অস্থির সময়ের ভিড়ে কিছুক্ষণ!
অস্থির সময় আমাদেরকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা প্রত্যেকেই কম বেশী আতঙ্কিত। তবুও জীবন থেমে থাকবে না, হরতাল, জ্বালাও-পোড়াও, মৃত্যু সবকিছু ছাপিয়ে মানুষ এগিয়ে যাবে জীবনের প্রয়োজনে! এতদিনের পরিচিত যাপিত জীবনে এখন যোগ হয়েছে নতুন আকাঙ্খা! অনেকদিন ধরে বয়ে বেড়ানো স্বপ্নের বাস্তবায়ন! জানি এ পথ মোটেও সহজ নয়, তবুও স্বপ্নের হাত ধরে সবাই এগিয়ে চলি আগামীর পথে!
সেই ছোটবেলা থেকেই গানের সাথে বন্ধুত্ব! ভায়োলিন আমার খুব প্রিয় একটি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, কিছুদিন অবশ্য এটা শেখার ভীমরতিতে পেয়ে বসেছিল তবে সময় আর প্রাক্টিসের অভাবে ভাটা পড়েছে সে চেষ্টায়! তবুও মাঝে মাঝে প্রিয় কিছু সুর শুনি, সবার সাথে শেয়ার করতেই লিঙ্কগুলো দিলাম!
১. A touching LULLABY by Veena & Violin
২. An amazing composition by Samvel Yervinian
৩. The best Violin Work by Samvel Yervinian
৪. Andre Rieu - Love Theme from the Godfather
৫. Romeo & Juliet by Andre Rieu
৮. Ben - A tribute to Michael Jackson by Andre Rieu
৯. Let It Be harchka by Balabhaskar
কিছুক্ষণের জন্য আতঙ্ক ভুলে সুরের মাঝে ডুবে থাকি! ভাল থাকেন সবাই।
চমত্কার পোস্ট।
লিংক গুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
জলতরংগ আর হার্প এর
ইন্স্ট্রুমেন্টাল আমার খুব ভাল লাগে। নেটে খুঁজে শুনে দেখতে পারেন একদিন। আপনার ভাল লাগবে।
ভাল থাকুন।
হার্প আমারও ভাল লাগে তবে জলতরঙ্গ শোনা হয়নি তেমন!
শুনবো পরে
পোষ্ট অস্থির (প্রশংসাসুচক)
থেঙ্কু শান্ত
পোস্ট সরাসরি প্রিয়তে
অনেক ধন্যবাদ
থ্যাংকু থ্যাংকু। এমন পোষ্টই চাই। আতংকে সব ভুলে গেছি।
আপনারেও ধইন্যা
সময় করে ঠিক শুনে নেব।
সময় করে ঠিক শুনে নেব।
ধন্যবাদ
বাহ, সব শুনবো
ধন্যবাদ, ভায়োলিন পছন্দের ইন্সট্রুমেন্ট হলে অবশ্যই ভাল লাগবে।
মন্তব্য করুন