আগুন লাগানোর বাসনা।
আমাদের উপরতলার মানুষজন আজব আজব কথা বার্তা বলবেন, আমরা এতে হাসতেও পারবো না, ক্ষোভও প্রকাশ করতে পারবো না। মুখে বলা হবে বাকস্বাধীনতার কথা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা। সেটা পাচ্ছি না, তাও বলার উপায় নেই। তারা উঠতে বসতে মিথ্যে কথা বলে যাবেন, আর সেই খবর ছাপিয়ে দিলেই পত্রিকা হয়ে যায় মিথ্যেবাদী।
ব্লগে লেখালেখি করার অনেক বিষয় থাকে। আমার আগ্রহ আগাগোড়াই "নিজ" জীবন-কেন্দ্রিক। একে ঘিরে যে রাজনৈতিক, আর্থসামাজিক প্রেক্ষাপট তাকে আমি এড়াতে তো পারি না। এ নিয়ে লিখতে গেলেই মনে মনে ভয় পাই। ভয় না বলে একে আতঙ্ক বলা বেশি যুক্তিযুক্ত। ব্লগে লিখেন এমন কাছের মানুষদেরকেও একই রকম ভয় বা আতঙ্ক পেতে দেখেছি। লঘু ধরনের ব্লগর ব্লগরের সময়ও মাথায় চিন্তা রাখতে হয়, "দেশদ্রোহিতা" করে ফেললাম না তো!
যত কথাই বলা হোক, দিনের আলোর মত পরিষ্কার বিষয় হলো যে বাঙালিজাতি অত্যন্ত সহনশীল। না হলে পরাশক্তির মদদ ছাড়াই মিশর, তিউনিশিয়া বা লিবিয়ার মতন কাণ্ড ঘটিয়ে দেবার মত "লোকবল" এ দেশে আছে, তাই এমন ঘটনা ঘটে যেত এতদিনে।
মুখ বন্ধ করে মানুষ বেঁচে থাকতে পারে না। ব্রিটিশরা মানুষের মুখ বন্ধ করতে চেয়েছিল, তাই নজরুলের মতন সে সময়ের তরুণ কবি লিখে ফেলেছিলেন,
"যে দেশের বুকে পায় না চাষীরা পেটের ক্ষুধার অন্ন,
সে দেশের সব শস্যকণায় আগুন লাগিয়ে দাও।। "
তরুণেরা এখনো জীবিত। তারা দিনকে রাত আর রাতকে দিন করে দেবার সামর্থ্য রাখে। উচুতলার মানুষজন এই কথাটা ভুলে না গেলেই ভালো হয়।
নজরুলই নজরুল।
ভালো লিখেছেন।
তাই দাও [আগুন লাগিয়ে দাও ] ভাই ! অন্ততঃ যাবার আগে তোমাদের জ্বলে উঠতে দেখে যাই ! একটু আশার আলো দেখে মরি ! ধন্যবাদ !
আপনারাই আমাদের সবকিছু! আপনাদেরকে দেখেই শিখি।
"জীবন থেকে নেয়া" সিনেমায় ছিলো গানটা .... রক্ত মাতাল করে দেয়া গানের কথা গুলো
একদম!!
ভাই কি কোন কারণে অনেক রেগে ছিলেন নাকি?
হুমম... আপু।
বস... দেন আগুন লাগাইয়া... যা থাকে কপালে
আমি আপনার মন্তব্যকে সিরিয়াসলি নিলাম ভাইয়া। মাথায় আরো কিছু কথা এসেছে। তানবীরাপ্পির পোস্টের সাথে মিলিয়ে আরো কিছু লিখতে চেয়েছিলাম। সেখানেই আপনার কথার পিঠের কথা গুলো বলব।
ভালো থাকবেন।
এখনো আগুন লাগান নাই?
ধুর মিয়া

বকা দেন কেন? কাটা ঘা এ নূনের ছিটার মতন লাগে।
খালি কইবেন। ম্যাচ বাত্তি লয়া আইসা পরুম...।
আলাই বালাই ষাঈট!! গম্মেন্ট ভয় পাইয়া এখন ম্যাচবাত্তি বহন রে "দেশদ্রোহিতা" ভাইব্যা নিলে বিড়ি খামু কী দিয়া!
মন্তব্য করুন