রোমান্টিকতার আউলা ঝাউলা
বসন্তের আয়েসি দুপুর... খাওয়ার পর গা-টা কিরম ম্যাজ ম্যাজ করে... ক্লাসের জ্বালায় আজকাল দুপুরে বিছানার সাথে পিঠ ঠেকানো দায়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ... বরটা অফিসে ... আহা বেচারা... মনে হতেই সেল ফোনে ডায়াল... ধরছে না ক্যান? হঠাৎ ঘুমটা ভেঙ্গে যায়... সেলফোনটা হাতে নিয়ে দেখে প্রিয় মানুষটার ফোন... কথোপকথন শেষে মনে হলো মোবাইল বাজেনি... আচ্ছা রিংটোন এবং ভাইব্রেশন তো অফ ছিল ... তাহলে ঘুম ভাংলো ক্যান? মনের গভিরে কেউ কি ডেকেছিল?
ফিলিংস এক ::
ছেলেটা আদ্র আর মেয়েটা জানা। দুজনেই দেশের স্বনাধন্যা বিদ্যাপিঠের ওলেভেলে পরে। এক বন্ধুর মাধ্যমে ওদের পরিচয়থেকে ঘনিষ্টতা। আদ্র’র অন্য একটা মেয়ের সাথে এফেয়ার ছিল। সেই রিলেশন ব্রেক হয়ে যাওয়ার কারণেই জানা’র সাতে ঘণিষ্টতা বারে। সেল ফোনে কথা হয়... ক্লাস এর কথা.. বন্ধুদের কথা.. আড্ডার কথা...
কখনো দেখা হয় বুমার্সে, কখনো হেলভেশিয়াতে কখনো পিজাহাটে। জানা অনে ভাবে আদ্রকে নিয়ে। ভাবনা গুলো সব এলোমেলো হয়ে যায়। কোনটাই মেলাতে পারেনা। জানা বুঝতে পারে আদ্রকে কখনোই তার বন্ধুত্বের গণ্ডি থেকে বের করতে পারবে না। তারপরেও আদ্রর সংস্পর্শ জানার ভাল লাগাকে বাড়িয়ে দেয়। আদ্রর কাছ থেকে ফোন পেতে দেরি হলে জানার আকাশ কালো মেঘের ছায়ায় ছেয়ে যায়
এরি মধ্যে জানার জন্মদিন চলে আসে। জানার বান্ধবির বাসায় শুধু আদ্র আর জানা মিট করে। সারাটাক্ষন জানা আদ্রর বুকের উপর মাথা রেখে শুয়ে থাকে। ঘোড় লাগা একটা ফিলিংস জানাকে গ্রাস করে রাখে সারাক্ষণ। আর আদ্র জানার সেল থেকে এডাল্ট ম্যাসেজ ট্রান্সফার করে। জানা দেখে মাঝে মাঝে .. কিন্তু কিছু বলে না। সন্ধ্যার পর আদ্র তারি গাড়িতে করে জানাকে বাসায় পৌছে দিয়ে যায়। পর পর তিনদিন জানা শাওয়ার নেয়নি শুধুমাত্র আদ্রর ফিলিংসটাকে ধরে রাখতে।
ফিলিংস দুই/তিনও থাকা উচিত। উচ্চবিত্তের প্রেম বিষয়ক গদ্য মনে হৈল। পৈড়ে মজা পেলাম।![Smile Smile](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/smile.png)
তিন পর্যন্ত আসবে![Smile Smile](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/smile.png)
পরের পর্বগুলার জন্য এখনো অপেক্ষায় আছি।
এহ্ হে, দুর্গন্ধ![Tongue Tongue](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/tongue.png)
রোজারমজানের দিন... নাউজুবিল্লা এইসব কী পড়লাম!
তাড়াতাড়ি পরের দু্ই পর্ব ছাড়েন!
ভাল্লাগছে। শেষ প্যারা শেষ লাইনটা মনে ধরছে।
মেসেজগুলো যদি লিখতেন!![Tongue Tongue](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/tongue.png)
ছি রোজা রমজানের দিন গোসল না করে থাকল কি করে? পবিত্রতা ঈমানের অংগ ভুলে গেছে নাকি?তাড়াতাড়ি ছারেন পরের দুই পর্ব।
খান তিনেক সহজ সরল কোশ্চেন ছিল...
জানার বান্ধবির বাসায় শুধু আদ্র আর জানা মিট করে।
শুধুই আদ্র আর জানা... ?
সারাটাক্ষন জানা আদ্রর বুকের উপর মাথা রেখে শুয়ে থাকে।
শুধু শুয়ে থাকে... ?
সন্ধ্যার পর আদ্র তারি গাড়িতে করে জানাকে বাসায় পৌছে দিয়ে যায়।
তাইলে ইফতার কোথায় করে... ?
মেসবাহ ভাইয়ের এই প্রশ্ন গুলো আমার মনেও আসছিলো।কিন্তু রোজার মাস বলে মুখে আনি নাই।
![Wink Wink](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/wink.png)
মেসবাহ ভাইরে ঝাঝা দিতে মন্চায়।তবে রোজার দিনে এসব কি বলেন?![Laughing out loud Laughing out loud](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/lol.png)
চলুক.।
হাস্লাম............qqqqqqqqqq.
অরিত্র নিক নামটার সাথে আত্মার একটা সম্পর্ক আছে বহুদিনের্.........।আমার অনাগতো ভাইজান.........।।আপ্নি কি দেশে থাকেন?
৩ দিন গোসল না করে থাকে ? দুনিয়াতে আলুবাসা নাই বলেই জানতাম, এখন দেখি থাকলেও আলুভাসা খুব খাটাস জিনিস । আফসুস
আক্ষরিক অর্থেই নোংরামি![Wink Wink](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/wink.png)
৩ দিন গোছল ছাড়া!
এখন রোমান্টিকতা মানেই এই গুলা!
গুলশান বনানি টাইপের উচ্চবিত্ত প্রেমের উপাখ্যান।অরিত্র থেকে আদ্র আসেনাই তো??
স্যরি আপনার প্রতি সম্মান রেখেই প্রশ্ন করছি ইন্ডিয়ান সোপ- অপেরা কি বেশি দেখা হয়?
পড়লাম
বিশাল রুমান্টিক মনে হচ্ছে![Wink Wink](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/wink.png)
মন্তব্য করুন