সাজি আপুর জন্মদিনে!
সেহেরীর সময় আমি ব্লগ লাইফকে ভীষন মিস করি। তা কি আজকের কথা। এক যুগ কিংবা তারও আগের সব গল্প। তখন পিসি ছিল বাসায় একটা। সেটা আমার ভাইয়ের। সে বসতো। কাজ করতো। আমি অপেক্ষায় থাকতাম তার উঠার। সে ঘুমাতো সেহেরীর আগে। আমি তখনই বসতাম না। সেহেরী তাড়াতাড়ি খেয়েই সামহ্যোয়ার ইনে বসে পড়া। ব্লগ, ইস্নিপ্স, ইয়াহু মেসেঞ্জার আর অনলাইনে পত্রিকা পড়া আর মেইল চেক এসবই ছিল রিচুয়াল। ব্লগ সেহেরীর সময় জমে ক্ষীর। আমরা যারা রাত জেগে আড্ডা মারতে পারতাম কম তাদের জন্য মাহেন্দ্রক্ষণ। কারন তখন ভালো ভালো পোষ্ট আসতো, ধর্ম নিয়ে বাহাস হতো, আড্ডার খোশমেজাজ ও থাকতো। আমি অসংখ্য দিন রাতে অল্প ঘুমিয়ে সেহেরীর পর সারা সকাল জেগে ছিলাম ব্লগের উসিলায়। তখন এত কোয়ালিটি কন্টেন্ট নিয়ে মানুষ ভাবতো না, যার যা মনে আসতো লিখে দিতো। বুঝতে ও বোঝাতে পারলেই হলো। আমাদের অনেকে কবি হয়েছে, গল্পকার হয়েছে, রাজনীতি নিয়ে বুঝতে শিখেছে ব্লগ থেকে। আর সেইসব সেহেরীর আনন্দের দিনগুলো আসবে না, আড্ডায় মজায় পচানিতে কাটবে না সময়। কত গান, কত মানুষ, কত সিনেমা, কত বিষয় নিয়ে জানা হয়েছে ব্লগ মারফত। এখন সবার জীবনে আর কিছু আসুক না আসুক সিরিয়াসনেস এসেছে প্রচুর। অথচ আমরা না ছবি দেখে, তেমন ভাবে না চিনেই, কত আপন ছিলাম সবার। একটা প্রিয় আইডি অনেকদিন লগ ইন না করলে কি মিসটা করতাম।
এত কথা লিখলাম সাজি আপুর আজ জন্মদিন সেই উপলক্ষ্যে। উনাকে নিয়ে গতবছর লিখেছিলাম। এবার আরেকটূ ভালো করে লেখার ইচ্ছে ছিল। কিন্তু হলো না। কারন রোজায় আজ খুবই ক্লান্ত আর মনও বিষণ্ণ। তবুও সাজি আপু জন্মদিন বলে কথা। তিনি খুবই অসাধারণ একজন মানুষ। ব্লগের সবাই তাকে পছন্দ করতো। আমিও ব্যতিক্রম নই। সময় যে খুব ভালো যাচ্ছেন ওনার সেরকম না। দুলাভাই চলে গেল অকালে, দিনও চলে যাচ্ছে সমানে। এত ঝড়ের ভেতরেও তিনি আমাকে স্নেহ করেন, খোঁজ নেন, কমেন্ট করেন লেখায়। এরকম স্নেহময় মানুষদের ভালোবাসা নিয়েই আমি টিকে আছি। লীনাপু যখন কোনো এক সকালে আমার যখন লেখার প্রশংসা করেন তখন মনে হয় এসব দিনই তো চেয়েছিলাম। অনেকে প্রশ্ন করে ফেসবুক পোষ্ট কেন পাবলিক করো না? সবাই তোমার লেখা পড়ুক। ভালোবেসেই বলেন সবাই। বোঝানো যায় না আমরা কমিউনিটি ব্লগ থেকে উঠে আসা। আমাদের অল্প লেখা কিছু মানুষদের জন্যই, বন্ধুরাই আমাদের পাঠক। কবীর সুমন যেমন তার গানকে বাংলা গানের গ্রুপ থিয়েটার ভাবতো, আমিও তাই ভাবি। এর বাইরে বিখ্যাত হবার আশা কারো থাকতে পারে, আমাদের ছিল না। এই ২০০-৩০০ ফেসবুক ফ্রেন্ডদের ভেতরে ৫০-৬০ জনই আমার পাঠক। তাদের জন্যই লিখে রাখা। আমাদের এসব আজিজ মার্কেট মুল্যবোধই সম্বল। দশজন যদি আমার পাঠক হয় তাই এনাফ। সাজি আপু আপনিও তেমন কাছের মানুষ। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
যদিও আজ জন্মদিন না, তাও সাজি আপার জন্যে ভালোবাসা জানায়ে গেলাম। তোমার জন্যেও, শান্ত।
মন্তব্য করুন