ইউজার লগইন

'জলজ লকার' এক মায়াময় আখ্যান

স্টিফেন কিং এর একটা কথাকে আমি ভীষণ সত্য মানি। তিনি বলেছিলেন, 'সঠিক বইটা সঠিক মানুষের হাতে পড়লে একটা আলোর জন্ম হয়। যে আলো একজন থেকে আরেকজনের হাতে ছড়িয়ে পড়ে।' এবারের বইমেলায় মাহরীন ফেরদৌস- এর একটা উপন্যাস এসেছিল, যা কথা প্রকাশের অন্যতম বেস্ট সেলার, নামটাও অদ্ভুত, 'জলজ লকার'। বইটা পড়ে অনেকদিন আগে শোনা স্টিফেন কিংয়ের কথাটা মনে পড়লো। উপন্যাসটা পড়েই সেটা নিয়ে লেখা দরকার ছিল। কিন্তু উপন্যাসটা এমন এক ঘোরে ফেলে দেয় কিছুই আর ইচ্ছে করে না নতুন করে বলতে। তাই অনেকদিন পড়ে 'জলজ লকার' নিয়ে কিছু কথা প্রকাশের সাধ জাগলো!

'জলজ লকার' এক রহস্যময় জনপদের কথা বলে। যেটা মাঝেমধ্যে মনে হয় খুবই বাস্তব, আবার মনে হয় এরকম কোথাও নেই। একধরনের মোহনীয় মায়াবী আলো আধারির পথে আমাদের নিয়ে যায়। বাংলাদেশে এরকম উপন্যাস বিরল না হলেও এর ভাষা জগত ও সে জগতের মানুষ একেবারে আলাদা। এক অচেনা পৃথিবীর গল্পে আমার আচ্ছন্ন হই। মাহরীন ফেরদৌস একটা গল্প শুধু বুনতে চান নাই, তিনি দেখিয়েছেন মানুষের সীমাবদ্ধতা ও স্বপ্নের যে দোলাচল সেই জগতে। এক অনুকরনীয় ভঙ্গিতে হাজির হয় আমাদের কাছে। জলজ লকার এমন এক উপন্যাস যেখানে মিথ, ম্যাজিক রিয়েলিজম, সামাজিক সংকট ও ব্যক্তিগত স্মৃতি বিস্মৃতির রহস্যময় এক ভ্রমণ লেখা হয়েছে। উপন্যাসের বিন্যাসে আছে ব্যক্তিগত সংকট, অস্তিত্বের লড়াই, একাকীত্ব ও কিছু প্রশ্নের উত্তর খুঁজে চলার অনবরত প্রচেষ্টা। মানুষের লোনলিনেসকে সময় দিতে নগরীতে ঘুরে বেড়ায় উপন্যাসের গল্প লেখক। আরব্য রজনীর গল্পজগৎ থেকে নিজের আত্মপরিচয় খুঁজে নেয়ার এক অন্তর্গত যাত্রা তাকে প্রতিনিয়ত বিপন্ন ও ক্লান্ত। কিন্তু তার পরেও সে খোঁজে নিজের শেকড়। এই কাহিনি কখনও দুঃখ-দুর্দশা মোচনের, কখনও বা রাজনৈতিক ও পারিবারিক কুচক্রে ঢেকে যাওয়া পৃথিবীর মোড়ক উন্মোচনের। যেখানে সমাপ্তি অবধারিত জানার পরেও আমরা কোনো এক সুন্দর সর্বনাশের দিকে ধাবিত হতে থাকি উৎসুক পথিক হয়ে।

'জলজ লকার' মোদ্দা কথায় আমার কাছে অসাধারণ এক উপন্যাস। লেখক মাহরীন ফেরদৌস বাংলাদেশে সাম্প্রতিক সময়ের তারকা লেখক। তাঁর লেখা 'অরিগ্যামির গোলক ধাঁধায়' আমার খুবই প্রিয় একটা বই এবং এটা ২০২২ সালে পুরষ্কারও পেয়েছিল একটা ব্যাংকের। তাঁর বন্ধু মহলের সবাই সমসাময়িক কালের দারুণ সব লেখক, আমিই শুধু মাত্র ব্যতিক্রম। তাদের সবার সাফল্য কামনা করি। 'জলজ লকার' এমনিতেই পাঠকপ্রিয়তা পেয়েছে, আমি চাই বইটা আরো সফল হোক। পাঠকের উদ্দেশ্যে বলছি, বইটা পড়ে হতাশ হবার সম্ভাবনা ক্ষীণ। এরকম সুপাঠ্য উপন্যাস সচারচর পাওয়া যায় না।

বইয়ের নাম- জলজ লকার
প্রকাশনার নাম - কথাপ্রকাশ
মুল্য (২০ শতাংশ ডিসকাউন্ট বাদ দিয়ে) ৪৮০ টাকা

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আরাফাত শান্ত's picture

নিজের সম্পর্কে

দুই কলমের বিদ্যা লইয়া শরীরে আমার গরম নাই!