কি বলব জানি না
কি লিখব, কিভাবে লিখব, কিছুই বুঝতে পারছি না। বাংলায় অনুবাদ করা কথাগুলোর চেয়ে জাপানী ভাষা বোধহয় ভাল। টেনশনে হাত কাঁপছে রীতিমত। ব্লগের জগতে প্রথম। এটাই প্রথম লেখা। ঠিক জায়গায় লিখতে পারছি কি না তাও জানি না। কিভাবে পোস্ট করব তাও জানি না এখনও। কেউ পড়বে তো? ট্রেণে বসে লিখছি। মেইল ১৩ তারিখে পাঠানো হলেও, আজ পেয়েছি। লগ ইন করেই লিখছি। কি লিখতে চাচ্ছি আর কি লিখছি কিছুই বুঝতে পারছি না।
লিখতে শুরু করুন নিজের ভাষা গুলো প্রকাশ করুন....স্বাগতম
সু....গো........ই.......। আমরা বন্ধু ব্লগ এ ইয়োওকোসো। টেনশনের কিছু নাই। যা মন চায় তাই লিখেন । নিজের ভাষায় লিখতে পারার মজাই আলাদা। আপনি কি জাপান থাকেন?
লেখা চালিয়ে যাও দেখবে ভবিষতে খুব ভাল করতে পারবে। আর হ্যা বন্ধু তুমি সার্থক।
আমি গত মাসের ২৮শে আগস্ট রেজিস্ট্রেশন করে আজ পর্যন্ত আপরুবাল পেলামনা ।
জানিনা কেনা এমন হচ্ছে?
মন্তব্য করুন