যদি গাছেরা কথা বলতে পারতো
প্রিয় উর্বশী
তুমি আমার ওপর রাগ করে আছো। তাই আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলার জন্য লিখতে বসেছি।
আমি তোমাকে শুরু থেকেই বলেছি যে তোমার শুধু আমার কথাগুলো শুনতে হবে, আরও আগে বলেছি স্বাধীনতার কথা, আর নিজের ভালো লাগাকে সম্বল করে বেঁচে থাকার আমার ইচ্ছার কথা- যে ইচ্ছা তোমার ভিতরেও ঢুকিয়ে দেবার চেষ্টা করেছি। কিন্তু তুমি কথাগুলোতে গুরুত্ব না দিয়ে শুধু তোমার আবেগকেই অনুসরণ করেছ। এবং আমার কথা শোনো নি। এখনো শুনছো না।
আমি আবার বলছি- তুমি যে সব চিন্তা ভাবনা নিয়ে আছো সেসব অনেক আগে আমিও করতাম। কিন্তু আমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে। সময় হলে তোমারও হবে। তোমার পড়াশোনার ব্যাপারে যেসব আমি বলেছি সেসব না শুনলে তুমি আগামি কয়েক বছর পর বুঝতে পারবে যে শুনলে ভালোই হত।
তুমি বল যে তুমি আমাকে ভালবাস এবং আমাকে বিয়ে করতে চাও। তুমি এখনো আমাকে পুরোপুরি জানো না এবং বুঝতেও পার না। আমিও তোমাকে পুরোপুরি জানি না এবং তোমাকে তাই ভালোও বাসতে পারি না। তুমি আমার সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রাখো এবং আমার ব্যক্তিগত দর্শন সম্পর্কে তুমি এখনো কিছুই জান না। আমার মনে হয় তুমি এবং আমি এখনো ভিন্ন মানুষ, আমার দ্বারা তোমার মত হওয়া এখন আর সম্ভব নয়, কিন্তু চাইলেই তুমি আমার মত হতে পার। সেজন্য আমার কথাগুলো শুনতে হবে।
তুমি যদি মন দিয়ে পড়াশোনা কর তাহলে তুমি আমার মত হতে পারবে। তখন আর বোকামিগুলো করবে না- যেগুলো এখন কর। আমি তোমার মন ভালো করার জন্য বলতে চাই না যে আমি তোমাকে ভালোবাসি। শুভকামনা।
ভালো লাগলো বরাবরের মতোই
ধন্যবাদ। ভাই এই ব্লগে একটা আকাউন্ট অনুমোদন পাচ্ছে না অনেকদিন হল। ইমেইলও যাচ্ছে না। অন্য কোন ভাবে কি ব্লগ প্রশাসকের সাথে যোগাযোগ করার উপায় আছে?
ব্লগেই দেখেন রন ভাইয়া লগইন থাকে, উনার ওখানে গিয়ে বলুন, তাতেও যদি না হয় আমি রন ভাইয়াকে ফেসবুকে বলবো নি
ব্লগে একাউন্ট অনুমোদন করা হোক ....... চিঠির জবাব পড়তে চাইইই
If these trees could talk... it's my company now.
ভাল লাগল
মন্তব্য করুন