টু হেপ্পি বাড্ডেস...
টু দিমু নাকি দিমুনা, ভাবতে ভাবতে মনে হইলো দিয়াই ফেলাই। তার আগে ছুট্টু
একটা ভাষণ নাকি অন্য কিছু দেই...
ওয়ান
বহুত বহুত কাল আগের কথা। টিকাটুলির মোড়ের সিনামা হলটায় তখন পর্যন্ত কোনো এয়ার কন্ডিশন লাগেনাই, ঢাকার টাউন তখনো ইস্মাট হইয়া পারেনাই। সেই প্রাচীন যুগে আমাদের এক বড়ভাই জন্ম নিলেন। তো বড়ভাইরে এখন রিস্কাওলারাও আংকেল বলে। উনার হাতের ল্যান্ডস্কেপ ছবি বড়ই উপাদেয়। ইদানীং উনি ডকুমেন্টারী ছবি তুলার দিকে ঝুঁকেছেন। আমাদের মাশাল্লা যেটুকু ভাত ভুত হবার সম্ভাবিলিটি আছিলো সেগুলো মাইরা দেবার তালে উনি আছেন। যাই হউক... লোকটারে আমার হুদাকামেই বহুত পছন্দ। সেই বড়ভাই, অধুনা আংকেলেরে বিশাল একটা হেপ্পি বাড্ডে জানাই গেলাম এই পোস্টের মাধ্যমে।
হেপ্পি বাড্ডে রায়হান ভাই...
টু
আমাদের এইখেনে এক মামুর বুঠা রইয়াছে। যার চোখ মুখ মন এখন মিস্টিময়। যদিও বেচারারে এখন কোরিয়ায় বইসা মিস্টি বিরহের প্রহর কাটাইতে হইতেছে। আর এই ব্লগে আসার ফ্রিকোয়েন্সিও কইমা গেছে তাঁর মিস্টি বিষয়ক সময় সংকুলানের অভাবের কারনেই মেইবি কিন্তু এই ব্লগের প্রতি একটা ভালোবাসা তাঁর কাজ করে সবসময়েই এইটা নিশ্চিত জানি এবং মানি। তো সেই মামুর বুঠারেও এই অধমের পক্ষ থিকা বড় কইরা (মিস্টি হীন) হেপ্পি বাড্ডে জানাইলাম। জানিনা এই বাড্ডে উইশ তার কাছে মিস্টি লাগবো কি না। তবুও...
হেপ্পি বাড্ডে রাসেল আশরাফ...
শুভেচ্ছা দুই মহিরুহকে!
প্রিয় রায়হান ভাই ও রাসেল ভাইকে শুভ জন্মদিন!
শুভ জন্মদিন, রায়হান ভাই।
শুভ জন্মদিন, রাসেল ভাই।
শুভ জন্মদিন রায়হান ভাই।
শুভ জন্মদিন রাসেল ভাই।
ধন্যবাদ শুভ। রায়হান ভাইকে আংকেল বলার কারনে তুমি কাল্কে পিঠে কুলা বেধে বেড় হইয়ো।
থ্যাঙ্কু শুভ ভাই।
কাল থেকে বিরাট দৌড়ের উপর আছি। আজকেও থাকা লাগবে।
শুভ জন্মদিন রায়হান ভাই।
শুভ জন্মদিন দু'জনকেই
শুভ জন্মদিন বস
শুভ জন্মদিন মডুর এসিস্টেন্ট
কেক্কুক কাটার বয়স নাই
তাও কেক্কুক চাই
কেক্কুক চাই...
শুভ জন্মদিন রায়হান ভাই
শুভ জন্মদিন রাসেল ভাই।
দুইজনকেই পয়দা দিবসের শুভেচ্ছা।
এই নেন কেক-

শুভ জন্মদিন রায়হান ভাই
শুভ জন্মদিন রাসেল ভাই।
হ্যাপি বাড্ডে

হ্যাপি বাড্ডে
হ্যাপি বাড্ডে two ইউ
~
হ্যাপি বাড্ডে মেজর
হ্যাপি বাড্ডে রাসেল
শুভ জন্মদিন, রায়হান ভাই

শুভ জন্মদিন, রাসেল ভাই
মন্তব্য করুন