অতঃপর অভিমানী আঁখি পল্লব !!!!!
সেই ভোরবেলা উঠেছি শুধু তোমার কারনে, তোমার যে কি হয়েছে কিছুই বুঝে আসে না আমার। আমাকে কি তুমি একটুও বিশ্রাম নিতে দিবে না, হ্যাঁ কি শুরু করছো, বলবা আমায় প্লিজ!!!!
ঘুম থেকে উঠে দাত ব্রাশ করবা ভাল কথা, আমাকে কেন সংগে নিবা? আমাকে ছাড়া চলতে পার না তুমি?
আচ্ছা মানলাম রাতে ভাল ঘুম হয় নাই,তাই তুমি টায়ার্ড। কিন্তু নাস্তার টেবিলে একা একা খেতে পার না, তা না আমাকে ছাড়া একফোটা জলও খাবে না। তোমার এইসব ঢং আমার আর সহ্য হয় না। যখন দরকার হয় তখন ভালবাসা উতলাইয়া পড়ে......
তারপর খাওয়া শেষে রেডি হতে গেলেও আমাকে লাগবে। শার্টের কোথায় ময়লা আছে কিনা তা আমাকেই দেখতে হবে।
রাস্তায় হাটার সময় মন কই থাকে তোমার? সেইদিন আমি সাথে না থাকলে তো ম্যানহোলের ঢাকনায় নিচশিত পরতা। ভাগ্যিস আমি ছিলাম!! না হলে জিহাদের মত তোমার ও একই দশা হত, মানুষ হয়ে মরে টিকটিকির লাশ হয়ে বের হয়ে আসতা, না হলে ওখানেই পচে গলে কোন গুজবের নাটকের কাহিনী বানাতে।
অফিসে গিয়ে ল্যাপটপ কাজ করবা, সেখানে আমার কি দরকার?
তোমার পাগলামির কারনে না হয় থাকছি, একদিন দুইদিন থাকলাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে?
রাতে মশারির ভিতর মশা মাড়বা সেটাও তুমি আমাকে ছাড়া পার না।
ঘুমের সময়টুকু তুমি আমাকে ভুলে যাও। তারপর আবার ভোর থেকে শুরু করে মধ্যরাত অবধি তুমি আমাকে ছাড়া অচল।
আচ্ছা আমি যদি না থাকি তোমার সাথে, যদি তোমায় ছেড়ে চলে যাই না ফেরার দেশে!!! কি করবে তখন??
একবার ও কি চিন্তা করেছ আমার কথা, তোমার প্রতিটা মুহূর্তেই আমি ছিলাম তোমার পাশে থাকি অথচ একটি বারও কি বলেছ আমায়, ভালবাসি তোমায়।
অনেক হয়েছে এবার একটু বিশ্রাম নিতে দাও আমায়।
ইতি,
তোমার চশমা!
পোস্ট করেছেন: (১২)
কমেন্ট করেছেন: (৪৬)
এটা কিন্তু পাবলিক ব্লগ। নিজে লেখতেছেন খুবই ভালো তবে অন্যদের লেখার পেছনেও কি আরেকটু সময় দেয়া যায় না?
প্রথম পাতায় আপনার এতগুলা লেখা একসাথে দেখে অবাক হলাম। বেশি বেশি কিন্তু কোন কিছুই ভালো লাগে না। অযাচিত পরামর্শের জন্য দুঃখিত। ভালো থাকুন..
ধন্যবাদ বিষণ্ণ বাউন্ডুলে
কামলাময় জীবনে ফ্রি টাইম খুব একটা বেশি পাচ্ছি না, সাইট ভিজিট এ গিয়ে কাজ দেখি আর টুকটাক লেখার চেষ্টা করি, প্রথম দিকে ভালই পড়তাম অন্যদের লেখা, কিন্তু ইদানীং পারছি না এজন্য দুঃখিত।
আমিও খেয়াল করেছি বিষয়টা। হঠাত এতগুলা পোষ্ট কিভাবে হল আমিও অবাক,
এটা স্বীকার করছি সত্য যে পাঠক জাহিদ জুয়েল এর অধঃ পতন হয়েছে ।
নিজে কবি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে হয়তো পাগল হয়ে গেছি। ধন্যবাদ আবারো আপনার মুল্যবান পরামর্শের জন্য। ভাল থাকবেন। আশা করি এমনটা আর হবে না।
মাঝে মাঝে একটা পেয়েও অনেক ভাল যে ভাল লাগা সাহস জোগায় কিছু লেখার
ধন্যবাদ আরাফাত শান্ত ভাই।
অনেক হাবিজাবির ভিড়ে ছোট্ট লেখাটা ভালো লেগে গেল। মাঘের দুপুরে স্বাগতম।
ধন্যবাদ সনৎ ভাই।
ভালোবাসি শব্দটা একসময় বলতে হয় না, বুঝে নিতে হয়
মন্তব্য করুন