আত্মমগ্ন কথামালা (অসতর্ক রক্তবীজ)
।
রৌদ্রের গান শুনে ঘুমিয়ে পড়ে বাসন্তী ফুলের সুঘ্রাণ..
ভেজা দুপুরের স্বপ্ন, ছায়াচিত্র আঁকে এলোমেলো সাপের কক্ষপথে...
গোপন জিহ্বার ঘাসদল, চেটে নেয় অসমকামী পশুদের নগ্ন বাহুমূল...
আর বিবর্ধিত জোছনারা জমা হতে থাকে ক্যামেরার শীতল ডিসপ্লে জুড়ে
ওদিকে
পদাতিক মেঘেদের মহড়ায় ঘরময় উড়তে থাকে মনখারাপের ছেঁড়া পাতা
এবং অসতর্ক সময়ের রক্তবীজ...
।
।
।
।
____________________________
মূল প্রব হৈলো আমি পাসওয়ার্ড ভুইলা গেসলাম
আর বিবধ পেজগিতে আইটকা গেসলাম
অফটপিক: কথামালা ভালো হইছে;
অনটপিক: হাজারটা আইডি হাজারটা পাসওয়ার্ড মনে রাখা টাফ বটে; সবাইতো আর লোকালটক না
আমার আইডি পাসোয়াড সব ওয়ার্ড ফাইলে সেভ করা। সেই ওয়ার্ড ফাইল আবার এক মেইল আইডিতে আপ করা। সেই মেইল আইডির পাসোয়ার্ড ভুইলা গেসি বৈলা এরাম খোঁটা??? এ যেবোনার্রাকপো না
যেবোন না রাখার সিদ্ধান্ত টা ভালৈছে;
টাইমের অভাপে এই সিদ্ধান্তডি কার্যকর কর্তারুম কিনা সন্দো আছে
টাইম == সাহস
এভেবে বলেনারে বুকা, এভেবে বলতি হয় না
কঁাকন্দির লগে সহমতের উপ্রে একমত
আপ্নেরে বুইড়া কওনে ভাবিরে দিক্কার জানাইলাম তার বিনিময়ে এই পেলুম???
(
ঠিকাছে... চিপায় আইসো
ইয়ে মানে চিপায় কেন
কবিতার শেষের দুই লাইন খালি বুঝছি।
শ্যাষ দুই লাইনের লগে এইবার আগের লাইন গুলার মিল খুঁজেন আপনারে দিয়া হবে...
গল্পটা ভালো লাগছে।
এমন যুগান্তকারী কমেন্ট পেয়ে আমি অইত্যাধিক কহুশি হৈছি
পাসওয়ার্ড মুখস্ত না রাইখা কিংবা এরাম ঝামেলা না কইরা ফরম্যাট অনুযায়ী দিলে একই সাথে শক্তিশালী আর নিরাপদ পাসওয়ার্ড মনে রাখা সম্ভব
ফরম্যাট অনুযায়ী মানে? একটু বুঝায়া কন... আমরা তো বুঝি কম
নজ্রুল ভাইয়ের লগে ঐক্যমত পেশ কর্লাম...
কঠিন কইরা না লিখলে অয়না???????
পাসওয়ার্ড খুঁইজ্যা পেয়ে আরো এট্টু সহজ কইর্যা আম্রার জন্য কবিতা লেখেনদি
::-S::worried:
সহজ কর্লেও কেউ বুঝেনা
পাসওয়ার্ড খুঁইজ্যা পেয়ে আরো এট্টু সহজ কইর্যা আম্রার জন্য কবিতা লেখেন
সহজ কথা যায় না বলা সহজে...
পাসওয়ার্ড ভুললে কি এইসব কঠিন কথা লিকতে হয় ?
রাগের চোটে লেখছে। বুঝছেন?
আমার যদি এইরাম রাগ উঠতো !!!
রৌদ্রের গানের পরে ভেজা দুপুর, দুইটা আলাদা দিন মনে হয়, যদিনা ভেজা টা রৌষ্র চিটচটে হয়।
সাপ, সাপের কক্ষপথ, গোপন কক্ষপথ----একটা অবদনিত হিংসা/শক্তি----যেনো চাইলেই নি:শব্দে লন্ড করা যায়, কিন্তু তার ঋনাত্মক প্রভাবটাই বেশি-----
--- যেনো রাত বাড়তে থাকে, বাড়তে থাকে জোছনার আলোর প্রভাব, শব্দাছাড়া সময়ের শব্দের খেলা মনে হয়----চরম
--------এই লাইনটা একদম, ফাটাফাটি---ড্যাম গুড।
তোমার কমেন্ট খান আগে দরকার আছিলো
মাথার ওপর দিয়া গেলো
আগস্ট মাস প্রায় আগৈয়া আইছে
পাসোয়ার্ডগুলান পার্মু-কম্বু কৈরা একখান কোবতে লেখেন গোল্লাঙ্কেল
শশমা কি তুমি নিছো? না সাবেরা দিছে
লাইক দিলাম
এতগুলান দাঁড়ি ক্যান??

মন্তব্য করুন