ইউজার লগইন

অচেনা এই আমি ....

সময়ের সাথে সাথে মানুষ যে এতটা পরিবর্তিত হয়ে যায় তা আগে অন্যদের মাঝে প্রতিনিয়ত দেখতে দেখতে একরকম অভ্যস্ত হয়ে পড়লেও নিজেকে সেইভাবে দেখলে কেমন জানি অন্যরকম লাগে। মানুষের মন আর তার গতি প্রকৃতিকে আসলে কোন ই সংগা তে ফেলা সম্ভব নয়, সে তার আপন গতিতে নিজের নিয়মে এলোমেলো পথ ধরে চলতে থাকে ... এদিক সেদিক ... সবসময় মনে হতো আমি কখনোই পরিবর্তিত হবো না, কখনোই না, কারন আমি নিজে জানি ... যারা পুরোনো আমাতে অভ্যস্ত তারা যদি নতুন আমি কে দেখে তবে তারা আমার মতই ভ্রু কুচকে তাকাবে, বলবে -- ওর কি হয়েছে অথবা ওর মাঝে কি পরিবর্তন এসেছে দেখেছ ? ... তার পরেও আমাদেরকে পরিবর্তিত হয়ে যেতে হয় ... কিভাবে হয় জানি না, তবে সেটা হয়ত মনের অজান্তেই হয়ে থাকে ...

প্রিয়জনদের থেকে হাজার মাইল দুরে থাকতে থাকতে হয়ত মানুষ এমনই হয়ে যায়, নিজের আনন্দ বলে কিছু থাকে না, অন্যের আনন্দের মাঝেই নিজের আনন্দ খুজে নেয়া, অন্যের দুঃখকে নিজের করে নিয়ে তাকে আনন্দে রেখে নিরবে দু ফোটা চোখের পানি ফেলাটাই হয়ত অস্বাভাবিক রকম স্বাভাবিক .... কিন্তু এ সবের মাঝেও কিভাবে যে ভিতরের কাদামাটির মত অনুভুতির সত্ত্বাটি ক্রমান্বয়ে পাথরে রুপান্তরিত হয়ে যায় তা আমাদের বোধগম্য নয় ... দেশের কারো মৃত্যু সংবাদ কাছে থাকা মানুষগুলোকে যেভাবে আন্দোলিত করে, আমাদেরকেও ঠিক সেভাবেই কষ্টে নিপতিত করে , আর সেই সাথেই মনে করিয়ে দেয় -- আমরা কত দুরে থাকি ... কি অসহায় আমরা ... ইচ্ছে করলেও একটি বার তাকে স্পর্শ করতে পারবো না, শেষ বারের মত তার মুখ দেখতে পারবো না, কি পরিমান অভাগা আমি যে প্রিয়জনের কবরে এক মুঠো মাটি ও দেয়া থেকেও ভাগ্য আমাদের বিরত রাখে ... আর সব থেকে অবাক করা ব্যাপার হলো .... আজকাল অবলীলায় মানুষের মৃত্যু সংবাদ অন্যকে জানিয়ে দেই যখন কন্ঠে থাকেনা কোন জড়তা আর শুষ্ক দু চোখে একটি বারের জন্যও নামে না বিন্দুমাত্র অশ্রু ধারা ....

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


মানুষ ই পারে সব কিছু

কি হইছে?

অনন্ত দিগন্ত's picture


আমার খুব প্রিয় একজন (আমার একমাত্র খালু) গতকাল ঢাকায় মারা গেছেন, আর এত দুরে আমি চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারছি না ... কেমন অক্ষম আমরা, কেমন অসহায় !!

টুটুল's picture


সরি
তার রুহের মাগফিরাত কামনা করছি Sad

অনন্ত দিগন্ত's picture


স্যরি হওয়ার কিছু নাই টুটুল ভাই, এটাই জীবন .... এ সব সামনে থেকেই সামলেই চলেছি আমরা, সবসময় ...

অনেক ধন্যবাদ

নজরুল ইসলাম's picture


হুম... আমরা যান্ত্রিক অমানবিক জীবন রপ্ত করছি...

অনন্ত দিগন্ত's picture


তার চেয়ে বলুন যান্তিকতা আমাদেরকে অমানুষ বানিয়ে ফেলছে ...

বাফড়া's picture


আপনার খালুর আত্মার মাগফেরাত কামনা করছি...

এইরকম / প্রায় কাছাকাছি একটা পোস্ট সামুতে লিখছিল প্রত্যু / টুটল... কমেন্ট করেছিলাম তাই মনে আছে এখনো... লিংক দিয়ে গেলাম

http://www.somewhereinblog.net/blog/prottublog/28926068

অনন্ত দিগন্ত's picture


আজকাল ব্লগে অনেক অনিয়মিত আসি, তাই লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিল, অনেক ধন্যবাদ আপনাকে ...

শওকত মাসুম's picture


সামলে উঠেন।

১০

অনন্ত দিগন্ত's picture


সামলে সামলেই তো সময় কাটিয়ে দিচ্ছি মাসুম ভাই ...

১১

নীড় সন্ধানী's picture


তাঁর আত্মার শান্তি কামনা করছি! ভাল থাকুন।

১২

অনন্ত দিগন্ত's picture


ধন্যবাদ আপনাকে ...

১৩

মাহবুব সুমন's picture


Sad

১৪

অনন্ত দিগন্ত's picture


Sad Sad Sad

১৫

তানবীরা's picture


সবকিছুর পরেও ভালো থাকার এই অন্তত চেষ্টা আমাদের প্রতিনিয়ত

১৬

অনন্ত দিগন্ত's picture


ঠিক তাই ...

১৭

বাতিঘর's picture


খালুর আত্নার মাগফেরাত কামনা করছি । ভালো থাকুন ভাইডি !

১৮

অনন্ত দিগন্ত's picture


অনেক ধন্যবাদ আপনাকে ...

১৯

শাপলা's picture


গত পাঁচ বছর আগে দেশে যে মা'কে রেখে এসেছিলাম, তিনি আর সে রকম নেই। আমি দেখেই চিনতে পারিনা, অন্যের কথা আর কি বলবো? স্বাস্থ্য ভেঙ্গে গেছে। শুধু কাঁদেন-"ফিরে এস বাবা"। কিছুতেই অগ্রাহ্য করতে পারছি না মা'র টান, নাড়ির টান। অন্য দিকে সন্তানের ভবিষ্যত, আমার ভবিষ্যত সব মিলিয়ে অসম্ভব একটা ভীষন অসহায় সময় পার করছি। আর তাই তোর দুঃখ টা হাড়ে হাড়ে বুঝছি।

বাচ্চু এখন কেমন আছিস? একটা আওয়াজ দিস তো!

২০

অনন্ত দিগন্ত's picture


তুমি তো ৫ বছর, আমি তো প্রায় ১০ বছর দেখিনা ... Sad

আছিরে আপি, মোটামুটি ভাল আছি এখন ... তোমাকেই তো পাইনা , কখন যে আসো আর কখন যাও বুঝতেই পারি না Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অনন্ত দিগন্ত's picture

নিজের সম্পর্কে

অনন্ত দিগন্ত.....