ইউজার লগইন

আগামীকাইল কিন্তু পিকনিকের চাঁদা দেবার শেষ দিন

আপনেরা সবতে জানেন, এবির সাথে সংশ্লিষ্টরা মিলে আগামী ৫ ফেব্রুয়ারি ২০১০, শুক্কুরবার সকালবেলায় অজানার পথে পাড়ি জমাইবার খায়েস করিয়াছি। আমরা একখান বাস লৈয়া সকালবেলায় চিল্লা-ফাল্লা করিতে করিতে যাত্রা শুরু করবো। সকালে নাস্তা , দুপুরে ভাত/পোলাউ, আবার বিকালে নাস্তা খাইবার ইচ্ছা রাখি। এইছাড়া সারাদিন গান-বাজনা-ক্যাটায়াক-আড্ডা-ঘুম-বাথরুম এইসবতো আছেই...। তা এইসব করিবার জন্য আমাদের যা যা লাগিবে :

১. কতজন যাইবো, তা নিশ্চিত হয়া

২. সবার টেকা পয়সা এক জায়গায় জড়ো করা

এই  কামটা হাজার হাজার মাইনষের বিশেষ অনুরোধে করতে রাজী হইছি। অতএব সবাইরে অনুরোধ করতেছি, কাইলকের মইধ্যে সবাই নিজ নিজ টেকাগুলি আমার বা টুটুলের কাছে দিয়া দিলে আমাদের বাকী কাজগুলান করতে বিশেষ সুবিধা হৈবে। আমার ফোন নং : ০১৭১৩০৯১৯৭১. আগামী কাইল বিকালবেলায় সবকিছু ফাইনাল করনের লাইগা আমরা ধানমিন্ড ৫ নম্বরের বিখ্যাত ফুচকার দোকানে বসতে চাইছি। যারা যারা  আসতে চান, নিজের ফুচকা/চটপটি খায়নের মত টেকা সাথে লৈয়া আসনের জন্য অনুরোধ জানাইলাম...

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


মেসবাহ ভাইকে ভালো বলেই জানতাম।কিন্তু উনি কেন বলছে নিজে টকা দিয়ে ফুচকা খেতে?এইটা কেমন যেফত?

মেসবাহ য়াযাদ's picture


কাউরে যেফত খাইতে কৈ নাই, মিটিং করতে অাইতে কৈছি... লগে চাঁন্দার টেকা

টুটুল's picture


কাল সন্ধ্যায় মেসবাহ ভাইয়ের অফিসে চৈলা আসেন সব্বাই

মেসবাহ য়াযাদ's picture


সংশোধনী : আমার অফিসে না, ধানমন্ডি ৫ নম্বরের ফুচকার দোকানের সামনে

টুটুল's picture


সম্ভাব্য অংশগ্রহণকারীবৃন্দ:
১. মেসবাহ য়াযাদ = ২ জন
২. শওকত মাসুম = ২ জন
৩. হাসান রায়হান = ৩ জন
৪. পথিক = ১ জন
৫. সাঈদ = ১ জন
৬. নাহীদ = ১ জন
৭. নজরুল = ২ + ২/১ জন
৮. জয়ীতা = ১ জন
৯. বৃত্তবন্দী (শুভ) = ১ জন
১০. জেবীন = ২ জন
১১. বিষাক্ত মানুষ (মুরাদ) = ১ জন
১২. শাহাদাৎ উদরারজি = ৩ জন
১৩. মাথু = ২ জন
১৪. রনি = ৩ জন
১৫. মাসরুর = ১ জন
১৬. মুকুল = ১ জন
১৭. টুটুল = ২ জন
=================
সর্বমোট = ২৮ জন

মেসবাহ য়াযাদ's picture


তারমানে দাঁড়ালো ২৯ জনে। একটা ছোটো বাসে ৩০/৩২ জন যেতে পারবে। কাল বাকী কথা বলা যাবে।

অতিথি পাখি's picture


আফসুস !!

সাধ আছে মাগার সাধ্য নাই।

সাঈদ's picture


কই থাকো ভ্রাত , দেখা সাক্ষাত নাই !!!

তুমরা (তুমি , কাজী) আইলে আরেকটা পার্টি হইবে , ইনশাল্লাহ।

সোহেল কাজী's picture


আফসুস !! সাধ আছে মাগার সাধ্য নাই।

১০

হাসান রায়হান's picture


ওকে চটপটি খাইতে আইতাছি।

১১

সাঈদ's picture


ওকে চটপটি খাইতে আসতেছি।

১২

ভাস্কর's picture


এই মুহুর্তে আমার চান্দা দেওনের ক্ষমতা নাই। কেউ দিয়া দিলে আপনেগো সঙ্গী হইতে পারি...

১৩

সাঈদ's picture


Image and video hosting by TinyPic

আমার পিকনিকের চান্দা দিয়া দিলাম, লাস্ট ডেটে।

আবার চাইয়েন না।

১৪

মেসবাহ য়াযাদ's picture


একজন ৫০০ টাকার একটা চকচকে নোট দিয়া গেলো এইমাত্র...

১৫

~স্বপ্নজয়~'s picture


 আমার চাঁদাটা কে দিবেন হাত তুলেন

১৬

মেসবাহ য়াযাদ's picture


মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।