দুই এবিবাসীর জন্মদিনের শুভেচ্ছা...
যদিও পার্টি পুর্টির দাবাত ইত্যাদি পাইনাই, তবুও সবাইরে জানায়া দিয়া যাই...
আজ এই মহান দিনে, মহান লগ্নে, দুই জন মহামানব এসেছিলেন এই পাপিষ্ঠ ধরাধামে।
এই দু'জনে আগমনে হেসে উঠেছিলো পৃথিবী, নেচে উঠেছিলো সকল ব্যলেরিনারা, নতুন গানে সুর দিয়েছিলো অনেক সুরকার (এগুলো সব কাব্যিক কথাবার্তা)। আসলে তাদের আগমনে সবচাইতে খুশি হয়েছিলেন তাদের জন্মদাতা জন্মদাত্রীরা।
এই দু'জনকে নিয়ে আমার অনেক কিছু বলবার আছে, কিন্তু সময় হাতে কম। তাই শুধু এটুকু বলে যাই যে, উনারা দুইজনেই আমার খুব ভালো বন্ধু। উনাদের মত বন্ধুসুলভ বন্ধু আমি খুব কমই পেয়েছি আমার জীবনে।
শুভ জন্মদিন প্রিয় হাসান রায়হান ভাই এবং রাসেল আশরাফ ভাই...
অনেক অনেক বছর বেঁচে থাকেন, অনেক অনেক বছর বন্ধু হয়ে থাকেন...
পরে আইসা পোস্ট এডিট কইরা যা বলতে চাইছিলা বইলা যাইও
হ
পোস্ট দেখি এডিট হয় নাই। আফসুস।
শুভ জন্মদিন রায়হান ভাই...
এবং
শুভ জন্মদিন রাসেল আশরাফ
অনেক অনেক শুভ কামনা..
ভাল কাটুক...
আনন্দময়তায় কাটুক
ধন্যবাদ দোস্ত আব্বা
ভালো কাটুক আজকের দিন...
দুজনেরই
প্রবাসে আর দেশে
ধন্যবাদ মেসবাহ ভাই
খালি পেটে শুভ কামনা..
~
রোজার মাস সংযমের মাস
দুজনেই অত্যন্ত প্রিয়। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ জন্মদিন। জীবন আনন্দময় হোক।
ধন্যবাদ মাসুম ভাই
দুইজনের জন্যই রইল শুভ কামনা।
ধন্যবাদ
দুই কৃত্বিমানকেই জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুক। রাসেল সাহেব যেনো আগামি ৩৬৫ দিনের মধ্যে শূভবিবাহটা করতে পারে এই শুভকামনা!
শুভ কামনার জন্য জন্য ধন্যবাদ বুদ্ধিজীবি।
দুজনেই অত্যন্ত প্রিয়। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ জন্মদিন। জীবন আনন্দময় হোক।
অফিস থেকে চুরি করে মোবাইলে অন্যের কমেন্ট কপি করে শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা
যদিও বিশাল যৌকতিক অনুমান ...........
শুভ জন্মদিন রায়হান ভাই

শুভ জন্মদিন রাসেল ভাই
খুব ভাল লাগছে আপনি ভাই বানান শিখেছেন দেখে
ধন্যবাদ রন।
শুভ জন্মদিন প্রিয় রায়হান ভাই, রাসেল। অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। অনেক অনেক ভালো থাকেন।এমনই থাকেন।জীবন আনন্দময় হোক।
ধন্যবাদ ফুপুজান
শুভ জন্মদিন রাসেল আশরাফ ভাই আর হাসান রায়হান ভাই।
সালাম।
অলাইকুম
শুভ জন্মদিন রায়হান ভাই

শুভ জন্মদিন রাসেল ভাই
ধন্যবাদ
দুই বাড্ডে বয়ের একজনেরেও পাইলাম না
ব্যাপক আপ্সুস!
জন্মদিনে কে তারা মিডিয়া বয়কট করেছে?
স্যরি। কাল শেষ বেলাতে একটু ব্যস্ত ছিলাম কামলা জনিত কারনে।
বার্থডে বয়দেরকে লেট লতিফের শুভেচ্ছা। রায়হান ভাই আর রাসেল ভাই- দুইজনকেই অনেক ভালো পাই। কি আর বলবো, ভালো পাইতে পাইতে ভালোই বেসে ফেলসি। এই ব্লগটা এমন সব মানুষদেরকে কাছে এনে দিয়েছে যাদেরকে কাছে পাওয়াটা আমার জন্য খুব জরুরি ছিলো। রায়হান ভাই, রাসেল ভাই সেই মানুষদের মধ্যে অগ্রগণ্য দুইজন।
এই সুবাদে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে আরেকটু হালকা হইতে চাই। অধম না বুঝে দুইজনের সঙ্গেই অনেক বেয়াদপি করছে নানাসময়। সেইসবের জন্য ক্ষমা চাই। অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাই।
আপনার কি ক্যান্সার হয়েছে এমনে মাফ চাচ্ছেন ক্যান? আর বেয়াদপি এক তরফ থেকে তো আর হয় না হলে দুই তরফ থেকেই হয়েছে। আমার ক্যান্সার হয় নাই তাও মাফ চাইলাম মাফ করে দিয়েন।
আর শুভ ভাইরে লট এন্ড লট অব থ্যাংকুস্ ভেরি ভেরি খবরটা দেওনের লাগি, লাভিউ ম্যান
apni etto love u love u ken?
আপনে শান্ত'র কাছে ট্রেনিং নেন কেমনে মোবাইলে বাংলা লিখতে হয়।
আরে এই বছর আমার ব্যবসায় প্রচুর লাভ হইসে। এইজন্য সব্বাইরে লাভিউ। আর আপনারে তো লক্ষ লক্ষ লাভিউ @ জয়িতা'পু

শুভ ভাইকে আসলে অনেক অনেক থ্যাঙ্কু এতো সুন্দর পোস্ট দেয়ার জন্য।
এহ্! আরেকজন আসছে ধন্যবাদ কইতে। কেক খাইতে পারলাম না...এইটা কেমন জন্মদিন?
আপনে কেকের কথা কইতাছেন?? অনেকেই বৈদেশ থেকে পাওয়া চকলেট ঘরের দরজা বন্ধ কইরা খায় সে হিসাব আছে আপনার?
কেউ যদি ঘরের দরজা বন্ধ করে চকলেট খায় তার হিসাব করে আমি কি করব?
দুই জনকে এক সাথে লেট ডাবল শুভ জন্মদিন।
দুই জনকে এক সাথে লেট ডাবল শুভ জন্মদিন।
পোস্টে মাইনাস।
আমারে কেও উইশ করে নাই। ঃ(
মন্তব্য করুন