আশা গুলো আজ আলো হয়ে জ্বলে উঠে
কেমিস্ট্রি ক্লাস করছিলাম। হটাত বাংলাদেশের খেলার কথা মনে পড়লো।ক্লাসের কম্পিউটার দিয়ে গুগলে সার্চ করলাম। প্রথমেই লেখা 'Bangladesh lost by 2 runs'। বিশ্বাস করতে পারছিলাম না, কান্না আসছিল। অনেক চেষ্টা করে চোখের পানি আটকে রাখলাম।
বাসায় এসে আম্মুকে দেখলাম কাদছেন। আম্মু সাধারণত খেলা দেখেন না। আজকে দেখেছিলেন। আব্বু সারারাত জেগে খেলা দেখেছেন। প্রতিটা মানুষের বুকে তোমাদের জন্য এত ভালবাসা তারপরেও সাকিব তোমরা কাঁদছো কেনো? কাপ জিতিনি তো কি হয়েছে? খেলা তো আমরাই জিতেছি। তোমাদের পাশে আছি সবসময়। বাংলাদেশের হয়ে খেলা তোমাদের প্রতিটি ম্যাচের জন্য তোমাদেরকে স্যালুট। আমরা তোমাদের পাশে আছি.... শুধু জয়ের আনন্দে নয় , পরাজয়ের বেদনাতেও...............
'শত আশা শত আশা ......
কিছু পাবার আশায় স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাব বলে স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেড়িয়ে, শত বাঁধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
শত আশা শত আশা......'
শত আশা
ছবিটা অসাধারণ!
হুম
সারাজীবন বাংলাদেশ
সারাজীবন বাংলাদেশ
এই ভিডিওটা দেইখেন
ভিডিওটা আগে দেখেছি

আপনাকে ধন্যবাদ।
কাপ জিতি নাই যেহেতু, সেহেতু আমি দলকে ধন্যবাদ দিয়ে ভাসাবো না। অপেক্ষাকৃত ভালো দল হয়েও ম্যাচ জিততে না পারাটা অশোভনীয়। বাংলাদেশকে এই হার থেকে শিক্ষা নিতে হবে। যাতে ভবিষ্যতে আর হারতে না হয়। অত্যন্ত খারাপ দলের সঙ্গে।
আপনার মন্তব্য অনেক ভালো লাগলো, ধন্যবাদ
খেলার মাঠে গিয়া যেন এত কষ্ট আর না পেতে হয়, এটাই এখন প্রার্থনা।
এই আপুটা কই?
মন্তব্য করুন