অচেনা এই আমি ....
সময়ের সাথে সাথে মানুষ যে এতটা পরিবর্তিত হয়ে যায় তা আগে অন্যদের মাঝে প্রতিনিয়ত দেখতে দেখতে একরকম অভ্যস্ত হয়ে পড়লেও নিজেকে সেইভাবে দেখলে কেমন জানি অন্যরকম লাগে। মানুষের মন আর তার গতি প্রকৃতিকে আসলে কোন ই সংগা তে ফেলা সম্ভব নয়, সে তার আপন গতিতে নিজের নিয়মে এলোমেলো পথ ধরে চলতে থাকে ... এদিক সেদিক ... সবসময় মনে হতো আমি কখনোই পরিবর্তিত হবো না, কখনোই না, কারন আমি নিজে জানি ... যারা পুরোনো আমাতে অভ্যস্ত তারা যদি নতুন আমি কে দেখে তবে তারা আমার মতই ভ্রু কুচকে তাকাবে, বলবে -- ওর কি হয়েছে অথবা ওর মাঝে কি পরিবর্তন এসেছে দেখেছ ? ... তার পরেও আমাদেরকে পরিবর্তিত হয়ে যেতে হয় ... কিভাবে হয় জানি না, তবে সেটা হয়ত মনের অজান্তেই হয়ে থাকে ...
প্রিয়জনদের থেকে হাজার মাইল দুরে থাকতে থাকতে হয়ত মানুষ এমনই হয়ে যায়, নিজের আনন্দ বলে কিছু থাকে না, অন্যের আনন্দের মাঝেই নিজের আনন্দ খুজে নেয়া, অন্যের দুঃখকে নিজের করে নিয়ে তাকে আনন্দে রেখে নিরবে দু ফোটা চোখের পানি ফেলাটাই হয়ত অস্বাভাবিক রকম স্বাভাবিক .... কিন্তু এ সবের মাঝেও কিভাবে যে ভিতরের কাদামাটির মত অনুভুতির সত্ত্বাটি ক্রমান্বয়ে পাথরে রুপান্তরিত হয়ে যায় তা আমাদের বোধগম্য নয় ... দেশের কারো মৃত্যু সংবাদ কাছে থাকা মানুষগুলোকে যেভাবে আন্দোলিত করে, আমাদেরকেও ঠিক সেভাবেই কষ্টে নিপতিত করে , আর সেই সাথেই মনে করিয়ে দেয় -- আমরা কত দুরে থাকি ... কি অসহায় আমরা ... ইচ্ছে করলেও একটি বার তাকে স্পর্শ করতে পারবো না, শেষ বারের মত তার মুখ দেখতে পারবো না, কি পরিমান অভাগা আমি যে প্রিয়জনের কবরে এক মুঠো মাটি ও দেয়া থেকেও ভাগ্য আমাদের বিরত রাখে ... আর সব থেকে অবাক করা ব্যাপার হলো .... আজকাল অবলীলায় মানুষের মৃত্যু সংবাদ অন্যকে জানিয়ে দেই যখন কন্ঠে থাকেনা কোন জড়তা আর শুষ্ক দু চোখে একটি বারের জন্যও নামে না বিন্দুমাত্র অশ্রু ধারা ....
মানুষ ই পারে সব কিছু
কি হইছে?
আমার খুব প্রিয় একজন (আমার একমাত্র খালু) গতকাল ঢাকায় মারা গেছেন, আর এত দুরে আমি চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারছি না ... কেমন অক্ষম আমরা, কেমন অসহায় !!
সরি
তার রুহের মাগফিরাত কামনা করছি
স্যরি হওয়ার কিছু নাই টুটুল ভাই, এটাই জীবন .... এ সব সামনে থেকেই সামলেই চলেছি আমরা, সবসময় ...
অনেক ধন্যবাদ
হুম... আমরা যান্ত্রিক অমানবিক জীবন রপ্ত করছি...
তার চেয়ে বলুন যান্তিকতা আমাদেরকে অমানুষ বানিয়ে ফেলছে ...
আপনার খালুর আত্মার মাগফেরাত কামনা করছি...
এইরকম / প্রায় কাছাকাছি একটা পোস্ট সামুতে লিখছিল প্রত্যু / টুটল... কমেন্ট করেছিলাম তাই মনে আছে এখনো... লিংক দিয়ে গেলাম
http://www.somewhereinblog.net/blog/prottublog/28926068
আজকাল ব্লগে অনেক অনিয়মিত আসি, তাই লেখাটা চোখ এড়িয়ে গিয়েছিল, অনেক ধন্যবাদ আপনাকে ...
সামলে উঠেন।
সামলে সামলেই তো সময় কাটিয়ে দিচ্ছি মাসুম ভাই ...
তাঁর আত্মার শান্তি কামনা করছি! ভাল থাকুন।
ধন্যবাদ আপনাকে ...
সবকিছুর পরেও ভালো থাকার এই অন্তত চেষ্টা আমাদের প্রতিনিয়ত
ঠিক তাই ...
খালুর আত্নার মাগফেরাত কামনা করছি । ভালো থাকুন ভাইডি !
অনেক ধন্যবাদ আপনাকে ...
গত পাঁচ বছর আগে দেশে যে মা'কে রেখে এসেছিলাম, তিনি আর সে রকম নেই। আমি দেখেই চিনতে পারিনা, অন্যের কথা আর কি বলবো? স্বাস্থ্য ভেঙ্গে গেছে। শুধু কাঁদেন-"ফিরে এস বাবা"। কিছুতেই অগ্রাহ্য করতে পারছি না মা'র টান, নাড়ির টান। অন্য দিকে সন্তানের ভবিষ্যত, আমার ভবিষ্যত সব মিলিয়ে অসম্ভব একটা ভীষন অসহায় সময় পার করছি। আর তাই তোর দুঃখ টা হাড়ে হাড়ে বুঝছি।
বাচ্চু এখন কেমন আছিস? একটা আওয়াজ দিস তো!
তুমি তো ৫ বছর, আমি তো প্রায় ১০ বছর দেখিনা ...
আছিরে আপি, মোটামুটি ভাল আছি এখন ... তোমাকেই তো পাইনা , কখন যে আসো আর কখন যাও বুঝতেই পারি না
মন্তব্য করুন