প্রভা তোমাকে অভিনন্দন
পৃথিবীতে সাধারণের বাইরে যেকোন ঘটনা ঘটলেই ব্লগ জগতে ঢেউ উঠে যায়। ঘটনার শাখা-প্রশাখা-বিশাখা-অন্তশাখা সব আদ্যোপান্ত বিশ্লেষনের ঝড় উঠে যায়। প্রত্যেকে তার বিদগ্ধ দৃষ্টি দিয়ে ফালা ফালা করে অন্তর্নিহিত ভাব দিয়ে লেখা লেখেন। কিন্তু প্রভা বিয়ে করেছেন এবং নিজে সেকথা পত্রিকা অফিসে ফোন করে সবাইকে জানিয়েছেন, এটি বেশ একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু এনিয়ে এখনো আমি কোন ফেসবুক নোট বা ব্লগ পড়িনি বলেই মনে হচ্ছে। বাংলাদেশের আর্থিক-সামাজিক পরিবেশে একটি মেয়ের জীবনে যে ঝড় বয়ে গেলো তারপর তার এই ফিরে আসা আমার দৃষ্টিতে সমাজ পরিবর্তনের কিংবা অন্যায়ের বিরুদ্ধে হেরে না যাওয়ার একটি উজ্জল সংকেত। কারো কাছ থেকে সে একটা অভিনন্দন বা অভিবাদন পেলো না, আশ্চর্য।
আমি খুব নগন্য একজন মানুষ প্রভা, কিন্তু তুমি আমার অভিনন্দন জেনো। যে ঝড় ঠেলে, বাস্তবকে স্বীকার করে তুমি সামনে এগিয়ে যাওয়ার কথা ভেবেছো, তার জন্যে অভিনন্দন।
সামান্য কিংবা অসামান্য কারণে যে দেশে মেয়েরা টপাটপ আত্মহননের সিদ্ধান্ত নেয়, সে দেশে তুমি নিজের ক্ষতি না করে, পড়াশোনা শেষ করার, নিজের পেশায়, জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছো তাকে অভিনন্দন।
রাজীব কিংবা অপূর্ব যে নামেই তাকে ডাকো, তাদের বিশ্বাসঘাতকতায় ভেঙ্গে পড়োনি সেজন্য অভিনন্দন।
বিদেশে পালিয়ে যাওনি, নিজেকে সমাজ বা বন্ধু বিচ্ছিন্ন করোনি, তার জন্যে অভিনন্দন।
তোমার মানসিক শক্তি, মনোবল, সাহস, দৃঢ়তার প্রতি রইলো অভিনন্দন।
তোমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্খী যারা তোমার এই পথ চলার পথে নিদারুন সাহস জুগিয়ে গেছে, তোমাকে ভেঙ্গে পড়তে দেয়নি তাদেরকেও অভিনন্দন।
জঘন্য অপরাধ করা সত্বেও রাজীব সমাজ কিংবা রাষ্ট্রের দ্বারা নিগৃহীত কিংবা শাস্তির আওতার বাইরেই থেকে গেলো দেখা সত্বেও তোমার এই পায়ে পায়ে এগিয়ে যাওয়ার প্রতি রইলো শুভকামনা।
আশাকরছি তোমাকে দেখে অনেকেই সাহস পাবেন। যারা দ্রুত আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে এই ঘৃন্য মানুষগুলোকে সমাজে জিতিয়ে দিয়ে যায়, তারা হয়তো কখনো তোমাকে ভাববে।
একটা দুর্ঘটনাই যে একটা মানুষের পূর্নাংগ জীবন নয় সেটা সবাইকে ভাবতে শিখানোর জন্যে তোমাকে অভিনন্দন। তবে হ্যা, স্বীকার করতেই হবে, সমাজে তোমার তারকাখ্যাতি ও সামাজিক প্রতিষ্ঠার জন্যে, তুমি যতো দ্রুত এই সাহস সঞ্চয় করে নিজেকে গুছিয়ে আনতে পেরেছো একটা সাধারণ মেয়ের পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। তবে তোমরা শুরু করলে সে সাহস নিশ্চয় একদিন সমাজের সাধারণ ভাগে প্রবাহিত হবে। আনুশেহ শুনেছি ড্রাগ এডিক্ট্যাক্ট ছিলেন। তিনি তা স্বীকার করে এখন মাদকমুক্ত সমাজের জন্যে লড়াই করছেন। তোমার কাছে অনুরোধ, তুমিও এমন কিছু করো যাতে সমাজে যেসব মেয়েরা ধাক্কা সামলে আর উঠতে পারেনি, তারা আলোর মুখ দেখতে পায়। কিংবা তোমার মতো এমন ক্ষতির সম্মুখীন যাতে অন্যেরা আর না হয়। তোমার কাছ থেকে এটুকু আশা আমরাতো করতেই পারি।
একটা খটকা মনে থেকেই যায়, প্রভা তাড়াহুড়ো করেননিতো আবার? অপূর্বকে দেখিয়ে দেয়ার জন্যে আগ-পিছ না ভেবে আবার কোন আগুনে ঝাঁপাননিতো? প্রভার বিয়ের সমসাময়িকই পত্রিকাগুলোতে অপূর্ব আর তার বউয়ের ছবিসহ রিসেপশনের খবর ছাপা হচ্ছিলো তাই প্রশ্নটা মনে ঘুরে ফিরেই আসছে।
নতুন যুগল শান্ত-প্রভা’র নতুন দিনের প্রতি এগিয়ে যাওয়ার অঙ্গীকারকে অভিনন্দন।
তানবীরা
২৯/১২/২০১১
প্রভার বিয়ে নিয়ে ব্লগ পড়েছি,অনেকে ব্যাপারটা নিয়ে ফান করেছে,ওকে আরো ছোট করার চেষ্টা করেছে,আপু আপনার লেখায় +
কম্পিউটার আর কীবোর্ড হাতে থাকলে অন্যকে ছোট করা কি ব্যাপার কিছু, বলো?
ধন্যবাদ তোমাকে
এই ব্যাপারটা যুগপৎ হতাশাজনক আর বিস্ময়কর!
আমি সেদিন বোধহয় প্রথম আলোতেই পড়লাম এ্যামেরিকায় এক বাবা তার দুবছর বয়সী মেয়েকে মিছিমিছি শাসাচ্ছে এমন ছবি ফেসবুকে আপ্লোড করাতে পুলিশ ডেকে নিয়ে তাকে সতর্ক করেছে আর এতোবড় একটা ঘটনায় কেউ টু পর্যন্ত করলো না এমনকি প্রভা নিজেও না
প্রভাকে নিয়ে কথা বললেতো অনেকেই ভ্রু কুঁচকাবেন, প্রথমেই তুমি অভিনন্দন পাবে, এই বিষয়ে লিখে কারো ভ্রু কুঁচকানোর তোয়াক্কা করোনি বলে। এবং তোমার অনুভূতিকে শ্রদ্ধাও জানাই।
অপূর্ব বা রাজীবরা সমাজে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে, রাজীব ভয়ঙ্কর একটি অপরাধ করেও পার পেয়ে গেলো অথচ প্রভা কেবল কলঙ্কেরই ভাগীদার হলো। তোমার লেখার মাধ্যমে প্রভাবে নতুন জীবনে প্রবেশ এবং মনোবল ধরে রাখায় অভিনন্দিত করতে পারছি বলে ভালো লাগছে।
আমার পার্সোন্যাল ব্লগে আর ফেসবুকে অলরেডি কয়েকটা গালি ম্যাসেজ/কমেন্ট এসে গেছে।
শুধু বলি ভাইজানদের, আপনারা যদি এতোই পদের হন, তাহলে বইসা বইসা প্রভার ভিডিও দেখেনই ক্যান? সেটা লজ্জার নয়?
ঠিক, অপূর্বকে দেখাতেই হবে তাই যেন একইদিনে বিয়ে না করে থাকে প্রভা, ব্যাপারটা যেন স্বাভাবিক কিছুই হয়, তেমনটাই আশা করছি।
আর
এটাতো এখনও করা যায়, ব্যাপারটা যে শাস্তিযোগ্য অপরাধ তা বুঝাতেও তো এটা করা উচিত!
প্রভাকে অভিনন্দন
আমার মতে প্রভার নিজেরই পুলিশে কমপ্লেইন করা উচিত আর শান্ত'র দরকার প্রভাকে সহায়তা করা
প্রভার জন্য শুভকামনা।
যদিও ওর বিয়ের খবর শুনে আমার তাৎক্ষণিক যেটা মনে হয়েছিল তাড়াহুরা না করে পড়ালেখা শেষ করে সময় নিয়ে করলে মনে হয় ভালো হত।
সময় বলে দিবে সিদ্ধান্ত ভুল না ঠিক
প্রভার দৃঢ় মনোবল আর সাহসীকতাকে সালাম!
অভিনন্দন প্রভা
ধন্যবাদ লাবনী
এই কথাটা আমারও মনে আসছিলো খবরটা শুনেই। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেলো হয়ত এই বিয়েটা তাকে মানসিক শক্তি যোগাবে। প্রভা এবং তার বর দুজনকেই অভিনন্দন। শুভকামনা।
আর আমাদের জন্যে হয়ত সময়টা তাড়াতাড়ি গেছে কিন্তু যে ভোগ করেছে এ নির্যাতন তার জন্যে প্রতিটি রাত্রি কেটেছে এক যুগের মতো
প্রভা'র জীবনে যা ঘটছে সেইটা নিয়া আমরা অনেক কনসার্ন্ড হইছি। এইটা কেবল তথ্যে সীমাবদ্ধ থাকাটাই আসলে সমিচীন ছিলো। মিডিয়া ব্যবসার এই যূগে সেলিব্রিটিদের জীবন বিক্রিবাট্টার বিষয় হইয়া উঠে এমনিতেই। কিন্তু আমরা বাঙালি মুসলিম সামাজিক মূল্যবোধ দিয়া তার চরিত্রের জাজমেন্ট করছি। তার কি করা উচিত ছিলো, কি করা হয় উচিত হয় নাই। সে কতোটা লাস্যময়ী...মানে তার ব্যক্তিগত বহুকিছু নিয়া আমরা চারিত্রিক সার্টিফিকেট দিছি। অন্য মানুষের চারিত্রিক সনদ দেওয়ার অভ্যাসে আমরা যে কতোটা ক্ষতি করি একজন মানুষের সেইটা নিজেরাও হয়তো বুঝি না।
প্রভা বিয়া করছে শুইনা ভালো লাগছে। পোলাটারে আগের থেইকা চিনতাম বইলা আরো ভাল্লাগছে। আশা করি শান্ত-প্রভার জীবন তাদের নিজেদের মতোন কইরা ভালো থাকবো।
হ্যা তাই।
আপনি ব্যাক্তিগত ভাবে চিনেন শুনে ভাল লাগল, আমাদের শুভেচ্ছা পৌঁছে দিয়েন ওদেরকে
শংকা থেকেই যায়। অপূর্ব এবং প্রভার অভিনয়ের দারুণ ভক্ত ছিলাম আমি। আমরা যে কোন শিল্পি বা মেধাবী মানুষের কাছে অনেক বেশী প্রত্যাশা করি, ঠিক সে ভাবেই আমার প্রত্যাশাটা একটু বেশীই ছিল অপূর্বর কাছে।ভেবেছিলাম, রাজীবের মত কীটের কাছে থেকে প্রভাকে ছিনিয়ে এনে বোধ হয় যোগ্য সম্মানেই রাখবে। বিবাহোত্তর একটি টেলিভিশন চ্যানেলে অপূর্বের সাক্ষাতকার শুনে মনে হয়েছিল..সত্যি দেশ অনেক এগিয়ে গেছে। ছেলেমেয়েরা কত আধুনিকভাবে ভাবছে। এদের জীবন বোধ কত গভীর!!!!!
খুব ধাক্কা খেয়েছি। শংকিত হয়েছি। সেই শঙকা যাচ্ছে না। মেয়েটা আবার ভুল করল না তো!!!
তারপরও প্রভা আর শান্তকে অভিনন্দন। দুজনের মনেই থাক, এটা জীবনের একটা অংশ, পুরোটা জীবন নয়। একজন নারী পার করুন তার সত্যিকার মানুষের জীবন। পরষ্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় জীবন হয়ে উঠুক মঙ্গলময়।
তানবীরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য । প্রভাকে একজন সু-অভিনেত্রী হিসেবে ভালোবাসতাম ।। তার জীবনে ঘটে যাওয়া অনাখাংকিত ঘটনার পর তাঁর প্রতিটি খবর পত্রিকায় গভীর ভাবে পর্যবেক্ষণ করেছি । দেখেছি, জেনেছি এবং বুঝেছি আমাদের সমাজ আধুনিক ভোগবাদিতায় অনেক দূর এগিয়ে গেলেও, মনের গহীনে এখনো ভীষণ রকম সংস্কারাচ্ছন্ন, পুরূষতান্ত্রিক রয়ে গেছে ।। স্বাভাবিক ভাবে আমার ধারণা ছিল, যারা আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার করে তাঁরা সবাই না হলেও বেশীর ভাগই অন্তত মন মানসিকতার দিক দিয়ে আরেকটু পরিণত হবে, প্রগতিশীল সুস্থ্য চিন্তাধারা তাদের মধ্য কিছুটা হলেও গড়ে উঠেছে । যে কোন বিষয়ে মতামত প্রকাশে আরেকটু যুক্তিবাদী হবে, কিন্তু সত্যি বলতে কি আমি ভীষণ রকম হতাশ হয়েছি । আসলে আমাদের সমাজের এই নিম্নমুখী পচন নিয়ে লিখতে গেলে সে লেখা এই এক মন্তব্যে শেষ হবার নয়, তাই ক্ষান্ত গেলাম ।শুধু বলি অভিনন্দন প্রভা ! আপনার সাহস, এবং দৃঢ় চিত্ততা সত্যি আমাকে মুগ্ধ করেছে । আরো হাজারো নির্যাতিত, নিগৃহীত মেয়েরা আপনাকে দেখে শিখবে, ঘুরে দাঁড়াবার সাহস পাবে । আত্মহত্যা করার আগে একবার হলেও ভাববে । তবে প্রভা, আমি খুব খুশী হতাম যদি আপনি পড়াশোনা শেষ করে আরো কিছুটা সময় নিয়ে বিয়ে করতেন । তারপরো আপনার দাম্পত্য জীবন সুখের হোক । ভালো থাকবেন ।
খবরটা শুনে আমারো ভালো লেগেছিল, কিন্তু এরকম করে প্রকাশ করতে পারিনি।
অভিনন্দন প্রভা কে
ধন্যবাদ আপনাকে ।
প্রভাকে অভিনন্দন, কিন্তু ব্যাপারটা তাড়াহুড়োই মনে হয়েছে। তার আগের সিদ্ধান্তগুলোতেও তাড়াহুড়ো ছিল বলেই মনে হয়।
অপূর্বর মত কাপুরুষকে যিনি বিয়ে করলেন সেই অদিতি তার কথাও আসা উচিত। ধরা যাক, অপূর্ব বিয়ের জন্য মেয়ে খুঁজছেন কিন্তু বাংলাদেশের কোন মেয়ে তাকে বিয়ে করতে রাজী হচ্ছে না – এমনটাই দেখতে ভাল লাগতো...
~
কমেন্ট অভ দ্যা ইয়ার বস।
তবে এটা হবে ২১১১
রাজীব এর জন্যই মেয়ের লাইন লাইগা যাইব আর অপূর্ব তো অপূর্ব; আর এই যে অপূর্বর কাপুরুষতা (আমার নিজের অবশ্য অপূর্বরে কাপুরুষ বা কহুব একটা দোষী মনে হয়না মনে হয় সে খুবি সাধারণ আর ১০জন জা করতো আমাদের দেশে সেও তাই করসে সে কোন অন্যরকম দৃষ্টান্ত হইতে পারে নাই) বা রাজীবের এত কিছুর পর ও বুক ফুলায়া ঘুরা আর প্রভা মিডিয়া থেকে স্বাভাবিক জীবন থেকে নির্বাসিত তার কারণ কিন্তু আমরা; আমাদের দৃষ্টিভঙ্গি; মেয়েদের কুমারীত্ব আর ছেলেদের কৌমার্য যদি আমরা একই দৃষ্টিতে দেখতে পারতাম তাহলেই এই টাইপ ঘটনা অনেক কমতো অন্তত সোসাল লাইফে এই টাইপ ঘটনার ইমপ্যাক্ট এত গভীর হইতো না আপু।
আপনাকে দেখে ভাল লাগল
হুমম। ঠিক তাই
এখানে একজন এক কাহিনী করছে। কাহিনী সামলাইতে না পেরে বলে, আমি ওর বউরে ইউজ করছি। আমিও সাথে সাথে বলছি ক্যামনে? এট দ্যা সেইম টাইম তুমিওতো ইউজ হইছো। আর কথা বলে নাই
তাতাপা, আমার জানা মতে ছেলে ভাল। শান্ত আমার ছোটবেলার বন্ধু শুভ্রর ছোট ভাই।
ভালো হইলেই ভালো
প্রভাকে অভিনন্দন আর অনেক শুভ কামনা।
প্রভার সর্বাঙ্গীন সুখময় জীবন আশা করছি...
প্রভা তার পরিবারের সমর্থন পেয়েছে। এটাও একটা ভাল দিক।
হুমম সেজন্যেইতো সারভাইভ করতে পেরেছে, নইলেতো আর সম্ভব ছিল না
জগতের সকল মানুষ সুখে থাকুক
প্রভা শুভ কামনা রইল। Panama lawyer.
মন্তব্য করুন