ইউজার লগইন

শিরোনামহীন ৩

চলছে গাড়ী যাত্রাবাড়ী ..............................আর চলছে প্যাচাল দিন রাত্রি।

জলজ্যান্ত একটা দূর্ঘটনা দেইখা ফেললাম। ব্যলকনিতে বইসা ছিলাম ( হাওয়া খাওয়ার জন্য না
বিড়ি খাওয়ার জন্য ) হঠাৎ দেখি পো পো সাইরেন তুইলা ঠোলার গাড়ী চেজ করতেছিল আরেকটা গাড়ীরে ..।ঐ গাড়ী আবার আমার বাসার সামনের রাস্তা পার হইতে গিয়া আরেকটারে লাগায়া দিছে .....ফলাফল আমার কাজে দেরী ..........কারন রাস্তা বন্ধ কইরা গাড়ীর ছাদ কাটতেছিল ফায়ার সার্ভিসের লোকেরা।

আগে শুনতাম ব্রিটিশরা নাকি দুনিয়ার বুকে সবচেয়ে ভদ্র জাতি তবে এখন মনে হয় কথাটারে একটু এডিট মারতে হইবো '' ব্রিটিশরা দুনিয়ার বুকে সবচেয়ে ভদ্র জাতি ছিল তবে তারা তাদের অতীত ভুলে গেছে ''

কিছু টার্কিশ ( টার্কিশ মুরগী না Tongue ) আছে যারা পিজা হাটে খাইতে আইসা বলবো পিজাতে যেন কোনো হ্যাম কিংবা বেকন না থাকে তবে চিকেন কিংবা বিফ চলবো .....কারন হিসাবে বলবো মুসলিম কিন্তু মজা তখনই লাগে যখন বলি চিকেন অর বিফ হালাল না তখন বলে নো প্রবলেম মাইট Wink Wink Wink সাথে একটা বিয়ার দিস Tongue Tongue

এইদেশে ১৮ বছরের কারো কাছে বিড়ি এবং এ্যালকোহল বিক্রি করা অবৈধ । তো যখন মাইয়াগুলা আইসা ভাব মাইরা ওয়াইন চায় আর আমি আইডি না থাকাতে রিফিউজ করি তখন মজাই লাগে Wink Wink Wink ( মাঝে মাঝে এমুন কিছু সুন্দরী আসে না তখন এইডা করতে যে ভালো লাগে তা না Sad Sad Sad , কি করার নাইলে হুদাই পেনাল্টি খাইতে হইব )

লাইট বন্ধ করে বসে বসে লিখতাছি আর আমার ঘরের দেয়ালে টাংগানো প্লাস্টিকের কংকালটা আলো ছড়ায়া মজা লইতাছে । চুলায় ডিম ও ডাল সিদ্ধ চলছে .....ডিম আর ডাল আলাদা ভর্তা হবে.......ডিম - ডালের সাথে হালকা করে ভাজা পাতলা করে কাটা পেয়াজ এবং কড়া করে ভাজা শুকনা মরিচ , সরিষার তেলের সাথে একটা চুবান দিয়া যা হবে না .........জিহ্বায় পানি চইলা আসছে Smile Smile

ল্যাপটপে চলা রবীন্দ্র সঙ্গীতটা ক্ষিদা আরো বাড়ায় দিচ্ছে ...................... গান বলছে আমার ও পরাণ ও যাহা চায়

আর আমার পরাণ ও চাচ্ছে ভর্তারে Tongue Tongue

তানবীরা আপু কমেন্টে একবার লিখলো '' সুখী ব্লগ , পড়তে নাকি ভালো লাগে ''

সুখী তবে '' ডিজিটাল সুখী ''

মেঘের দেশে ।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

নাজ's picture


পিজা খামু , উইথ বিয়ার Big smile

রাসেল আশরাফ's picture


নাউজিবিল্লাহ ভাবীসাব কয় কি?? Shock Shock

নাজ's picture


ও, ভাইসাব খাইতে চাইলে "সুবহানাল্লাহ" আর ভাবী খাইতে চাইলে "নাউজিবিল্লাহ"? Stare

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

মেঘের দেশে's picture


কোন বিয়ার চলবো ??? Wink

টুটুল's picture


যাক আমরা তাইলে ডিজিটাল সুখী ব্লগ পড়ি Smile

ডিজিটাল সুখি ব্লগার ও পাওয়া গেল Smile

মেঘের দেশে's picture


Smile Smile

রাসেল আশরাফ's picture


পয়লা লাইন দেখে তো মনে করছিলাম ভাইজান মনে হয় আমারে প্যাদানি দিতাছে পরে দেখি না!! লেখা ভর্তার মতো স্বাদ হয়ছে।

কিপিটাপ। তয় একটা কথা ইমো গুলা কম দিলে হয় না।

মেঘের দেশে's picture


ভাই এইডা কি হইলো Sad Sad Sad Sad
আমি সত্যি আপনার এই টাইটেলের লেখাটা মিস করছি দেখি নাই ........কিরম যেন এক হইয়া গেল ।

কপিরাইটে দিয়েন পিলিজ লাগে

১০

মেঘের দেশে's picture


১ম সংশোধনী :: কপিরাইটে দিয়েন না পিলিজ

১১

রাসেল আশরাফ's picture


কিসের কপিরাইট?? আমি নিজেই আতংকে আছি কে আমারে কবে ফাঁসায়। Big smile

১২

মেঘের দেশে's picture


Wink Wink আইতাছি

১৩

সাঈদ's picture


পিজা আর বিয়ার নিয়া চইলা আসেন আমার বাসায় Wink

আর আপনেরে ভর্তা খাওনের দায়িত্ব আমার Cool

১৪

মেঘের দেশে's picture


বিয়ার কোনটা চলবো ???? স্টেলা , কার্লিং না পেরোনি???????? Wink Wink

১৫

মাহবুব সুমন's picture


হালাল বিয়ার পাওয়া যায় না ? Glasses

১৬

মেঘের দেশে's picture


জ্বি এ্যালকোহল ফ্রি বিয়ার আছে .। লাগবো নি ????????

১৭

একজন মায়াবতী's picture


খাওয়া-দাওয়া তো ভালোই চলছে। Wink

১৮

মেঘের দেশে's picture


টেস্ট নিবি নি একটুস Wink Wink

১৯

তানবীরা's picture


ডিজিটাল সুখী ব্লগও পড়তে আরাম Big smile

২০

মেঘের দেশে's picture


Big smile Big smile

২১

জ্যোতি's picture


ডিজিটাল সুখী ব্লগ পড়তে ডিজিটাল আনন্দ পাই।:D খাবার মেন্যু পছন্দ হৈছে। ক্ষুধা লাগছে।

২২

মেঘের দেশে's picture


এইরকম আরো অনেক ডিজিটাল খাওয়া দাওয়া হবে সামনে । ডিজিটাল ক্ষুধা নিয়া ওয়েট করেন Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘের দেশে's picture

নিজের সম্পর্কে

উদ্দেশ্যহীন পথচলা , যেন পানিতে ভেসে থাকা খড়কুটো ..................।