সৌরভের জন্য ভালবাসা
এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির
মতো
যেন আহত কোন যোদ্ধার
বুকে বেঁচে থাকা এক মেঘফুল.........।'
রোদ্দুর,
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই
বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি,
বেপরোয়া ভাংচুর।'
- কি রে জংগল। কত দিন ধইরা শেভ করিস না?এই কি হাল!চুল কাটিস না কেন?
- মহাপুরুষ এমনি হয়!আমি আবার মহাপুরুষ হব! "ঈশ্বর না থাকলে তাকে বানানো হত,কিন্তু প্রকৃতি বলেছে ঈশ্বর আছে"। বলতো এটা কার উক্তি??
- ধুর!পারলাম না!বাদ দে তো এইসব উচ্চলেভেলের কথা!!তোর হাতে কিসের বই রে??
-একটা "দা গডস দেমসেলভ" আর একটা " উইনিংস অফ ফায়ার"।
-ঢাকা আসলি কবে?এডমিট হবি কোথায়?সব এক্সম তো শেষ।
-পৃথিবীর পাঠশালায়!যেখানে আমি শিক্ষক আবার আমিই ছাত্র!একটা সিগারেট খাওয়াবি?টাকা পয়সার সংকট। দুই দিন ধরে হলিউড খাইতেছি।গোল্ডলিফ খাওয়ার টাকা নাই।
রাস্তার পাশের টং এ প্রেমিকার ঠোঁটের উপর উম্মাদ এর মত ঝাপিয়ে পরার আনন্দ নিয়ে একটার পর একটা সিগারেট ধরিয়ে যাওয়া। কোন এক সময় আমি সিগারেট খেতাম এখন
সিগারেট আমাকে খায়।
প্রত্যেকটা মূহর্তে ভালবেসে চুমু দিয়ে খায়।
সৌরভ। ডাকনাম জংগল। আমার বন্ধু।এই পিচ্চি বয়সে যে কয়টা মৃত্যু চোখের সামনে দেখেছি তার মধ্যে সৌরভের মৃত্যু আমাকে আজীবন কাঁদাবে।আমি দেখেছি একটি ট্রাকের চাকায় নিচে পিষ্ট হয়ে রাস্তায় মিশে যাওয়া বন্ধুর লাশ।আমি দেখেছি বন্ধুর নির্বাক চাউনি। আমি দেখেছি আমার সামনে বন্ধু হেটে হেটে মৃত্যুকে বরণ করে নিতে। বইয়ের প্রতি একজন মানুষের কতটুকু ভালবাসা থাকতে পারে তা সৌরভকে না দেখলে কখনো বিশ্বাস তো দূরে থাক,স্বপ্নেও দেখতাম না।
পরিচয়টাও তো ওই বইয়ের সূত্র ধরেই।মাথায় কোঁকড়া চুল।গালে খোঁচা খোঁচা দাড়ি!জংগল নামে ডেকেছি বলে কখনো মন খারাপ করেনি।বরং খুশিই হয়েছে!
- কিরে! তোরে নাকি আবার ছিনতাইকারী ধরছিল?
-হুম!আমাকে ছিনতাইকারী আর পুলিশ অনেক
ভালবাসে মনে হয়।আবার ধরেছিল।মিরপুর ১০ এ।বড়-বড় দাড়ি আর
চুলের সাথে মুখবাজি করে শুধু সদ্য
ধরানো সিগারেটা খোয়াইছি।এক
জীবনে যে আর কতবার আল্লাহ বাচায়
দিবে আল্লাই জানে।ব্যাপার না আল্লাহ
ভরসা।
হ্যাঁ সৌরভ। এই বার তোকে এমন ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেছে যে আর তোকে ফেরত দিবে না।আচ্ছা পক্ষাঘাতে মৃত্যু হলে কি আল্লাহ বেহেশত নসিব করে?
- সিগারেট খাওয়া কিছু কমায়ে দে!ক্যান্সার তো মনে হয় ৫ বছর আগেই হয়ে যাবে!
-দোস্ত প্রেমিকার ঠোটে কখনো চুমু দিছিস?
- এইটা কি ধরনের প্রশ্ন??না প্রেমিকা হয় নাই!
-একটা কথা মনে রাখিস।প্রেমিকার ঠোটে একটানা ৩০ দিন চুমু দিলে তোর কাছে ওর ঠোট আর ভাল লাগবে না।কিন্তু জীবনে প্রথম যেদিন সিগারেটে টান দিয়া যে ধরনের উত্তেজনা ছিল মরার আগ পর্যন্ত ঠিক সেই রকম উত্তেজনাই থাকবে।কমবে না।বরং বাড়বে....
সৌরভ তুই আসলেই খুব বাস্তববাদি ছিলি।ফেইসবুকে কি মনে করে আজ তোর প্রোফাইল এ ঢুকলাম।ম্যাসেজ অপশনে ক্লিক করলাম -
"লাস্ট সিন নভেম্বর ৩"
যেখানেই থাকিস,ভাল থাকিস।আল্লাহ তোর বেহেশত নসিব করুক।
এই অবেলায় ফোটা কাশফুল

হা।অবেলায় ফোটা কাশফুল।
মন্তব্য করুন