আত্মমগ্ন কথামালা- (একমুঠো শহুরে জোনাকের স্মৃতি)
ওরা হাঁটছে করিডোর ধরে... আর এক এক করে জোনাকের লাশ গুনে চলছি আমরা।
.
শহুরে মানুষগুলো কখনো জোনাক দেখেনি
তাই তারা জানে না জোনাক হতে গেলে কাঁধে পাখা থাকতে হয়
নয়তো নিজের আগুনেই নিজের পুড়ে যাওয়ার নিয়ম লেখা গ্রন্থিত ইতিহাসে।
.
.
.
সেদ্ধ অর্ধসেদ্ধ জোনাকের দেহ জমে উঠছিল করিডোর জুড়ে।
.
.
.
ওরা হেঁটে আসছে করিডোর ধরে
.
ওদের হাতের মহামূল্যবান আংটি থেকে ঠিকরে পড়ছে মৃত্যুর রং
.
ওদের আগমনে কুয়াশা জমছে করিডরে
.
.
আমরা আর জোনাকদের লাশ গুনতে পারছি না
আমাদের দু'চোখ ভেঙ্গে নামছে অস্থির ঘুম।
.
.
একমুঠো জোনাকের মৃত্যু এখন দুঃস্বপ্নের অংশ হয়ে মিলিয়ে গিয়েছে বিকেলের আকাশে।
.
________________________________________________________
প্রকাশ করার পর দেকহি সব এন্টার খাইয়া দিসে
চিপসানো শুটকী মাছের মত লাগতেছে আমার কবিতাখানা। বাধ্য হৈয়া এন্টারের এলাকায় একখান কৈরা পুটুলী "." দিতে হৈলো...
ওদের হাতের মহামূল্যবান আংটি থেকে ঠিকরে পড়ছে মৃত্যুর রং

হ জেডা...
কেরাম আছো তুমি???
দারুন লাগলো , দারুন।
পড়ার জন্যে ধন্যবাদ সাঈদ ভাই...
ভালো লাগলো
ধন্যবাদ রুমন...
জেডা আছি ভালোই। তোমার কি খপর ?? বৃত্তবন্দী অবস্থা থেকে বের হইবা কবে ??
আম্মো ভালো আছি জেডা...
বৃত্তবন্দী অবস্থা থেকে বের হমুনা
জবের লিখছ মিঞা।
হালায় আমগো কলমে লেহাই আহেনা
নাহ্ আসেনা আবার, তইলে একটা যে লেখা দেখলাম সেইটা কি???
আমি তো মৃত্যপুরীতে ....মৃত্যু র সাথে লুকোচুরি খেলছি
আমি কবিতা লিখতে না পারছি
না পারছি পেতে ভয়.....শুধু মনে হয় এমন কেনো হয়।
আসলেই তো এমন কেনো হয়???
আহা, তোমার এরম একটা লেখা অনেকদিন ধৈরা মিস করতে ছিলাম...
এত চমৎকার শব্দবয়ান আর লাইনের সারি.....
লাস্টে আইসা অরিজিনাল স্টাইলে কথা কৈয়া ডিসক্লেইমার দিয়া বীজটা মাইরা দিছি, সেডা সৌন্দর্য্যহানি করছে....
কি করমু কও? প্রকাশ করনের পর যদি দেখি যে ফর্ম্যাট চেন্জৈয়া গেসে তৈলে মিজাজ কার্না ক্রাপয়?
হুমম, তাইতো
আসলেই
এইটা একটা সইত্যকারের নির্মেদ, ছিমছাম কবিতা হইসে
ধন্যবাদ মামুন ভাই...
ভালো লাগলো
khub sundor
আমাদের দু'চোখ ভেঙ্গে নামছে অস্থির ঘুম।
-valo laglo
মন্তব্য করুন