ইউজার লগইন

এটাও টেস্ট পোষ্ট !!

happy-rain-cloud.png
কিছুদিন ধরে ব্লগটার উপরে রাগ জমছিল । কি জানি কি পব্লেম হইছিল, লেখা পোস্ট হচ্ছিল না । তাই শুধু সবার ব্লগ পড়েই দিন কাটছিল । অবশ্য এতো সুন্দর সব লেখা পড়ে না লিখতে পারার দুঃখ ভুলে গেছিলাম । মাঝে মাঝে বিরতিহীন দক্ষিনা হাওয়ার মত অজস্র ব্লগ আসে প্রথম পাতায় । কোনটা রেখে কোনটা পড়ব । তাই শুরু করি প্রথম পাতার একদম নিচের ব্লগটা থেকে ।

যাই হোক, আজকের আমার এই ব্লগটাও একটা টেস্ট ব্লগ । এর আগেরটার? মত ।
walk-in-rain.jpg
আকাশে প্রচুর মেঘ । বৃষ্টিও শুরু হয়ে গেছে । আজকেই বোধ হয় প্রথম ঝড়ো বাতাস ছাড়াই বৃষ্টি পড়ছে । পড়ুক । শহরটা ভিজে চুপচুপে হয়ে যাক । এর দরকার আছে । শুধু একটাই চাওয়া, পানি যেন জমে না থাকে Sad

আজকে আমার পিচ্চি চাচাতো ভাই তুষারের একটা বৃষ্টির ছড়া দিই । সে ছড়া লেখে । ছোট্ট মানুষ, যা লেখে তাই আমার কাছে সুন্দর লাগে ।
সে লিখেছে ______
বৃষ্টি এলো
শাহরিয়ার মাহমুদ

বৃষ্টি এলো, বৃষ্টি এলো
মুরগিগুলো ভিজে গেলো
দৌড়ে জেরী ছাতা দিল
মুরগিগুলো বেঁচে গেলো
হা হা করে হাসতে লাগল
মুরগিগুলো মুগ্ধ হল
বৃষ্টি এলো, বৃষ্টি এলো
Laughing out loud Laughing out loud Laughing out loud
মুরগিরাও মুগ্ধ হয়!!! এটা শুধু বাচ্চারাই বুঝতে পারে !!

(ছবি অবশ্যই ইন্টারনেট থেকে নেয়া Smile )

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


ছড়াটা পছন্দ হয়ছে।

লিজা's picture


তুষার জানলে খুব খুশী হবে Big smile

হাসান রায়হান's picture


লিনার পোস্টে কমেন্ট করেছিলাম:

লেখা পোস্ট করার আগে একটা কাজ আমি করি পোস্টেটা রক্ষা করার জন্য। তা হল, পোস্টের লেখাগুলি কন্ট্রোল + এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল + সি দিয়ে কপি করে রাখি। তারপর প্রকাশ বাটন প্রেস করি। এরপর পোস্ট প্রকাশ না হলেও আমার পরিশ্রমের লেখাটা কিন্তু হারিয়ে যাবেনা। নোটপ্যাডে বা পোস্ট লেখার জন্য আরেকটা উইন্ডো খুলে কন্ট্রোল + ভি দিলেই লেখাটা পাওয়া যাবে।

লিজা's picture


লেখা কপি করে দ্বিতীয়বার প্রকাশ করতে গেলেও যখন প্রকাশিত হয়না, তখন বিরক্ত লাগে । তবে এখন মনেহয় ঠিক হয়ে গেছে আমার সমস্যাটা ।

লীনা দিলরুবা's picture


শাহরিয়ার এর ছড়া লাইক করলাম Star
লিজার টেস্ট পোস্টও সমান লাইক পেলো Star

লিজা's picture


Big smile

টুটুল's picture


ছড়াটা সৌন্দর্য্য হইছে Smile

লিজা's picture


তুষার জানলে খুব খুশী হবে

জেবীন's picture


মুরগির মুগ্ধতায়... ছড়ার আবেশে আবেশিত হইলাম... ছড়া পছন্দ হইছে...  ছবিগুলা দারুন তো, শেষেরটা বেশি দারুন

১০

একজন মায়াবতী's picture


তুষারের ছড়া সুপার লাইক। Smile

১১

নাজ's picture


মাঝে মাঝে বিরতিহীন দক্ষিনা হাওয়ার মত অজস্র ব্লগ আসে প্রথম পাতায় । কোনটা রেখে কোনটা পড়ব ।

আসলেই। যেমন আজ এবি'র উপর দিয়ে সেই হাওয়াটা কিঞ্চিত বয়ে গেছে Big smile
আবার গতকাল এই হাওয়া একদম দপ করে থেমে গিয়েছিলো Stare

ছড়াটা পড়ে খুব মজা লাগলো Smile
আরো বেশি বেশি লেখা চাই!

১২

লিজা's picture


ওর সব ছড়াই মজার রে । তোদের ভালো লাগছে জানলে ও খুব খুশি হবে ।

১৩

আহমাদ মোস্তফা কামাল's picture


ছড়াকারের বয়স কতো? এত নির্ভুল ছন্দ সে শিখলো কোত্থেকে? এই ধরনের শিশুরা বাই বর্ন জিনিয়াস। ওর দিকে খেয়াল রাখবেন...

টেস্ট পোস্ট পছন্দ হইছে, এইবার আসল পোস্ট দেন।

১৪

লিজা's picture


ওর বয়স আট বছর Smile

১৫

নাজনীন খলিল's picture


তুষারের জন্য কোক Star Star Star Star Star

১৬

মেসবাহ য়াযাদ's picture


টেস্ট আর কত ? ওয়ানডে খেলেন...

১৭

লিজা's picture


টেস্টে ফ্লপ করছি মনে হয় Puzzled

১৮

মেসবাহ য়াযাদ's picture


টেস্টে সমস্যা ? নো প্রব !
ওয়ানডে...
তাও না ?
ওকে, টুয়েন্টি টুয়েন্টি হয়ে যাক Big smile

১৯

লিজা's picture


টুয়েন্টি টুয়েন্টি ভালো Big smile

২০

জ্যোতি's picture


পুচকু তো দারুণ ছড়া লিখে!
টেস্ট পোষ্টে লাইক। এবার আসল পোষ্ট দেন দেখি!

২১

মীর's picture


ইন্টারনেটে নিজের একটা ছবি দিসিলাম। সেইটা দেখি আপনে পোস্টে লাগায় দিসেন। ২ নাম্বার্টা Big smile
বাচ্চারা ছাড়া যে আর কেউ মুরগীর মুগ্ধতা টের পায় না- এই কথাটা বুঝতে পেরেছেন বলে ধইন্যা পাতা ধইন্যা পাতা
টেস্ট পোস্ট দিসেন অনেক। এইবার একটা কবিতা দেন। আপনে সেই শুরুর দিকে যে কবিতাগুলো লিখতেন সেগুলো জোস্ হইতো।

২২

লিজা's picture


আপ্নের আঁকা নাকি Raised Eyebrow ছবিটা মোটামুটি ভালোই Wink

২৩

তানবীরা's picture


বৃষ্টি এলো, বৃষ্টি এলো
মুরগিগুলো ভিজে গেলো
দৌড়ে জেরী ছাতা দিল
মুরগিগুলো বেঁচে গেলো

পুরা ইউনিক ছড়া হইছে। ছড়াকারের নাকে কামড়।

২৪

লিজা's picture


ওর নাকে কামড় দিবা আপু? ও কিন্তু আট বছরের বুড়া!! প্রেমে পড়ে যায় যখন তখন Laughing out loud Wink

২৫

তানবীরা's picture


প্রেমে পড়ে যায় যখন তখন

Shock Shock Shock

২৬

লিজা's picture


ভয়ের কিছু নাই । বাল্যপ্রেম Laughing out loud Laughing out loud

২৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেরাম হইসে তো! Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

লিজা's picture

নিজের সম্পর্কে

♥__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__♥