ইউজার লগইন
কি আছে দুনিয়ায়, কি যন্ত্রনা, আরে ধুরু
লিখেছেন: রায়েহাত শুভ | ডিসেম্বর ১৫, ২০০৯ - ১২:২৬ অপরাহ্ন
কি আছে দুনিয়ায়...
ধুরু জ্বালা!!!
ভাবলাম পিচকি একটা পোস্ট মারমু , কি কি আমার পুস্টের শৈল নাকি ছুটু :( কি আর করা :|
পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন
রায়েহাত শুভ এর ব্লগ | ১২ টি মন্তব্য |  ৫৪৬০ বার পঠিত
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- স্ক্রিবলস... - প্রিয়
- ডুবে যেতে থাকা স্বপ্নেরা - বিষণ্ণ বাউন্ডুলে
- ঘোর - ইতর কবি
- টু হেপ্পি বাড্ডেস... - কামরুল হাসান রাজন
- পলেস্তারায় জমে থাকা নাকফুলের শোকগাথা... - তানবীরা
- ন'টা সতেরোর বাসে - নিভৃত স্বপ্নচারী
- সময় ও অস্থিরতার শব্দ - জ্যোতি
- শিরোনামহীন... - রায়েহাত শুভ
- ২৮শে ফেব্রুয়ারী ২০১৩ - লীনা দিলরুবা
- থাবা বাবা - বিষণ্ণ বাউন্ডুলে
ইমো আসে না?!
এইযে আসছে
! @ নুশেরা
আমি চেষ্টা করছিলাম, আসেনাই। বৃত্তবন্দীও মনে হয় পারে নাই :(
কমেন্ট পাবলিশ করতেও সমস্যা হয়। পাবলিশ বাটন দেখায় না।
আরে নুশেরানটি যে ???
ইমো দিতৈলে এনাবেল রিচ টেক্সট কইরা লইতে হৈপে |
আমি তো লিক্তেসী গুগুলান্গ্কেলের তেনাস্লিতার দিয়া
রায়হান ভাই ভালাছেন্ত?
এরাম টাইমে কৈলেন
বাসার কিছু কাজ লৈয়া ফালাইছি ঘন্টা খানেক আগৈ
আইজকাই কর্তে হৈবো। আম্মু এক্টু ঢাকার বাইরে যাইবো সেল্লিগা।
ভাবছিলাম দুইজনে মিলা ছবি তুলুম। সাতটায় ফানুস উড়ানো ১০ টায় আতশবাজি। যাক নিয়া ফেলছেন যখন কিআর করা।
১৬ তারিখ কি কোনো প্রোগরাম আছে আপনার? আমি সরাদিন ছবি তোলার প্ল্যান করছি। ফেইসবুকের একটা পৈতাল গ্রুপ আছে ছবি তোলার, ওদের সাথে।
এখনো ঠিক নাই | আপনেরে ফুন্দিমুনে | # তো আগেরটাই আসে?
হ্যা
ভাবলাম পিচকি একটা পোস্ট মারমু
এইখানে একলাইনের পুস্ট দেওন যায় না
মন্তব্য করুন