ভালো লাগছে না
পিঠে ব্যথা, কিছু ভালো লাগছে না।
ভাবলাম একটা ব্লগ লিখি।
তাও ভালো লাগছেনা।
কী যে করি!
কাল অফিসের কথা মনে করলে কেমন যেন বিবমিষা বোধ হচ্ছে।। ।
বিবশ বীভৎস বিবমিষা। ।
(কী অদ্ভুত! বলছে ৫০ শব্দের কমে না'কি ব্লগ হবেনা।। তো কি হবে? ঘোড়ার ডিম?)
(আরে বাবা আর মতো শব্দ লিখবো? আর তো লিখতে ইচ্ছে করছে না!)
মন্তব্য করুন