নিরবে
সে আসে নিরবে-
চপল পায়ে স্বপ্নের ডানা মেলে
দুহাত বাড়িয়ে ইশারায়
হৃদয় হরণ করে।
সে হাসে নিরবে-
অধর যুগলে রহস্যের রঙ মাখিয়ে
নিস্তব্দতার গভীরতা বাড়িয়ে
আমায় বধির করে।
সে চলে নিরবে-
কাজল কেশে বলাকা মেঘ জড়িয়ে
মুগ্ধতার অতলে ডুবিয়ে
আমায় সিক্ত করে।
সে ভালোবাসে নিরবে-
ডাগর চোখের মাদকতায় বিঁধিয়ে
চারধারে মায়ার জালে
আমায় রিক্ত করে।
সে আমাকে নিজে করে নেয় নিরবে- সে আসে নিরবে-
কেয়া বাত হ্যায়
ছাগু।

মাইরি কী মারাত্মক লাইন

মাইরি কী মারাত্মক লাইন
সুন্দর।
মিষটি
মন্তব্য করুন