নিল জলের দুর্দশা......
সাগড় পাড় মােনই একটা শান্ত পরিবেশ যেখানে সমুদ্রের গর্জন ছাড়া আর কোন কোলাহল থাকবেনা। দীর্ঘ ৮ বছর বাদে পতেঙ্গা সিভিল বীচ এ গিয়েছিলাম গত ২ দিন আগে। সেখানে সাগড় পাড় দেখে মুগ্ধ হবার পরিবর্তে বিরক্তিতে আমার কপাল জুড়ে ভাঁজ ফুটে উঠল। সমুদ্রের গর্জন ছািপয়ে মানুষের গর্জন শুধু শুনতে পাচ্ছিলাম।
মানুষের ভীরে সাগড় এর মাতাল করা হাওয়া আমা অবধি পৌছাচ্ছিলনা। মনটা ভার হল আবর্জনা ফেলতে দেখে। খানিক পরেই অতিষ্ট প্রাণ নিয়ে সেখান থেকে এসে একটু সাগড় এর হাওয়া প্রাণ ভরে লাগাব বলে নেভাল বীচ এর পথে রওনা করলাম।
রবিবার ছিল বিধায় মানুষের আনাগোনা ছিল কম। আপন মনে কিছুটা সময় নিজের সাথে কাটিয়ে বাড়ি ফিরে আসার পথে মনটা ভার হয়ে উঠছিল দারূচিনি দ্বীপ (সেইন্ট মার্টিন) এর নিলাভ সৌন্দর্যের কথা ভেবে।
আমরা যদি আজ সচেতন না হই তবে হয়ত সাগড়ের ওই নিলাভ সৌন্দর্য টিকবেনা বেশিদিন।।
সহমত। বেশ মনকাড়া হয়েছে এই লেখাটা।
পর্যটক থাকবেই। সাগরপাড়ে নির্জনতা থাকবে এমন কোন বিখ্যাত সীবিচ পৃথিবীতে নেই। নির্জনতা পেতে হয়ে অখ্যাত সীবিচে যেতে হবে।
কক্সবাজারকেই দেখুন। কয়েকটা পয়েন্টেই শুধু লোকের ভীর। আ্পনি নির্জনতা প্রেমী হয়ে কয়েকমাইল দুরে যান। কেউ নেই সেখানে।
সেইন্ট মার্টিন খুব সুন্দর একটা দ্বীপ। চমতকার সব সীবিচ এখানে। কিন্তু কোথাও কোন প্ল্যানিঙ নেই। তাই এই দ্বীপ ধীরে ধীরে ময়লার রাজত্বে পরিনত হচ্ছে। হতাশজনক ব্যাপার।
আপনার কথা মানছি পর্যটকদের ভীর থাকবেই। কিন্তু দিনকে দিন যেভাবে নোংরা করে ফেলছি আমরা সব কিছু।.
আমাদের সচেতনতা বাড়াতে হবে।
একমত। রন্টির সাথেও
আমরা তো সব কিছু নষ্ট করতে ওস্তাদ। সাগরকেও সেই কষ্ট বহন করতে হচ্ছে
সতি্যই তাই লীনাপু......।
সাগর, নীল আরো অনেক বানান ভুল।
মন্তব্য করুন