ইউজার লগইন

আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ৪

আমরা বন্ধু ব্লগ সব সময় বন্ধুদের কাছে আহ্বান জানায় চমৎকার সব ব্যানারের জন্য। এ পর্যন্ত পাঠানো বন্ধুদের ব্যানারে আমরা বন্ধুর একটা বৈশিষ্ট তৈরী হয়েছে যে, যে কোন ইভেন্টে আমরা বন্ধুর ব্যানার ইভেন্টোপযোগী। যে কেউ যে কোন বিষয়ে ব্যানার পাঠাতে পারেন zogazog এট আমরাবন্ধু ডট কম এ। ব্যানাররের মাপ হচ্ছে 1000 x 150 এবং ১০০ কিলোবাইটের নিচে হলে ভাল হয়। নির্বাচক মণ্ডলীর বিবেচনায় ব্যানার সাইটে আপ করার সিন্ধান্তই চুড়ান্ত।

+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : আইরিন সুলতানা
SafeRoad_byIreenSultana.png
নিরাপদ সড়কের দাবিতে

SaveTree_AB_Banner_by__IreenSultana.jpg
বৃক্ষ নিধনের প্রতিবাদে

picnicBanner_AB_by_Ireen2.jpg
আমরা বন্ধুর পিকনিক

+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
eidulazhabanner.PNG
ঈদ উল আযহা

protestbanner.PNG
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি দখলে রাখার প্রতিবাদে

nurhossain bannerfin.PNG
নুর হোসেন দিবস

14th decemberbanner
শহীদ বুদ্ধিজীবি দিবস

+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : রুবেল শাহ
RubelShah.jpg
ইভ টিজিং এর প্রতিবাদে

RubelShah_eidULajha.jpg
ঈদ উল আযহা

RubelShah_005.jpg
শহীদ বুদ্ধিজীবি দিবস
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : শাওন৩৫০৪

Winter_AB copy_rvzd_0.jpg
শীতের আগমনে

+----------------------------------

ব্যানার তৈরী করেছেন : মিশু

ab16thDec
মহান বিজয় দিবস

+----------------------------------
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ১
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ২
আমরা বন্ধুর ব্যনার সমগ্র - ৩

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

আবদুর রাজ্জাক শিপন's picture


শেষ দু'টি ব্যানার সম্ববত রুবেল শাহ এর করা ।

ভুলবশঃত তার নামটি আসেনি মনে হচ্ছে ।

আইরিন সুলতানার ব্যানারগুলো খুবই চমৎকার ।

আজকে শাওন এর ব্যানারটি বেশ লাগছে ।

আইরিন সুলতানা's picture


এই পোস্টে দেয়া প্রথম দু’টি ব্যানার (নিরাপদ সড়ক চাই এবং সবুজ বাঁচান) আমার ডিজাইন করা। এরপরের ব্যানারগুলো কিন্তু আমার না। আমার নামের পর বাকিদের নাম না থাকায় ভুল বুঝতে পারে দর্শকরা। থুক্কু পাঠকরা।

আর উৎসাহযোগানোর জন্য ব্লগবন্ধুদের ধন্যবাদ। সেই সাথে মডুদেরও ধন্যবাদ ব্যানারগুলো ব্যবহার করার জন্য।

মডারেটর's picture


আবদুর রাজ্জাক শিপন এবং আইরিন সুলতানা

ব্যানার পোস্ট আপডেট করা হলো। এটা আসলে ড্রাফট হিসেবে ব্যানার গুলো পোস্টে আপলোড করা ছিল। আমরা দু:খিত সময়াভাবে আপডেট সম্পন্য না করেই রেখে দেয়া জন্য।

ধন্যবাদ সাথে থাকার জন্য

রুবেল শাহ's picture


বিখ্যাত মানুষদের ডিজাইন করা ব্যানারের সাথে আমার ব্যানার দেইখা ভালু লাগতাছে Smile

রাসেল আশরাফ's picture


আজকের ব্যানারটা অসাধরণ!!!!আইরিনরে মাইনাস মন খারাপ করে দেয়ার জন্য।

আর চুড়ুইভাতি না চড়ুইভাতি??

জ্যোতি's picture


ব্যানারটা দারুণ। আইরিন কে ধইন্যা।

শওকত মাসুম's picture


ব্যানারটা দারুণ আসলেই

রুমিয়া's picture


আসলেই দারুন..
রং আর রং.. Smile

নাজমুল হুদা's picture


"চড়ুইভাতি" হবে । ব্যানারে অশুদ্ধ বানান বড়ই বেমানান । প্লিজ .......

১০

তানবীরা's picture


মন উদাস করা ব্যানার

১১

মডারেটর's picture


পোস্ট আপডেট করা হলো।
ধন্যবাদ সবাইকে

১২

নাজমুল হুদা's picture


শীতের ব্যানার ফিরে এলো, চড়ুইভাতির ব্যানার চলে গেল । কিন্তু কেন ?

১৩

বোহেমিয়ান's picture


পিকনিকের ব্যানার অসাম হইছে!

১৪

রাসেল আশরাফ's picture


এই ব্লগের ব্যানারবিদরা সবাই গেছে কই??

গত সাতদিন ধরে একটা ব্যানার ঝুলায় রাখছে।

আর বিজয়ের মাস চলে সেই উপলক্ষে একটা ব্যানারও দেখলাম না। Sad Sad

১৫

নাহীদ Hossain's picture


পিকনিকের ব্যানার ফাটাফাটি ... Smile

১৬

রাসেল আশরাফ's picture


রুবেল ভাই কে ধন্যবাদ।সুন্দর ব্যানার বানানোর জন্য।

১৭

নাজমুল হুদা's picture


রুবেল শাহকে ধন্যবাদ আজকের দিনোপযোগী সুন্দর ব্যানারের জন্য ।

১৮

আবদুর রাজ্জাক শিপন's picture


শহীদ বুদ্ধিজীবি স্মরণে রুবেলের ব্যানারটি চমৎকার ।

১৯

উলটচন্ডাল's picture


শহীদদের স্মরণে নির্মিত ব্যানারটি সুন্দর।

প্রসঙ্গতঃ "বানী" বানানটি বাণী হবে।

২০

নাজমুল হুদা's picture


আজকের দিনে মহান বিজয় দিবস উপলক্ষে একটা ব্যানার পেলাম না । http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/aw.png

২১

নাজমুল হুদা's picture


[এই লিঙ্কটা কিসের আর এলোই বা কেমন করে তা বুঝতে পারছিনা ।]

২২

মীর's picture


ম্যলাদিন নতুন ব্যনার দেখি না।

২৩

শাওন৩৫০৪'s picture


ও খাইছে, রায়হান ভাইও ব্যানার শিল্পে যোগদান করলো?
স্যালুট।

২৪

মীর's picture


মেসবাহ ভাই'রে উৎসর্গ করনের লিগা এই ব্যনার বানাইসেন নাকি? @ রায়হান ভাই

২৫

নাজমুল হুদা's picture


মন হারিয়ে যায় হলুদ সরষে ফুলের সৌরভে --- সেরম হইছে । ধইন্যা - - -

২৬

মডারেটর's picture


ব্যানার তৈরী করেছেন : ~স্বপ্নজয়~
JoyKabir_031010.jpg
আমরা বন্ধু
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
ছবি: হাসান রায়হান
170111.jpg
শীতের আমেজ সরিষায়

+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
arialBIL3.jpg
আড়িয়ল বিলে নতুন এয়ারপোর্ট তৈরীর বিরুদ্ধে গনজাগরণ
+----------------------------------
ব্যানার তৈরী করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক
ব্যানারের ছবি : মুক্ত বয়ান
বইমেলা ১
BoiMELA.JPG
বইমেলা ২
BoiMELA3.jpg

২৭

সাহাদাত উদরাজী's picture


গুরুর ছবি দিয়া ব্যানার! আমি চোখে সরিষার ফুল দেখছি।
সুন্দর, সুন্দর, সুন্দর।
আমিও ব্যানার বানামু একদিন। শিখছি!

২৮

মীর's picture


এই ব্যনারটা কি কখনো চেঞ্জ হবে?

২৯

আবদুর রাজ্জাক শিপন's picture


ওদের জানিয়ে দাও, মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে...

জহির রায়হানের অন্তর্ধান দিবসের এই চমৎকার ব্যানারটি কে তৈরী করেছেন জানিনা । ধারণা করি, ভাস্করদার তৈরী এটা ।

প্রিয় জহির রায়হানের প্রতি শ্রদ্ধা ।

৩০

আবদুর রাজ্জাক শিপন's picture


আড়িয়াল বিল সম্পর্কিত ব্যানারটিতে সম্ভবত ভুল আছে ।

শব্দটা কি আড়িয়ল না 'আড়িয়াল' ?

ব্যানারে বানান ভুল খুব চোখে লাগে ।

৩১

হাসান রায়হান's picture


গতকাল বেশিরভাগ টিভি চ্যানেলের টেলপে দেখলাম আড়িয়ল লেখছে।

৩২

নাজমুল হুদা's picture


সকাল থেকে ব্যানারের জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি । কোন ছবিও আসছেনা । কারোর প্রো-পিক নাই, ইমো নাই, পোস্টে ছবি যুক্ত করা বা কোন কিছু চিহ্নিত করার ব্যবস্থা নাই । এটা কি আমার ল্যাপটপের কারসাজী, নাকি নেটের, নাকি ব্লগের ? বিয়াপুক পেরেশানীতে আছি ।

৩৩

শাতিল's picture


নাজমুল ভাই খুব সম্ভবত আপনার নেট স্পীড স্লো অথবা আপনার ব্রাউজারের ক্যাশে সমস্যা। ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করে নিন। এরপর দেখেন কি হয় Smile

৩৪

নাজমুল হুদা's picture


শাতিল, দ্রুত সাড়া দেবার জন্য আপনাকে ধন্যবাদ । আমার নেট স্পীড আসলেও খুব স্লো । তারপরও আপনার পরামর্শ অনুযায়ী কুকিজ ক্লিয়ার করে সমস্যার সুরাহা হয়েছে । কৃতজ্ঞ রইলাম ।

৩৫

আবদুর রাজ্জাক শিপন's picture


কিনুন, পড়ুন, লিখুন--- মুক্ত বয়ান এর ব্যানারটি অত্যন্ত হৃদয়গ্রাহী হইছে ।

৩৬

নাজমুল হুদা's picture


ব্যানার সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো । মুক্ত বয়ান তার মুক্ত মনের ছাপ রেখেছে এ ব্যানারে ।

৩৭

নাজমুল হুদা's picture


ফাল্গুনের ব্যানার দেখে আনন্দিত হলাম । শুভেচ্ছা সকলকে, শুভেচ্ছা নিরন্তর ।

৩৮

আবদুর রাজ্জাক শিপন's picture


"তোমার কাননতলে ফাগুন আসিবে বারংবার
তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার"

দৃষ্টি এবং হৃদয়ে প্রশান্তি ছড়ানো এই ব্যানারটি কে তৈরী করেছেন জানতে চাই !

তাঁকে ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা ।

৩৯

আইরিন সুলতানা's picture


ভাষা শহীদদের নিয়ে রুবেলের ব্যানারটা দারুণ লাগছে দেখতে। কিন্তু ব্যানারে শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল রয়েছে। এটা ঠিক করে পুনরায় আপলোড করা ভাল।

ব্লগ মডারেটরদের অনুরোধ করছি, আপলোডের পূর্বে অন্তত ব্যানারের বানানগুলো যেন তারা একটু যাচাই করে নেন সব সময়।

কিপ ইট আপ রুবেল।

৪০

নাজমুল হুদা's picture


'শ্রদ্ধাঞ্জলি'র ভুলে শ্রদ্ধা প্রকাশে পূর্ণ ভক্তির অভাব বোধ হচ্ছে।

৪১

মীর's picture


মিশু ভাইএর ব্যানারটা প্রিয়তে নেয়ার ব্যবস্থা কি? জানতে চাই। জেনে প্রিয়তে নিতে চাই।

৪২

লীনা দিলরুবা's picture


আজকের ব্যানারটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ।

৪৩

লীনা দিলরুবা's picture


'সমাজের শেকলে আটকে পড়েছে পা, সোহাগে নাম রেখেছো নারী'।

নাম প্রকাশে অনিচ্ছুককে ধন্যবাদ। ব্যানার পছন্দ হয়েছে।

৪৪

মীর's picture


আজকের ব্যানারটা অসাধারণ।

৪৫

নাজমুল হুদা's picture


আজ ২৫ নয়, ২৭। এখনও ২৫ এর ব্যানার ! ২৬এর কোন ব্যানার ছিলনা ? গতিহীন স্রোত নয়, সচলতা আশা করি ।

৪৬

হাসান রায়হান's picture


২৫'র ব্যানার কৈ পাইলেন নাজমুল ভাই?

৪৭

নাজমুল হুদা's picture


দুপুরে পেয়েছিলাম । Sad আজ বিকেল থেকে পাচ্ছি ২৬এর ব্যানার । Smile এইটা গতকাল পাবার কথা ছিল । পাইনি । Shock

৪৮

নাজ's picture


আমি কিন্তু কালই পেয়েছি Smile

৪৯

রাসেল আশরাফ's picture


ছোটবেলাতে বিটিভিতে নাটক দেখতে বসে মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যেতাম কারন নাম দেখানোর ''কুশীলব'' বলে একজনের নাম দেখায়ছে কিন্তু তারে আমি চিনি না।

ব্যানারে এই ''নাম প্রকাশে অনিচ্ছুক'' এই লোকটারে আমি চিনি না এই জন্য মাঝে মাঝে খুব টেনশন হয়।

নতুন বছরের ব্যানার দুইদিন আগে টাঙ্গানোর জন্য মুগাম্বো খুশ হুয়া।

৫০

লীনা দিলরুবা's picture


আজকের ব্যানারটা দারুণ!

৫১

নাজ's picture


কেবল ব্যানারটা দেখে লগ-ইন না করে থাকতে পারলাম না!
এত অদ্ভুত সুন্দর!!
মুগ্ধতা রেখে গেলাম Smile

৫২

নাজ's picture


ওহ! এত সুন্দর একটা ব্যানার উপহার দেয়ার জন্য আইরিন আপু'কে অসংখ্য ধন্যবাদ!

৫৩

মীর's picture


আজকের ব্যানারটা অসাধারণ!

৫৪

অমি's picture


1la boishakh1.JPG
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

1la boishakh3.JPG
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

1la boishakh3.JPG
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

1la boishakh4.JPG
বিষয়: ১লা বৈশাখ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

14th Feb_dipali.jpg
বিষয়: ১৪ই ফেব্রুয়ারী, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

26th March.PNG
বিষয়: ২৬শে মার্চ, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

women's daybanner.PNG
বিষয়: নারী দিবস, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

may dayfinal.PNG
বিষয়: মে দিবস, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

৫৫

অমি's picture


Krishnochura_AB_Banner.jpg
বিষয়: কৃষ্ণচুড়া, ব্যানার: আইরিন সুলতানা

ravi tagorefinal.PNG
বিষয়: রবীঠাকুরের জন্মবার্ষিকী, ব্যানার: নাম প্রকাশে অনিচ্ছুক

MothersDay.jpg
বিষয়: মা দিবস, ব্যানার: আইরিন সুলতানা

৫৬

বোহেমিয়ান's picture


গ্যাস চুক্তি বিষয়ক ব্যানার এর জন্য মডুকে অনেক অনেক ধন্যবাদ Smile

৫৭

শওকত মাসুম's picture


চুক্তি বানান ভুল আছে

৫৮

রাসেল আশরাফ's picture


আজকের ব্যানারটা দেখে চোখ জুড়িয়ে গেলো।ধন্যবাদ নাপ্রও।

৫৯

মীর's picture


আজকে ব্যানারে স্পাইডার ম্যানের মুখোশ আছে!

৬০

নাহীদ Hossain's picture


প্রীতিলতার ব্যানারটা দেইখা খুব ভাল্লাগলো

৬১

মীর's picture


আজকের ব্যনারের কবিতার লাইনগুলো খুবই সুন্দর। ব্যনারটা যেই বানিয়ে থাকেন, এই অধমের শুভেচ্ছা গ্রহণ করেন প্লীজ।

৬২

মীর's picture


আমাদের দূর্গাদেবীর কয়টা হাত? কেউ কি একটু বলবেন প্লীঝ? আমি তো গুণে শেষ করতে পার্লাম্না কোনোমতেই। Big smile

৬৩

টুটুল's picture


মীরের ব্যানার

মীরের করা এই ব্যানারটা পছন্দ হইছে... মীরকে মাইকে ধইন্যা

৬৪

রাসেল আশরাফ's picture


মীর সাহেবেরর ব্যানারটা ভালোই হয়ছে।

৬৫

মীর's picture


মাথার উপ্রে তো মারাত্মক ব্যানার ঝুলতেসে। এইটা কি ঈদের দিন থেকেই আছিলো?

৬৬

মীর's picture


আগের কটকটে কালার কম্বিনেশনের চেয়ে এই ব্যানারটা অনেক ভালো।

৬৭

রাসেল আশরাফ's picture


আগের ব্যানারের সে এক বিরাট ইতিহাস!!! তবে কটকটা কোনটারে কইলা বুঝি নাই!!! Shock Shock

৬৮

মীর's picture


এর ঠিক আগেরটারেই কৈসি ভাইজান। Tongue

৬৯

রাসেল আশরাফ's picture


কইলাম না বিরাট ইতিহাস!!! Tongue Tongue Tongue

৭০

শাওন৩৫০৪'s picture


ওয়াল্লা, কোরিয়ান আশ্রাফ সাবেও দেখি ব্যানার বানানি শুরু করছে!
সেরাম হৈছে তো! লাইক দিলাম।

৭১

রাসেল আশরাফ's picture


্তুমি হচ্ছো আন্তজার্তিক আর আমি কেবল এই এলাকায় নাম লিখালাম।

৭২

লীনা দিলরুবা's picture


আজকের ব্যানারে 'বংগবন্ধু' লেখায় ভুল আছে। বঙ্গবন্ধু হবে।

৭৩

রাসেল আশরাফ's picture


দুঃখিত লীনাদি।বানানটা ভুল হওয়ার জন্য। মডু মামারা ঠিক কইরা দিসে Big smile

৭৪

লীনা দিলরুবা's picture


দুঃখিত! ধ্যুর। কি কও! ঠিক হয়ে গেছে Smile

৭৫

রাসেল আশরাফ's picture


এট্টু ভাব নিয়া কইছিলাম আর কী দুঃখিত Tongue Tongue

৭৬

রাসেল আশরাফ's picture


আজকের ব্যানার শিল্পীকে অনেক ধন্যবাদ।
ব্যানারটা আমার পছন্দ হয়েছে।

৭৭

ভাস্কর's picture


আজকের এই পয়লা ফেব্রুয়ারির ব্যানারটা কি একটু ক্যাওটিক লাগতেছে না?

৭৮

লীনা দিলরুবা's picture


গ্রেট একটা ব্যানার দেখতে পাচ্ছি। 'নাম প্রকাশে অনিচ্ছুক' বন্ধুকে অভিনন্দন।

৭৯

লীনা দিলরুবা's picture


অসাধারণ ব্যানার। আজকের দিনে সব বাংলা ব্লগের সেরা ব্যানার।

৮০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ভাল উদ্দ্যোগ..ব্যানারের কোথাও জীবনানন্দ দাশ (জন্মঃ ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - মৃত্যুঃ অক্টোবর ২২, ১৯৫৪) লেখা থাকলে আরো ভাল হতো।

~

৮১

জেবীন's picture


মীরের করা আজকের ব্যানারটা বেশ পছন্দ হয়েছে, একটা ভালও লাগা এনে দেয় কথাগুলো। Smile কিন্তু আমি এবি'র "হাতে হাত রেখে নিঃশঙ্ক হই" লাইনটাকে মিস করছি ভীষন। Sad

৮২

মীর's picture


'হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই' কথাটা আমিও মিস করতেসিলাম আপু। কিন্তু ইংরেজি লাইনগুলোর জন্য দিতে কেমন জানি লাগতেসিলো। তাই ঐটা বাদ রাখছি। একটু পরীক্ষামূলক বন্দোবস্ত বলা যায় আর কি! যাক্ নেক্সট্টাইম আরো ভালো করার চেষ্টা থাকবে। আর ব্যনার নিয়ে কেউ প্রশংসা করলেও যে ভালো লাগে, সেইটা আজকে টের পাইলাম। আজব!
তাই আপনারে অনেক অনেক ধইন্যা পাতা

৮৩

লীনা দিলরুবা's picture


ব্যানার এর জন্য মীরকে অজস্র অভিনন্দন Star Star Star Star Star

৮৪

মীর's picture


থ্যাংকু ভ্রি মাচ ধইন্যা পাতা
টুটুল ভাইরেও অভিনন্দন জানান। উনি আসলে সময় বুঝে জিনিসটা ঝুলাইছে। দক্ষ নিউজ এডিটরের মতো একটা নিউজকে সময়োপযোগী ট্রিটমেন্ট দেয়া যাকে বলে আরকি Wink

৮৫

জ্যোতি's picture


আজকের ব্যানারটা দারুণ। মীরকে এককোটি ধইন্যা।

৮৬

মীর's picture


আপনারে  Beer আর Smiley
কেউ ব্যানারের প্রশংসা করলে আজকাল অত্যধিক খুশি লাগে। এই আজব ঘটনার রহস্য ধরতে পার্তেসি না।

৮৭

জ্যোতি's picture


মন মনে হয় ফুরফুরা, তাই এরম লাগে।

৮৮

মীর's picture


এইটা হইতে পারে।
যে আবহাওয়া! ফুরফুরা না হয়ে ওই ব্যাটায় যাইবো কই?

৮৯

জ্যোতি's picture


আমি তো মনের আবহাওয়ার কথা কইলাম।

৯০

জ্যোতি's picture


ব্যানারটা জট্রিল হইছে।

৯১

মীর's picture


আচ্ছা, এইবার নিউজ এডিটর সাবরেও একটু প্রশংসা দ্যান। হাজার হোক তিনি নিয়মিত আমার ব্যানাররে লীড করতেসেন।

৯২

জ্যোতি's picture


হেতে কেডায়? ঋহানের বাপ? ঠিকাছে ঋহানের বাপকেও ধইন্যা।

৯৩

মীর's picture


হ ঋহানের বাপ। তাকে ধইন্যা। তার বউকে ধইন্যা। তার পুলারে ধইন্যা। তার পরিবারের সবাইরে ধইন্যা। তার দুই বান্ধবীরে ধইন্যা। তার চেনাজানা সবাইরে ধইন্যা। Smile

৯৪

জ্যোতি's picture


2 bandhobi?matro?

৯৫

মীর's picture


প্রায় ৯ ঘন্টা পর রিপ্লাই!!!
আমি তো শুধু আপনারে আর জেবীন আপুরে চিনি। ও আরেকজনরে চিনি- কনা ফারহা।

৯৬

জ্যোতি's picture


Gp net.jontrona lage.
Apne to polapain tai chinen na.amio to chinina.tobe shunchi pola naki aguner golla.

৯৭

জ্যোতি's picture


ki darun bristisnato sokal!eto sokale bloge je!aj to amar ofc er upor tibro raag

৯৮

মীর's picture


অফিসে বসে অফিসের উপর রাগ দেখায়ে কোনো লাভ নাই। Smile

৯৯

মীর's picture


আমরা তো আরেকজনের জন্য একটা আগুনের গোলা খুঁজতেসি। Big smile

যাক্ শুভ সকাল জয়িতা'পু। আপনে একটু লীনা আপুরে একটা ফোন দিয়েন তো। দিয়ে বইলেন আমি তারে শুভ সকাল জানায়ে ঘুমাইতে গেসি। আর আপনে ভালো থাইকেন। good day!

১০০

জ্যোতি's picture


thikache janabo linapuke.tobe apnar ei comnt e minus.manuser esob sukh dekhle khub e mejaj kharap hoy

১০১

ভাস্কর's picture


ব্যানারটা আসলেই মহা পছন্দ হইছে... Smile

১০২

মীর's picture


থ্যাংকিউ বস্। রিয়েল থ্যাংক্স। ভীষণ খুশি লাগতেসে Smiley

১০৩

জ্যোতি's picture


আজকের ব্যানারের বাম পাশের অংশটুকু বেশী কিউট লাগছে। আর কথাটা চোখে লেগে থাকছে।

১০৪

মীর's picture


শেষ। এবার দুইটা ব্যানার একসঙ্গে জমা দিসিলাম। বস্ অনুরোধমতো পর পর ঝুলায়ে অধমকে কৃতজ্ঞ বানাইসে। আপাতত স্টকে আর কিছু নাই। আবার নতুন কিছু বানাইলে তখন দেখতে পাবেন।
আর জয়িতা'পু, আপনাকে বিশেষ ধন্যবাদ। য়ু আর আ ভেরি গুড ফ্রেন্ড। Smile

১০৫

জ্যোতি's picture


শেষ কেন? মাত্র দুইটা ব্যানার কেন জমা দিলেন? আমি ব্যানার বানাতে জানলে তো একসাথে অন্তত: ১০ টা জমা দিতাম। জলদি আরে জটিল সুন্দর ব্যানার জমা দেন।
আপনাকেও ধইন্যা সু্ইট কথাবার্তার জন্য। Smile

১০৬

আরাফাত শান্ত's picture


এতো ব্যানার দেখিয়া মনে খুশীর ফল্গু ধারা প্রবাহিত হইলো!

১০৭

জেবীন's picture


আজকে বৈশাখের ছোঁয়া লেগেছে এবি তে Cool ...গোপন সূত্রে জানা গেলো, ব্যানার বানিয়েছেন রাসেল, ব্যানারের ছবি তুলেছেন মুক্ত বয়ান, ব্যানারের বাশঁ আর দড়ি খাটানি করছেন মডু! Tongue

দারুন ছবি তোলে মুক্ত, উৎসব মুখরতার আমেজ পুরাই ফুটে উঠেছে এই ব্যানারে। ধন্যবাদ দিয়ে গেলাম, যার যার নিজ নিজ ভাগেরটা বুঝে নিয়েন ! Laughing out loud

১০৮

মীর's picture


নববর্ষের সব কমতি মিটে গেছে আজকের একটা ব্যানারেই। ধন্যবাদ ভাস্করদা'। য়ু আর সিম্পলি সুপারস্য ফাটাফাটি রকমের অসাম দি মোস্ট ফরএভার এন্ড এভার...
পাশাপাশি আপনারে নববর্ষের শুভেচ্ছাও জানাই। ভালো থাকবেন বছর ভর।

১০৯

লীনা দিলরুবা's picture


ব্যানারটা সুইট হয়েছে। লাবণীকে অভিনন্দন!

১১০

মেসবাহ য়াযাদ's picture


ব্যানারটা সুইট হয়েছে। লাবণীকে অভিনন্দন!

কিন্তু একটা খটকা লেগে আছে মনে। শহরের তারে কি ঘূঘূ পাখি বসে ? Tongue

১১১

লাবণী's picture


থ্যাঙ্কুশ মেসবাহ ভাই!
==============
ইয়ে... মানে......ঘুঘুর-টা কি দেয়া হয়ে গেছে? টিসু দেখলাম না তো!!! Sad Sad
==============
শহরের তারে বসে না!!!?? তাইলে এটা গ্রামের তার হবে! চোখ টিপি

১১২

লাবণী's picture


থ্যাঙ্কুশ রুবাপু!
মজা অনেক খুশী খুশী লাগছে!

১১৩

মীর's picture


মিশু ভাইয়ের ব্যানার মানেই সামথিং ডিফ্রেন্ট। এবি'র লোগোটা এত সুন্দর লাগতেসে যে কি বলবো। অনেকদিন পর এই লোগোটা দেখলাম ব্যানারে।
ভাইজান আপনারে কুয়েক কুটি ধইন্যা। এরম ব্যানার আরো চাই। এবি'র চেহারাটাই চেঞ্জ হয়ে গেসে এক ব্যানারে। Smile

১১৪

মীর's picture


ব্যানার অ-সা-ধা-র-ণ হয়েছে।
কে বানাইসে জানতে চাই
ভাস্করদা' না টুটুল ভাই?
যেই বানিয়ে থাকুন, একজন প্রান্তিক শ্রমিকের অন্তরের শুভেচ্ছা গ্রহণ করুন। Smile

১১৫

জেবীন's picture


ভাস্কর'দা দারুন ব্যানার হয়েছে আজকেরটা।
গুন্ডা মাস্তান পুলিশের বদলে জনগনের সেবক পুলিশের আশা আমাদের দুরাশাই রয়ে যাবে! Sad

১১৬

মেসবাহ য়াযাদ's picture


আজকের ব্যানারটা ভালো হয়েছে। যদি দেশিয় কোনো মায়ের ছবি থাকতো- তাইলে আরো ভালো হতো...

১১৭

সাইফুজ্জামান খালেদ's picture


ব্যানারে মাতৃত্বের বিশ্বজনীন রূপটিকে ধরতে চেয়েছি বলেই এতগুলো ছবি ব্যবহার করা হয়েছে। তবে প্রথম ছবিটাই কিন্তু বাঙালি মায়ের...

১১৮

মেসবাহ য়াযাদ's picture


দেখে বাঙ্গালী মনে হচ্ছিলোনা, সেজন্য বললাম Tongue

১১৯

মেসবাহ য়াযাদ's picture


আজকের ব্যানার শিল্পীকে অনেক ধন্যবাদ সুন্দর ব্যানারটির জন্য

১২০

মীর's picture


ব্যানার দেখে বোঝা যাচ্ছে এইটা লাবণীর কাজ। "বন্ধু রহো রহো সাথে, আজি এ সঘন শ্রাবণপাতে" কথাটা সবার মাথার উপর ঝুলায় দিয়ে সে নিজে কেন দূরে দূরে থাকতেসে বুঝতেসি না।

যাক্ ব্যানারটা যে অসাম হইসে সেইটাই কেবল বলতে আসছিলাম। ধন্যবাদ লাবণী। এরকম সুন্দর সুন্দর ব্যানার আপনার কাছ থেকে আরো চাই।

১২১

মীর's picture


আজ ১৫ আগস্ট লেখা ব্যানার দেখে ৬ অক্টোবরে খানিকটা টাশকিত হলুম।

১২২

মীর's picture


যাক অবশেষে ১৫ আগস্টের ব্যানার চেঞ্জ হৈল! আমি তো ভাবছিলাম, কপালে আর নতুন ব্যানার নাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.