আত্মমগ্ন কথামালা (কিছু দ্বিধান্বিত পংক্তি)
*
পরিযায়ী পাখার বিস্তারে জমাট অসুখের বিকি-কিনি
কসমোপলিটন পতঙ্গের সুপার-শপের কাউন্টারে
**
ক্লান্তির ট্যালকম পাউডারের অবাধ ব্যবহার
শৈল্পিক রাত এঁকে দেয় অধরা মৌমাছির প্রতিটি চোখের নিচে
***
বিয়ার কিংবা কফি ফ্রথে একটু আধটু হিসেবী চুমুকে
নির্ণয় হয় আপেক্ষিক মূল্য পার্থক্য
****
স্ট্রাকচারাল গাইড লাইন ব্যতিরেকে গড়ে ওঠা সম্পর্ক
মুহুর্তেই ধুলিসাত হয় শেয়ার সূচকের দর পতনের শব্দে
*****
কালো গাইয়ের দুধ দিয়ে চাঁদ মামাকে ভুলানো হয়ে ওঠে না
এখানে এখন এক পেগ শ্যাম্পেন অনেক বেশি কার্যকর ভুমিকা পালন করে
******
আলোকবিন্দু খুঁজে ফেরা জোনাকিরা ঘরে ফেরে
অনিচ্ছুক অন্ধকারের সওদা নিয়ে
*******
সন্দেহের আলো বিশ্বাসের অন্ধকার চিড়ে চিড়ে যায়
আর ঢালু পথ বেয়ে উঠে আসে সম্পর্কের অনাস্থা
********
লাশপথে মিছিল করে আসে জীবনের সৈনিকেরা
এদিকে কম্পোস্ট সারে উর্বরা হয়ে ওঠে সবুজ পতাকার বুক
*********
ঘাসের উপর শিশির জমে থাকা না থাকে কিছু এসে যায় না অনেকেরই
শুধু চোখের কোণে জমলেই মাথা তুলে দাঁড়ায় আমার যত পাপ
**********
বিশ্যল্যকরণী বৃক্ষের শেকড় খেয়ে গেছে কর্পোরেট ইঁদুর
এবার দুনিয়া কাঁপানো কয়েক মিনিট অভিনয়ের পালা
ই-বুকের লেখা কৈ?
৪, ৬, ৮, ১০
আর এই
সব বুঝছি বলা যাবে না। যতটুকু বুজছি তাতে মুগ্ধ হওয়া উচিৎ বইলা মনে হইতাছে।
ধৈন্যা ধৈন্যা মাসুম্ভাই
মাথার উপর দিয়া গেল
এন্টেনা দিয়াও ধরতে পার্লাম্না।
এইয়া পুরোপুরি আত্ম মগ্ন হৈছে, ঠিক...
কফি ফ্রথ জিনিষ টা কি?
ঐযে তোম্গো ক্যাপাচিনো না ফ্যাপাচিনোর উপ্রে কেম্মে জানি ফেনা করে, ঐডিরে আমি আদর্কৈরা কফি ফ্রথ ডাকি
একজন অর্থনীতি বিশ্লেষক হিসাবে মাসুম ভাইয়ের কাছে এই অনুভূতিমালার অর্থনৈতিক ব্যখ্যা চাই...
মাসুম্ভাই কি দিবে সেই অনুভুতিমালার অর্থনৈতিক ব্যখ্যা???
আম্রা বন্ধু জাতি আজ উদাস নয়নে তাকায় আছে মাসুম্ভাইয়ের দিকে
সন্দেহের আলো বিশ্বাসের অন্ধকার চিড়ে চিড়ে যায়
আর ঢালু পথ বেয়ে উঠে আসে সম্পর্কের অনাস্থা
ধন্যবাদ...
ভালো থাকবেন...
(ফর্মাল কমেন্টের ফর্মাল উত্তর)
ভালো লাগে নি, কারণ অধিকাংশই মাথার উপরে দিয়ে গেছে। এছাড়া অনেক ক্ষেত্রে শব্দপ্রধান মনে হলো।
এটা ঠিক যে কয়েকটা মুলত শব্দ নির্ভর। শব্দ গুলো বেশ কিছুদইন ধরে জালাচ্ছিলো।
ন'কবির জন্য অগম্য কবিতা!
অন্তত শেষটা তো না বুঝার কিছুই নাই
একটু কঠিন হইছে আজকের গুলা। তবে আত্নমগ্ন কথামালা সবসময়ই ভালো লাগে।
বিরিত্তবন্দী জানি কিমুন কিমুন লেহা দেয় ...
আমার্নিক কিতা কয় এডি???
ভালো লাগলো । ঊপমা মাঝে মাঝে অস্পষ্ট লাগছে একটু
এপু, অভি যেমন বললো; এই পংক্তিগুলো আসলে শব্দ নির্ভর হ'য়ে গেছে বেশি...
ইউ আর ওয়েলকাম...
মন্তব্য করুন