প্রকাশে অনিচ্ছুক' বন্ধুকে অভিনন্দন।
অসাধারণ ব্যানার। আজকের দিনে সব বাংলা ব্লগের সেরা ব্যানার।
ভাল উদ্দ্যোগ..ব্যানারের কোথাও জীবনানন্দ দাশ (জন্মঃ ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - মৃত্যুঃ অক্টোবর ২২, ১৯৫৪) লেখা থাকলে আরো ভাল হতো।
~
মীরের করা আজকের ব্যানারটা বেশ পছন্দ হয়েছে, একটা ভালও লাগা এনে দেয় কথাগুলো। কিন্তু আমি এবি'র "হাতে হাত রেখে নিঃশঙ্ক হই" লাইনটাকে মিস করছি ভীষন।
'হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই' কথাটা আমিও মিস করতেসিলাম আপু। কিন্তু ইংরেজি লাইনগুলোর জন্য দিতে কেমন জানি লাগতেসিলো। তাই ঐটা বাদ রাখছি। একটু পরীক্ষামূলক বন্দোবস্ত বলা যায় আর কি! যাক্ নেক্সট্টাইম আরো ভালো করার চেষ্টা থাকবে। আর ব্যনার নিয়ে কেউ প্রশংসা করলেও যে ভালো লাগে, সেইটা আজকে টের পাইলাম। আজব!
তাই আপনারে অনেক অনেক
ব্যানার এর জন্য মীরকে অজস্র অভিনন্দন
থ্যাংকু ভ্রি মাচ
টুটুল ভাইরেও অভিনন্দন জানান। উনি আসলে সময় বুঝে জিনিসটা ঝুলাইছে। দক্ষ নিউজ এডিটরের মতো একটা নিউজকে সময়োপযোগী ট্রিটমেন্ট দেয়া যাকে বলে আরকি
আজকের ব্যানারটা দারুণ। মীরকে এককোটি ধইন্যা।
আপনারে আর ।
কেউ ব্যানারের প্রশংসা করলে আজকাল অত্যধিক খুশি লাগে। এই আজব ঘটনার রহস্য ধরতে পার্তেসি না।
মন মনে হয় ফুরফুরা, তাই এরম লাগে।
এইটা হইতে পারে।
যে আবহাওয়া! ফুরফুরা না হয়ে ওই ব্যাটায় যাইবো কই?
আমি তো মনের আবহাওয়ার কথা কইলাম।
ব্যানারটা জট্রিল হইছে।
আচ্ছা, এইবার নিউজ এডিটর সাবরেও একটু প্রশংসা দ্যান। হাজার হোক তিনি নিয়মিত আমার ব্যানাররে লীড করতেসেন।
হেতে কেডায়? ঋহানের বাপ? ঠিকাছে ঋহানের বাপকেও ধইন্যা।
হ ঋহানের বাপ। তাকে ধইন্যা। তার বউকে ধইন্যা। তার পুলারে ধইন্যা। তার পরিবারের সবাইরে ধইন্যা। তার দুই বান্ধবীরে ধইন্যা। তার চেনাজানা সবাইরে ধইন্যা।
2 bandhobi?matro?
প্রায় ৯ ঘন্টা পর রিপ্লাই!!!
আমি তো শুধু আপনারে আর জেবীন আপুরে চিনি। ও আরেকজনরে চিনি- কনা ফারহা।
Gp net.jontrona lage.
Apne to polapain tai chinen na.amio to chinina.tobe shunchi pola naki aguner golla.
ki darun bristisnato sokal!eto sokale bloge je!aj to amar ofc er upor tibro raag
অফিসে বসে অফিসের উপর রাগ দেখায়ে কোনো লাভ নাই।
আমরা তো আরেকজনের জন্য একটা আগুনের গোলা খুঁজতেসি।
যাক্ শুভ সকাল জয়িতা'পু। আপনে একটু লীনা আপুরে একটা ফোন দিয়েন তো। দিয়ে বইলেন আমি তারে শুভ সকাল জানায়ে ঘুমাইতে গেসি। আর আপনে ভালো থাইকেন। good day!
thikache janabo linapuke.tobe apnar ei comnt e minus.manuser esob sukh dekhle khub e mejaj kharap hoy
ব্যানারটা আসলেই মহা পছন্দ হইছে...
থ্যাংকিউ বস্। রিয়েল থ্যাংক্স। ভীষণ খুশি লাগতেসে
আজকের ব্যানারের বাম পাশের অংশটুকু বেশী কিউট লাগছে। আর কথাটা চোখে লেগে থাকছে।
শেষ। এবার দুইটা ব্যানার একসঙ্গে জমা দিসিলাম। বস্ অনুরোধমতো পর পর ঝুলায়ে অধমকে কৃতজ্ঞ বানাইসে। আপাতত স্টকে আর কিছু নাই। আবার নতুন কিছু বানাইলে তখন দেখতে পাবেন।
আর জয়িতা'পু, আপনাকে বিশেষ ধন্যবাদ। য়ু আর আ ভেরি গুড ফ্রেন্ড।
শেষ কেন? মাত্র দুইটা ব্যানার কেন জমা দিলেন? আমি ব্যানার বানাতে জানলে তো একসাথে অন্তত: ১০ টা জমা দিতাম। জলদি আরে জটিল সুন্দর ব্যানার জমা দেন।
আপনাকেও ধইন্যা সু্ইট কথাবার্তার জন্য।
এতো ব্যানার দেখিয়া মনে খুশীর ফল্গু ধারা প্রবাহিত হইলো!
আজকে বৈশাখের ছোঁয়া লেগেছে এবি তে ...গোপন সূত্রে জানা গেলো, ব্যানার বানিয়েছেন রাসেল, ব্যানারের ছবি তুলেছেন মুক্ত বয়ান, ব্যানারের বাশঁ আর দড়ি খাটানি করছেন মডু!
দারুন ছবি তোলে মুক্ত, উৎসব মুখরতার আমেজ পুরাই ফুটে উঠেছে এই ব্যানারে। ধন্যবাদ দিয়ে গেলাম, যার যার নিজ নিজ ভাগেরটা বুঝে নিয়েন !
নববর্ষের সব কমতি মিটে গেছে আজকের একটা ব্যানারেই। ধন্যবাদ ভাস্করদা'। য়ু আর সিম্পলি সুপারস্য ফাটাফাটি রকমের অসাম দি মোস্ট ফরএভার এন্ড এভার...
পাশাপাশি আপনারে নববর্ষের শুভেচ্ছাও জানাই। ভালো থাকবেন বছর ভর।
ব্যানারটা সুইট হয়েছে। লাবণীকে অভিনন্দন!
ব্যানারটা সুইট হয়েছে। লাবণীকে অভিনন্দন!
কিন্তু একটা খটকা লেগে আছে মনে। শহরের তারে কি ঘূঘূ পাখি বসে ?
থ্যাঙ্কুশ মেসবাহ ভাই!
==============
ইয়ে... মানে......ঘুঘুর-টা কি দেয়া হয়ে গেছে? দেখলাম না তো!!!
==============
শহরের তারে বসে না!!!?? তাইলে এটা গ্রামের তার হবে!
থ্যাঙ্কুশ রুবাপু!
অনেক খুশী খুশী লাগছে!
মিশু ভাইয়ের ব্যানার মানেই সামথিং ডিফ্রেন্ট। এবি'র লোগোটা এত সুন্দর লাগতেসে যে কি বলবো। অনেকদিন পর এই লোগোটা দেখলাম ব্যানারে।
ভাইজান আপনারে কুয়েক কুটি ধইন্যা। এরম ব্যানার আরো চাই। এবি'র চেহারাটাই চেঞ্জ হয়ে গেসে এক ব্যানারে।
ব্যানার অ-সা-ধা-র-ণ হয়েছে।
কে বানাইসে জানতে চাই
ভাস্করদা' না টুটুল ভাই?
যেই বানিয়ে থাকুন, একজন প্রান্তিক শ্রমিকের অন্তরের শুভেচ্ছা গ্রহণ করুন।
ভাস্কর'দা দারুন ব্যানার হয়েছে আজকেরটা।
গুন্ডা মাস্তান পুলিশের বদলে জনগনের সেবক পুলিশের আশা আমাদের দুরাশাই রয়ে যাবে!
আজকের ব্যানারটা ভালো হয়েছে। যদি দেশিয় কোনো মায়ের ছবি থাকতো- তাইলে আরো ভালো হতো...
ব্যানারে মাতৃত্বের বিশ্বজনীন রূপটিকে ধরতে চেয়েছি বলেই এতগুলো ছবি ব্যবহার করা হয়েছে। তবে প্রথম ছবিটাই কিন্তু বাঙালি মায়ের...
দেখে বাঙ্গালী মনে হচ্ছিলোনা, সেজন্য বললাম
আজকের ব্যানার শিল্পীকে অনেক ধন্যবাদ সুন্দর ব্যানারটির জন্য
ব্যানার দেখে বোঝা যাচ্ছে এইটা লাবণীর কাজ। "বন্ধু রহো রহো সাথে, আজি এ সঘন শ্রাবণপাতে" কথাটা সবার মাথার উপর ঝুলায় দিয়ে সে নিজে কেন দূরে দূরে থাকতেসে বুঝতেসি না।
যাক্ ব্যানারটা যে অসাম হইসে সেইটাই কেবল বলতে আসছিলাম। ধন্যবাদ লাবণী। এরকম সুন্দর সুন্দর ব্যানার আপনার কাছ থেকে আরো চাই।
আজ ১৫ আগস্ট লেখা ব্যানার দেখে ৬ অক্টোবরে খানিকটা টাশকিত হলুম।
যাক অবশেষে ১৫ আগস্টের ব্যানার চেঞ্জ হৈল! আমি তো ভাবছিলাম, কপালে আর নতুন ব্যানার নাই।
মন্তব্য করুন