শিরোনামহীন ৩
চলছে গাড়ী যাত্রাবাড়ী ..............................আর চলছে প্যাচাল দিন রাত্রি।
জলজ্যান্ত একটা দূর্ঘটনা দেইখা ফেললাম। ব্যলকনিতে বইসা ছিলাম ( হাওয়া খাওয়ার জন্য না
বিড়ি খাওয়ার জন্য ) হঠাৎ দেখি পো পো সাইরেন তুইলা ঠোলার গাড়ী চেজ করতেছিল আরেকটা গাড়ীরে ..।ঐ গাড়ী আবার আমার বাসার সামনের রাস্তা পার হইতে গিয়া আরেকটারে লাগায়া দিছে .....ফলাফল আমার কাজে দেরী ..........কারন রাস্তা বন্ধ কইরা গাড়ীর ছাদ কাটতেছিল ফায়ার সার্ভিসের লোকেরা।
আগে শুনতাম ব্রিটিশরা নাকি দুনিয়ার বুকে সবচেয়ে ভদ্র জাতি তবে এখন মনে হয় কথাটারে একটু এডিট মারতে হইবো '' ব্রিটিশরা দুনিয়ার বুকে সবচেয়ে ভদ্র জাতি ছিল তবে তারা তাদের অতীত ভুলে গেছে ''
কিছু টার্কিশ ( টার্কিশ মুরগী না ) আছে যারা পিজা হাটে খাইতে আইসা বলবো পিজাতে যেন কোনো হ্যাম কিংবা বেকন না থাকে তবে চিকেন কিংবা বিফ চলবো .....কারন হিসাবে বলবো মুসলিম কিন্তু মজা তখনই লাগে যখন বলি চিকেন অর বিফ হালাল না তখন বলে নো প্রবলেম মাইট
সাথে একটা বিয়ার দিস
এইদেশে ১৮ বছরের কারো কাছে বিড়ি এবং এ্যালকোহল বিক্রি করা অবৈধ । তো যখন মাইয়াগুলা আইসা ভাব মাইরা ওয়াইন চায় আর আমি আইডি না থাকাতে রিফিউজ করি তখন মজাই লাগে
( মাঝে মাঝে এমুন কিছু সুন্দরী আসে না তখন এইডা করতে যে ভালো লাগে তা না
, কি করার নাইলে হুদাই পেনাল্টি খাইতে হইব )
লাইট বন্ধ করে বসে বসে লিখতাছি আর আমার ঘরের দেয়ালে টাংগানো প্লাস্টিকের কংকালটা আলো ছড়ায়া মজা লইতাছে । চুলায় ডিম ও ডাল সিদ্ধ চলছে .....ডিম আর ডাল আলাদা ভর্তা হবে.......ডিম - ডালের সাথে হালকা করে ভাজা পাতলা করে কাটা পেয়াজ এবং কড়া করে ভাজা শুকনা মরিচ , সরিষার তেলের সাথে একটা চুবান দিয়া যা হবে না .........জিহ্বায় পানি চইলা আসছে
ল্যাপটপে চলা রবীন্দ্র সঙ্গীতটা ক্ষিদা আরো বাড়ায় দিচ্ছে ...................... গান বলছে আমার ও পরাণ ও যাহা চায়
আর আমার পরাণ ও চাচ্ছে ভর্তারে
।
তানবীরা আপু কমেন্টে একবার লিখলো '' সুখী ব্লগ , পড়তে নাকি ভালো লাগে ''
সুখী তবে '' ডিজিটাল সুখী ''
মেঘের দেশে ।
পিজা খামু , উইথ বিয়ার
নাউজিবিল্লাহ ভাবীসাব কয় কি??

ও, ভাইসাব খাইতে চাইলে "সুবহানাল্লাহ" আর ভাবী খাইতে চাইলে "নাউজিবিল্লাহ"?
কোন বিয়ার চলবো ???
যাক আমরা তাইলে ডিজিটাল সুখী ব্লগ পড়ি
ডিজিটাল সুখি ব্লগার ও পাওয়া গেল
পয়লা লাইন দেখে তো মনে করছিলাম ভাইজান মনে হয় আমারে প্যাদানি দিতাছে পরে দেখি না!! লেখা ভর্তার মতো স্বাদ হয়ছে।
কিপিটাপ। তয় একটা কথা ইমো গুলা কম দিলে হয় না।
ভাই এইডা কি হইলো

আমি সত্যি আপনার এই টাইটেলের লেখাটা মিস করছি দেখি নাই ........কিরম যেন এক হইয়া গেল ।
কপিরাইটে দিয়েন পিলিজ লাগে
১ম সংশোধনী :: কপিরাইটে দিয়েন না পিলিজ
কিসের কপিরাইট?? আমি নিজেই আতংকে আছি কে আমারে কবে ফাঁসায়।
পিজা আর বিয়ার নিয়া চইলা আসেন আমার বাসায়
আর আপনেরে ভর্তা খাওনের দায়িত্ব আমার
বিয়ার কোনটা চলবো ???? স্টেলা , কার্লিং না পেরোনি????????

হালাল বিয়ার পাওয়া যায় না ?
জ্বি এ্যালকোহল ফ্রি বিয়ার আছে .। লাগবো নি ????????
খাওয়া-দাওয়া তো ভালোই চলছে।
টেস্ট নিবি নি একটুস

ডিজিটাল সুখী ব্লগও পড়তে আরাম
ডিজিটাল সুখী ব্লগ পড়তে ডিজিটাল আনন্দ পাই।:D খাবার মেন্যু পছন্দ হৈছে। ক্ষুধা লাগছে।
এইরকম আরো অনেক ডিজিটাল খাওয়া দাওয়া হবে সামনে । ডিজিটাল ক্ষুধা নিয়া ওয়েট করেন
মন্তব্য করুন