আমেরিকায় ক্রিস্মাস (ছবি ব্লগ)
ছবি তুলতে পারি কিন্তু ভালো হয়না
,তারপর ও কিছু ছবি দিলাম।ডোন্ট মাইন্ড
ওভাল পার্ক,ব্রংক্স
ম্যারি ক্রিস্মাস
রকফেলার প্লাজা,ম্যানহাটন
সবচেয়ে বড় ক্রিস্মাস ট্রি
আইস স্কেটিং
বিল্ডিং এ আলোর খেলা
সবাই কে অনেক থ্যাংক্স কষ্ট করে দেখার জন্য আর নতুন বছরের শুভেচ্ছা,ভালো থাকুন
এটা মনে হয় রকফেলার ট্রাডিশন হয়ে যাবে। আগামী বছর গেলেও এই ডিজাইনটাই পাওয়া যাবে।
হা হা হা
মন্তব্যে জন্য ধন্যবাদ 
ছবিগুলার উইথ একটু কমায় দিতে হবে। বিলো ৫২৫।
আর বিটিডব্লিউটা হচ্ছে, সুন্দর ক্যাপচার! কিপিটাপ।
মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো,কিন্তু এগুলা তো আমি বুঝিনা

বুঝবেন বুঝবেন, ডোন্ট ওরি।
নিয়মিত লেখা-ছবি ইত্যাদি পোস্টাইতে থাকেন। দ্রুতই সবকিছু বুঝে ফেলবেন; গ্যারান্টী!
মীর, কি খবর? কতদিন দেখি না!
ছবি ভালো না মানে অসাধারণ হয়েছে, সুপার্ব। সুপার লাইক
কোথাকার ছবি এগুলো মানে কোন স্টেট? ন
আপু আপনাকে অনলাইনে দেখে অনেক বেশি করে একটা কমেন্ট আশা করছিলাম,কমেন্ট পেয়ে মন অনেক খুশি হয়ে গেলো,অনেক ধন্যবাদ


ছবিগুলো নিউইয়র্কের
ছবির সাথে লেখা থাকলে ভাল লাগে পড়তে
অ্যাকচুয়ালি কি যে লিখবো বুঝতে পারিনা
,নেক্সটবার ট্রাই করবো,অনেক ধন্যবাদ

দারুণ!
অনেক ধন্যবাদ আপু,ভালো থাকবেন
খুব সুন্দর ছবি।
থ্যাংক্স আপু
ছবি ব্লগ ভালা পাইলাম...
আমিও খুশি হইলাম
,ভালো থাকুন 
বাহ, বেশ ছবি।
ধন্যবাদ আপু,কেমন আছেন?
ভালো আছি। তুমি লেখা দাও। যা যা করো, যা যা ভালো-মন্দ লাগে, যা যা মন চায়...সব লিখতে পারো। আমরা বন্ধুর বন্ধুরা সব লেখাই মন দিয়ে পড়েন।
আপু আমি তো নতুন তাই কিভাবে কি লিখতে হয় জানিনা
,তারপর ও চেষ্টা করছি
আবারো থ্যাংক্স 
ভালা পাইলাম..
~
ছবিগুলি ভাল পাইলাম।
থ্যাংক্স প্রিয় আপু

ছবি তো খুবই সুন্দর হইসে।
নিউ ইয়ারেও একটা পোস্ট পাচ্ছি তাহলে 
আমার গোপন কথা আপনি কিভাবে জানেন মায়াবতী আপু?
হ্যা আশা করি নিউ ইয়ারেও একটা ছবি ব্লগ আসছে

এইজন্যেই তো আমি মায়াবতী

লাইক দিলাম
সৌইন্দর্য্য হৈছে।
খুশি হইলাম
হ্যাপি নিউ ইয়ার
ফাটাফাটি হয়েছে।
অনেক ধন্যবাদ,নতুন বছরের কিছু ছবি দেয়ার ইচ্ছা ছিল,কিন্তু মন খারাপ থাকায় দেয়া হলোনা
মন্তব্য করুন