~:: একটি জরুরি নোটিশ ::~
আপনাদের প্রিয় আমরা বন্ধু ব্লগ সাইটটি সার্ভার মেনটেইনেন্সের জন্য বাংলাদেশ সময় অনুযায়ী আজ দুপুর ১২:০০ ঘটিকা থেকে বেলা ০২:০০ ঘটিকার মধ্যে প্রায় ৩০ মিনিট দেখা যাবে না। হোস্টিং কোম্পানির নিয়মিত চেকাপ এবং সাইটের রক্ষনাবেক্ষনের জন্য আমাদের মাঝে মাঝে কিছুটার অসুবিধার সম্মুখীন হতে হয়।
সাময়িক এই অসুবিধার জন্য বন্ধুদের কাছে আমরা দু:খ প্রকাশ করছি।
আমরা বন্ধু টিম
মডু ভাইয়া, সালাম। কিরাম আছেন?আমরা যে ব্লগ দেখেতে পাবো না, তাইলে ঐ সময় আমরা কি করপো? আপনি আমাদের পপকর্ণ কিনে দেন। আমরা বসে খাই।
যেই টাইমে বন্ধ থাকপে ওইটা তো খিচুরি খাওয়ার টাইম... কোন হাসপাতালের খিচুরি নাকি ভালু? অথবা কোন পত্রিকা অফিসের কাছে চমৎকার খিচুরি পাওয়া যায়?
হ। পত্রিকা অফিসের সামনের খিচুরি আজও খাই নাই। আপসুস। মডুর পোষ্টে এসব বলা কি ঠিক হইতাছে? আমার ডর করতাছে। মডু ভাইয়া ...কত্ত ভালো! গুডুগুডু।
আপনার খিচুড়ি খাবেন আর আমরা কি করবো?আঙ্গুল চুষবো।

আজ আপনার অফ ডে। আপনি ভালো মন্দ রান্না করেন। পিঠা বানান। ব্লগে ছবি দিয়েন।
এই কামটা রাতে করলো হতো না??
পিকটাইমে এই সব করার মানে কি??
কোন কামের না।
(লা ইলাহা.।.।.।।।ইন্নি কুন্তু মিনাজ .।.।.।.।)
মডু ভাইয়া/আপা... আপনার পোস্ট দেইখা আতমখে হাত পা...
আপ্নি যাহা বলিপেন তাহাই মাইনা লইতে বাধ্য থাকিপো...
মডু ভাইয়া/আপা... আম্রাব্ন্ধু ব্লগের পিকনিকে যাইপেন্না?
ব্লগ দেখতে না পারার দুঃখ ভুলে গেলাম মাননীয় মডারেটরকে দেখে।
"মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাইনা?"
জ্বী জনাব/জনাবা মডু
আপনাকে ধন্যবাদ।
আমাকে ব্যান না করলে নির্ভয়ে বলতে চাই যে, হেডিংয়ের বানানটা জরুরী হবেনা- হবে জরুরি...
আপনের এত সাহস আপনি মডু ভাইয়ার বানাম ভুল ধরেন? এই বানাম ই এখন থেকে কার্যকরী হপে।
বিষয়ডা অতি জরুরি, জোর দিয়ে বলতে হবে, সেইজন্য অতি জরুরি = জরুরী।
আরো বেশি হৈলে হৈতো জরূরী!
এখন, ব্লগের উপরে, যোগাযগ = যোগ াযোগ দেখতাছি আমি!
এডা কি কেবল আমার এইখানেই, নাকি আষসলেই কাহিনি হৈছে?
IE/ক্রোম দিয়া খুল্লে এরম দেক্তাম
আমি তো আগুইন্য হিয়াল ইউজাই!!!
উইন্ডোজ সেভেন লাগাইয়া টাইপো বাইড়া গেলো!
এডা কুন স্টাইল তাই বুঝলাম না!
পূজা লেখলে পৃজা দেখি!
বাই দ্যা ওয়ে,

~:: একটি জরুরি নোটিশ :
লুটিশের দুই পাশে দেখি আবার পাঙ্খা লাগাইছে!
মেজবাহ ভাইয়ের পাঙ্খা বিষয়টা দেখি মডুতেও সংক্রামিত হৈছে!
মডু বা/পু
এই আকাম করনের আর টাইম পাইলেন না ?
আপনারে মাইনাচ
মডু ভাইয়া কমেন্টের উত্তুর দেয় না ক্যান?

মন্তব্য করুন