একটা পলাশ ফুলের মৃত্যু সংবাদ
একটি পলাশ ফুলের মৃত্যু ঘটেছে।
শত ক্রোশ দুর থেকে ফুলটি
এসেছিলো এই শহরের বুকে,
পাপড়ির শত-কোটি স্বপ্নেরা নিপাট ভাঁজে
জমা ছিলো বুক পকেটে।
এখন...
কিছুই আর অবশিষ্ট নেই।
বাসের চাকায় পিষে গেছে পীচ ঢালা রাজপথে।
কাল...
অথবা
পরশু...
কেউ খোঁজও করবেনা রাজপথে মিশে যাওয়া পলাশের লাল।
_________________________________________________
.
.
.
.
.
.
.
.
_________________________________________________
বাই দ্য ওয়ে :- গতরাতে রোড এ্যকসিডেন্টে মারা যাওয়া মামাতো ভাইটা যখন বেঁচে ছিলো, সবাই তাকে পলাশ নামেই চিনতো।
সরি
ডোন্ট বি।
মৃত্যুতো প্রাকৃতিক একটা ব্যাপার...
স্যাড ফেস কেনো?
আমার মতো নির্লিপ্ত হয়ে যান...
আপনার অন্য পোস্টে'র মন্তব্যে খবরটা পড়লাম
বরাবরই নির্লিপ্ত .......
.....................................................
আপনার মামাতো ভাইয়ের জন্য শোক প্রকাশ করছি।
আপনার জন্য সমবেদনা রইলো।
কিন্তু নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার বাধ্যবাধকতায় পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দিতে হচ্ছে
'গ' অনুচ্ছেদটি ভালো করে পড়ে দেখার অনুরোধ রইলো
প্রিয় মডারেটর,
এই পোস্টটি ধারা ভঙ্গ করেছে এই বিষয়ে আমি একমত, এবং দুঃখিত।
কিন্তু আমার প্রশ্ন অন্য খানে।
পোস্টটি দেবার প্রায় ৪০ ঘন্টা পরে কেনো ধারা বিষয়ক জটিলাতায় পড়লো?
আমি পোস্টখানা প্রকাশ করি
এপ্রিল ১৮, ২০১০ - ৯:৪৪ অপরাহ্ন তে
আপনার কমেন্ট এসেছে
এপ্রিল ২০, ২০১০ - ১২:৪৪ পূর্বাহ্ন তে। ধারণা করতে পারি যে এর কাছাকাছি সময়েই আপনি এ্যকশন নিয়েছেন।
কেন এই ৪০ঘন্টার তফাৎ? জানি এবং মানি আপনি অনিবার্য কারণে ইনস্ট্যান্টলি এ্যকশন নিতে পারেন নি। কিন্তু অন্ততঃ ১৮ ঘন্টার ভিতরে তো এ্যকশন নেওয়া যেতো? তাহলেও এই এ্যকশনের একটা মুল্য থাকতো।
এরকম ডিলেইড এ্যকশন নেবার থেকে না নেওয়াই কি ভাল না?
ধন্যবাদ এবং সরি ইফ আই অফেন্ডেনডেড ইউর ফিলিংস।
মন্তব্য করুন