একাই গেলো
আগুনরঙা গোধূলি শেষে সন্ধ্যার ভেতর যে এতো হাহাকার থাকে
সে তো বোঝাই হতো না, যদি তুমি পৃষ্ঠা পাল্টানোর মতো করে না পাল্টাতে!
চুলের ছায়ায় ছায়ায় সন্ধ্যা আসতো, এসে ভোরে পৌছে যেতো কখন,
টের পেতাম না! এখন সবই টের পাই, সময়ের মাঝে গভীর একটি শূন্যতা,
বাতাসে বাতাসে দোলে দীর্ঘশ্বাসে দীর্ঘ রাত্রি!
কি কারণে চলে যেতে হলো, কি ভেবে কোন দিকে চলে গেলে পথ,
কিছুই জানা হলো না বিস্তারিত। কি নাম রেখে গিয়েছিলো মনে পড়ছে না তাও!
শুধু শরীরে লেগে থাকা শরীরের ঘ্রাণ রয়ে গেছে, ঘ্রাণটুকু ধুবো কোন পুকুরে বলে গেলো না!
যাবেই যখন একা কেনো? তবু,
একলা গেলো, একাই গেলো, আমাকে নিলো না!
ধন্যবাদ
একা গেল, একাই গেল , আমাকে বললো না, বললে ই কি আমি যেতাম নাকি?
ভালো .। কয়েকদিন ফেলে রেখে কিছুটা এডিট করলে হয়তো আরও পরিনত হবে কবিতাটি।
এমনিতে ভালো হয়েছে.। শুভকামনা নিরন্তর !
যেতে হয় একাই, চাইলেও কাউকে নেয়া যায় না
যারা যায় তারা একাই যায়। কাউকে নেয়না।
পথে দেখা হলে বলে---- কে তুমি?
তোমাকে চিনিনা।
অনেক ভালো লাগলো। শুভেচ্ছা।
মন্তব্য করুন