আত্মমগ্ন কথামালা (পাখিসূত্র)
.
.
একঝাঁক পাখি উড়ে যাবে জমাট বরফের ভিতর দিয়ে
ছন্দহীন ডানায় বয়ে নেবে সুখ ও দুঃখের সকল বিশ্লেষণ
পায়ের নখে ছিঁড়ে দেবে ফুলেদের রঙিন সঙ্গম
সূর্যদেবতার পাপ ছড়িয়ে দেবে মঠের দেয়ালে জানালায়
গৃহত্যাগী সন্যাসীরা কোষ মুক্ত তরবারি হাতে হত্যায় নিবিষ্ট হবে
সদ্যজাত শিশুদের রক্ত পানের উত্সব শেষে ঘরে ফিরবে কিষাণীর এলোমেলো পা
পাখিসুত্র লেখা হবে স্বর্ণকারের কষ্টি পাথরে|
হুমম ......
কিমম...
কঠিন ভাব। মাথার উপ্রে দিয়া গেছে অনেক কিছু।
যাউক। সব তো আর যায় নাই

গিরামিনের এন্টেনা কাম করে না
হঃ গেরামের ফুন বড়ৈ খ্রাপ
সদ্যজাত শিশুদের রক্ত পানের উত্সব শেষে ঘরে ফিরবে কিষাণীর এলোমেলো পা
চমকায়া উঠলাম এই লাইনটা পড়ে!
কৈ থাকো এদানিং???
ভালো
থ্যাংক্স
হুমম.......
কিমম...
প্যাকেজ প্রোগ্রাম হৈছে...
শেষ লাইনটাতেই কথামালা শেষ হৈছে...এইরকম পরিমিতি লেখার কবি বেশি নাই হে...ভালো লাগে..পৈড়া নিয়া চাবানো যায়..
চাবাউ চাবাউ ভালো কৈরা চাবাউ
বুঝলাম কিনা সেটাওতো বুঝলাম না
মন্তব্য করুন