আত্মমগ্ন কথামালা- (একটা মিছিলের স্টিল ফটোগ্রাফ)
একটা ছবি তুললাম|
মিছিলের ছবি|
বরাবরের মতই,
এই ছবিতেও আমি মিছিলের অদৃশ্য আগুনটাকেই ধরতে চেয়েছিলাম|
তন্নতন্ন করে খুঁজেও, কোথাও আগুন পেলাম না|
ফোকাসে যাদের দেখা যাচ্ছে,
তাদের মুঠি বাঁধা হাতের কোথাও আগুন নেই|
কারো আঙ্গুলের ফাঁকে বাজারের ব্যাগের ক্লান্তি,
কারো হাত বেয়ে ঘামের সাথে নামছে নির্জীবতা,
কারো হাতে জমে আছে পাশবিকতা|
ছবির চোখগুলোর দিকে তাকাই|
কারো চোখের কোণে জমা বিষন্নতা,
কারো চোখের মনিতে মসৃন অস্বাভাবিকতা,
কেউ চোখের জিভে চেটে নিচ্ছে
পার্শ্ববর্তিনির আপাত দৃশ্যমান কামিজ ছোঁয়া বুকের বাঁক|
শ্লোগান আঁকা মুখগুলোর দিকে তাকাই|
কারো মুখ থেকে ভেসে আসছে খালি পেটের গন্ধ,
কারো মুখের ইজেলে লালসার রঙ,
কারো মুখের ভেতর জড়াজড়ি করছে অপ্রাপ্তির লালা|
আমি সেদিন একটা ছবি তুললাম|
আগুন বিহীন একটা মিছিলের ছবি|
আগুন বিহীন একটা মিছিলের ছবি|
আগুন এর কত্ত অভাব!!!
বুইড়া আঙ্গুল
ঠেংকু ঠেংকু...
সুন্দর
ধন্যবাদ...
একটা গল্প পড়ছিলাম অনেক আগে(কলকাতার), সেই গল্পের এক চিত্রশিল্পী(তার নিজের ধারনে অভিশপ্ত সে নিজে), সে কারো পোট্রেইট আঁকতে গেলেই, ইন্টারনাল ক্যারেক্টার আঁইকা ফালায়...
এক ব্যাবসায়ীরে আঁকে ব্যাঙ, এক চাকরীদাতারে চিকন সাপ...এই টাইপ...
অন্তরচক্ষদুর উপমাটা অপটিকাল কিছু দিয়াই যে দিছো...এইটাই হৈলো কাব্য মেধা...লাভিনিট...
ওরে খাইছেরে...
অফঃ- টুমার বৈটা কি লৈবা না?
দারুন লাগলো বৃত্ত
থেংকু থেংকু...
http://www.amrabondhu.com/sites/all/libraries/tinymce/jscripts/tiny_mce/plugins/emotions/images/207.gif
লিংকের মজেজা কি?
ভালো লাগলো...
থ্যাংক্স ভাস্কর দা...
আংকেল অনেকদিন ফটুক দেন্না
(মানে হইলো কবিতা বুঝিটুঝি না, গদ্যও কিছু দিয়েন)
আন্টি এত্ত সহজ কবিতাও যুদি না বুঝেন [কপাল থাব্রানির ইমো হৈবেক]
ফটুক তুলা হৈতেছে না। গদ্যও লেখা হৈতেছে না
জট্টিল , ভাই।
থ্যাংক্স...
পিলাস, কোবতে আমি বুঝিনা। কোবতের পোস্টে গিয়ে দেখি আগের কমেন্টকারীরা কি বলেছে, সে অনুসারে আমিও ভাল/খারাপ বলে আসি।
এটাতো তেমন কঠিন কোনো কবিতা না
আমি সেদিন একটা ছবি তুললাম|
আগুন বিহীন একটা মিছিলের ছবি|
কেমন আছেন?
মন্তব্য করুন