আগামীকাইল কিন্তু পিকনিকের চাঁদা দেবার শেষ দিন
আপনেরা সবতে জানেন, এবির সাথে সংশ্লিষ্টরা মিলে আগামী ৫ ফেব্রুয়ারি ২০১০, শুক্কুরবার সকালবেলায় অজানার পথে পাড়ি জমাইবার খায়েস করিয়াছি। আমরা একখান বাস লৈয়া সকালবেলায় চিল্লা-ফাল্লা করিতে করিতে যাত্রা শুরু করবো। সকালে নাস্তা , দুপুরে ভাত/পোলাউ, আবার বিকালে নাস্তা খাইবার ইচ্ছা রাখি। এইছাড়া সারাদিন গান-বাজনা-ক্যাটায়াক-আড্ডা-ঘুম-বাথরুম এইসবতো আছেই...। তা এইসব করিবার জন্য আমাদের যা যা লাগিবে :
১. কতজন যাইবো, তা নিশ্চিত হয়া
২. সবার টেকা পয়সা এক জায়গায় জড়ো করা
এই কামটা হাজার হাজার মাইনষের বিশেষ অনুরোধে করতে রাজী হইছি। অতএব সবাইরে অনুরোধ করতেছি, কাইলকের মইধ্যে সবাই নিজ নিজ টেকাগুলি আমার বা টুটুলের কাছে দিয়া দিলে আমাদের বাকী কাজগুলান করতে বিশেষ সুবিধা হৈবে। আমার ফোন নং : ০১৭১৩০৯১৯৭১. আগামী কাইল বিকালবেলায় সবকিছু ফাইনাল করনের লাইগা আমরা ধানমিন্ড ৫ নম্বরের বিখ্যাত ফুচকার দোকানে বসতে চাইছি। যারা যারা আসতে চান, নিজের ফুচকা/চটপটি খায়নের মত টেকা সাথে লৈয়া আসনের জন্য অনুরোধ জানাইলাম...
মেসবাহ ভাইকে ভালো বলেই জানতাম।কিন্তু উনি কেন বলছে নিজে টকা দিয়ে ফুচকা খেতে?এইটা কেমন যেফত?
কাউরে যেফত খাইতে কৈ নাই, মিটিং করতে অাইতে কৈছি... লগে চাঁন্দার টেকা
কাল সন্ধ্যায় মেসবাহ ভাইয়ের অফিসে চৈলা আসেন সব্বাই
সংশোধনী : আমার অফিসে না, ধানমন্ডি ৫ নম্বরের ফুচকার দোকানের সামনে
সম্ভাব্য অংশগ্রহণকারীবৃন্দ:
১. মেসবাহ য়াযাদ = ২ জন
২. শওকত মাসুম = ২ জন
৩. হাসান রায়হান = ৩ জন
৪. পথিক = ১ জন
৫. সাঈদ = ১ জন
৬. নাহীদ = ১ জন
৭. নজরুল = ২ + ২/১ জন
৮. জয়ীতা = ১ জন
৯. বৃত্তবন্দী (শুভ) = ১ জন
১০. জেবীন = ২ জন
১১. বিষাক্ত মানুষ (মুরাদ) = ১ জন
১২. শাহাদাৎ উদরারজি = ৩ জন
১৩. মাথু = ২ জন
১৪. রনি = ৩ জন
১৫. মাসরুর = ১ জন
১৬. মুকুল = ১ জন
১৭. টুটুল = ২ জন
=================
সর্বমোট = ২৮ জন
তারমানে দাঁড়ালো ২৯ জনে। একটা ছোটো বাসে ৩০/৩২ জন যেতে পারবে। কাল বাকী কথা বলা যাবে।
আফসুস !!
সাধ আছে মাগার সাধ্য নাই।
কই থাকো ভ্রাত , দেখা সাক্ষাত নাই !!!
তুমরা (তুমি , কাজী) আইলে আরেকটা পার্টি হইবে , ইনশাল্লাহ।
আফসুস !! সাধ আছে মাগার সাধ্য নাই।

ওকে চটপটি খাইতে আইতাছি।
ওকে চটপটি খাইতে আসতেছি।
এই মুহুর্তে আমার চান্দা দেওনের ক্ষমতা নাই। কেউ দিয়া দিলে আপনেগো সঙ্গী হইতে পারি...
আমার পিকনিকের চান্দা দিয়া দিলাম, লাস্ট ডেটে।
আবার চাইয়েন না।
একজন ৫০০ টাকার একটা চকচকে নোট দিয়া গেলো এইমাত্র...
আমার চাঁদাটা কে দিবেন হাত তুলেন
মন্তব্য করুন