এখনো আলোর অপেক্ষায়....
আত্মাটা ভেবে ভেবে ক্ষত-বিক্ষত......
কেন এত রক্তক্ষয়,অনিয়ম আর ধ্বংসযজ্ঞ !!
লক্ষ্যটা হলো কতটুকু অর্জিত??
'অর্জন"----কথাটি যাবে কি রয়ে ;
কেবলই একটি শব্দ হয়ে..!
তাকিয়ে দেখি....
উড়ন্ত ক্রমশ বিবর্ণ পতাকাখানি
বাড়ন্ত এক ক্ষত হয় দৃষ্টিগোচর...
এ যেন হৃদয়ে ক্ষরণ রক্তের...
আর সবুজের গায়ে হলুদ ব্যাধি...।
একি তবে প্রতিবাদের নতুন এক হাতছানি !!
দৃষ্টি সমূখে অদ্ভুত আঁধার এক ;
আসছে কেবলই ধেয়ে....
কালো ধূসর মেঘ ।।
অপেক্ষায় থাকি,কবে দেবে দেখা...
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
রূপোলী সেই রেখা ।
মনে মনে শুধু জানি
হতে থাকে যার প্রতিধ্বনি......
----------------------
আঁধারেই আলোর কোলাহল ;
অন্ধকারই আলোর কারণ
নিকষ আঁধার চিরেই হবে আলোর বিস্ফোরণ।।
দারুণ!
কবিতার জোশ ধাক্কা মারতেসে।
অনেক ধন্যবাদ মীর।ধাক্কা মারতেসে জাইনা আমিও ধাক্কা খাইলাম
"আঁধারেই আলোর কোলাহল ;
অন্ধকারই আলোর কারণ
নিকষ আঁধার থেকেই হবে আলোর বিস্ফোরণ।।..."
কবিতা ভালো লাগছে...
( কানে কানে বলি ব্যাধি হইবো)
ভালো লাগছে জেনে আমারো অনেক ভালো লাগছে ।ধইন্না জেবীন।বানান ঠিক করে দেয়ার জন্য আরেকটা ধইন্না
আশা আছে, ভালবাসা আছে, আছে হৃদয়ের উত্তাপ । তাইতো বেঁচে থাকা । ভাল লাগলো কবিতা ।
[ আমিও চুপিচুপি বলিঃ ক্ষরন হবে ক্ষরণ, আর অদ্ভূত হবে অদ্ভুত ।]
আপনার ভাল লাগলো জেনে আমরো ভালো লাগলো।ধন্যবাদ চাচা।বানান ঠিক করে দেয়ার জন্যে আবারো ধন্যবাদ
আমাদের নিজেদের মধ্যে বানান ঠিক করার এই রীতিটাকে আমি খুবই সম্মান করছি। সবাই সবার ভুলটা ধরতে সাহায্য করবেন, প্লীজ।
কবিতা সুন্দর হয়েছে। যদিও বাস্তবে কালো থেকে আরো কালো বেরোচ্ছে তবুও আশায় আশায় এই আমি থাকি যদি আসে কোনদিন .........
বানান ঠিক করে দেয়াটা আমারো ভাল্লাগে তানবীরা আপু।কালো বেরোচ্ছে তবুও আশায় আশায় আমরা।ধন্যবাদ আপু
আরে মেয়ে, বানান তো আরো ঠিক করা দরকার । আমি আর কত ঠিক করে দেব । টাইপ করবার সময় একটু মনোযোগী হতে হবে । কেন যেন বাংলা ভাষাটা আমার বড্ড প্রিয় । আর তাই তার মালিন্য আমাকে কষ্ট দেয় ।
মগজে ঘুরছে কয়েকটা পোস্টের আইডিয়া । বানান দেখতে যেয়ে সেগুলোকে আলোয় আনতে পারছি না ।
কবিতা বুঝিনা তবে আপনি লিখেছেন, অবশ্যই ভালো হবে ।
হা হা হা.....না হাইসা পারলাম না আপনার মন্তব্য পইড়া।সহজ একটা কবিতা সাঈদ ভাই ।পড়ার জন্য ধইন্না
সহজ কবিতাই জটিল রুপে ধরা দিয়েছে আপনার স্পর্শে
ইয়ে রুমিয়াকে চটপটি খাওয়ানোর অফার এখনো দেন নাই ?
সাঈদ ভাই সবাইকে চটপটি খাওয়ানোর অফার দেয় নাকি?
দারুন ....
আরো চাই
অনেক ধন্যবাদ ।চেষ্টা করবো লিখতে
বাহ!
ধন্যবাদ লীনা'পু
সুন্দর লেগেছে কবিতাটি!
অনেক ধন্যবাদ আপনাকে
কবিপা, কবিতা ভালু হইছে। ধইন্যা।
কবিতাও ধন্য হইছে জানি। আর কিছু কইলাম না।
তোমারেও ধইন্না বেলীপা
ঠিকাছে বৌমা
শ্বশুড় আব্বা সব আপনের দোয়া
আঁধারেই আলোর কোলাহল ;
অন্ধকারই আলোর কারণ
নিকষ আঁধার চিরেই হবে আলোর বিস্ফোরণ।।
ভাল লাগল.......।
আমারো
নিকষ আঁধার চিরেই হবে আলোর বিস্ফোরণ।।-আফামনি কি হকিন্স দাদুর বিগ ব্যাং এর কথা কইতাসেন? ব্যাফুক বৈজ্ঞানিক কবিতা
জোক্করতাসি,মইন্ড লইয়েন না,
কবিতাটা ভাল পাইলাম, আরো আশা করছি
আসলেইতো ব্যাফুক বৈজ্ঞানিক কবিতা হইছে খেয়াল করি নাই আগে না দাদা মাইন্ড লই নাই।অনেক ধইন্না আপনেরে
রুমিয়া আপনে কই? দীর্ঘ দীর্ঘ দিন দেখি না আপনাকে।
শেষ টা অসাধারণ!
মন্তব্য করুন