ভাত, ভোট,স্বপ্ন আর গ'তন্ত্র
কল্পলোকের গল্প বলে নেতা দেখায় স্বপ্ন,
ঠা ঠা রোদে চর্ম পুড়ে গিলে নিরন্ন ।
নেতার গলায় মধুর হাঁড়ি,
কানে লাগে মিষ্টি ভারি,
গল্প গিলে অল্প হলেও ভরত যদি পেঠ,
কেইবা অমন খুন বহাতো পোড়া পেটের জন্য !
নেতা-নেতী ভাতের-ভোটের স্বপ্ন ফেরি করে,
(তবু) হা'ভাতেরা হাজার বছর পড়ে থাকে হা করে,
দুগ্ধ-মাখন,হালুয়া-রুটি,
নিজেরা খান লুঠিপুটি,
গলায় তৃপ্তির ঢেকুর তুলে দেন ঊপদেশ সংযমের,
এমন শালার নেড়ির বাচ্চার নেতৃত্ব আজ দেশ জুড়ে ।
চুপি চুপি 'কারচুপি' সব দলে চায় হোক ভোটে,
নিজেরা জিতলে শ'ভাগ সঠিক ! অন্যের বেলায় বটে,
গদি থাকলে হারাম যা যা,
গদি গেলে হালাল সব,
গোদের উপর বিষফোঁড়া 'হর ---' গণের মাথায় 'তাল' পড়ে,
পঁচা ডিমে তা দিয়েও 'গ'তন্ত্রের ছা' ফোটে !
নির্বাচন নির্বাচন বলে বলে মূলা ঝুলান হচ্ছে জনগনের সাথে।এই আম জনতা সব বুঝে সব দেখে কিছু করার নেই বলে দেখে আর হাসে।তার ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই একটা কথা বলে মনের ঝাল মেটাতো এখন তো তাও সম্ভব না।:(
প্রিয় পাঠক, শেষ স্ট্যানজার ২য় লাইনের শেষ ভাগটা এভাবে পড়তে হবে, 'অন্যের বেলায় জাল বটে'. অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী ।
কভু কি হবে অবসান
মন্তব্য করুন