ইউজার লগইন

৫টি হান্ড্রেড পার্সেন্ট পাইরেটেড ছড়া!!!!!

১)
শুনতে পেলুম জনকণ্ঠ পড়ে
অভ্র বানাইছে চুরি করে?
মেহদী চোরায় এ কাম করলে!
জানতে চাও সে কেমন ছেলে?
চোরা নয় সে 'মুখচোরা'
কয় না কথা দেয় না সাড়া
ছবি তো নেই তার ছাপার মতোন
পত্রিকাগুলো করে মাতম
বিদ্যেবুদ্ধি? বলছি মশাই
ধন্যি ছেলের অধ্যাবসায়!
পড়ে ডাক্তারি করে চুরি চামারী
কাগুর সাধের বিজয় মারি
বানিয়েছে এক অভ্র!
তবু বলবে মেহদী ভদ্র?
আরো আছে আছে শুনো না বাছা
অভ্র যে বিজয়ের মেরে দিলো পাছা
সেই বেদনায় জব্বার কাগু
করতে পারে না এখন আর হাগু
তাই তার কথা হাগুগুলি হয়ে
গন্ধ ছড়ায় খবর কাগজের গায়ে
থাক মেহদী মাফ করে দে
বুড়ো ভামটাকে মরতে দে
চিন্তা নাইরে আমরা আছি না?
অভ্র ছাড়া বাংলা চিনি না

২)
কাগুরে কাগু কস কী!
পাইরেট কী জানস নাকি?

পাইরেটে আমরা লেখি না
বিজয়রে ুদি না
অভ্র যদি পাই
গাপুস গুপুস লিখ্যা ফালাই

বুঝছস হান্দুরাম?

৩)
শুধু বিঘে দুই ছিলো মোর ভুঁই তাহাও নিয়াছে কারি
অভ্রর মেহদী করে নিঃস্ব কাগুর একমাত্র ধন চুরি
[হুশিয়ার, ধন বলতে অন্যকিছু মিন করা যাবে না Wink ]

৪)
ঐ হালা জব্বরে
যাইবো সোজা কব্বরে
অভ্র ছাড়া গতি নাই
জব্বইরার বিচার চাই

৫)
[এইটা আপাদমস্তকই নজরুল ইসলাম থেকে চুরি করা, থুক্কু পাইরেট করা]

কাগুরাম ছাগুরে,
এসব কী বলিস রে?
আয় বাবা দেখে যা,
কী লিখেছে পড়ে যা...

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


হে হে হে। চ্রম হৈছে! Laughing out loud

নুরুজ্জামান মানিক's picture


চ্রম !

নীড় _হারা_পাখি's picture


জোস হইছে। মামু রে অহন ডাক দিয়া দেখানো দরকার। তারে নিয়া কি লিখা হইতেছে। তার পরেও মনে হয় না হুশ হইবো। কইতে কইতে মনে হয় আমরা বেহুশ হইয়া যামু।

মামুন ম. আজিজ's picture


Wink Wink :winkগন্ধ পাই গন্ধ পাই
শিলিলতার...আব্রু হরণ .....কিন্তু পিঞ্চ জটিল।

নীড় সন্ধানী's picture


জব্বর পাইরেটেড হাইরেটেড আইহেটেড ছড়া হইছে।
কাগু খবর পাইলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে কপিরাইটেড দাঁত দিয়ে। Smile

সাহাদাত উদরাজী's picture


হা হা হা হা হা হা হা হা হা.

সাঈদ's picture


ফাডাইন্না ছড়া হইছে , ফাডাইন্না।

মামুন হক's picture


আরেকটি পাইরেটেড ছড়াঃ

এক ঠ্যাং কব্বরে
কাগু মোস্তফা জব্বরে
পড়লো এ কী গহ্বরে!

সব খেয়ে নিল হ্যাকারে
ওরে অভ্ররে তোরা ঠ্যাকারে

কিন্তু, পুলাপান এমুন ন্যাকা রে
কয়, পড়ছে কার ঠ্যাকা রে?

কাগু,
কে মেরেছে, কে বকেছে, কে করেছে হ্যাক?
অভ্রের প্রেমে মত্ত সবাই হাসে খ্যাক খ্যাক

নজরুল ইসলাম's picture


ঐ, আমার ছড়া মারছে দেহি... এক্ষনে আমি জনকণ্ঠে লেখুম ছড়া পাইরেসি নিয়া... Wink

১০

তানবীরা's picture


গরমপত্র আর মামুন ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

১১

rok32's picture


Smile josh kobita ...... sabas

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.