ছেলের গায়ে হলুদে গাইবার মতো একটা গান...
ছেলের গায়ে হলুদে গাইবার মতো একটা গান বানিয়েছি আমি। বন্ধুরা শুনবেন নাকি? গানটি এখানে আছে। আমি দেখতে পাচ্ছি আপনারা পঁচা ডিম, আলু ছুঁড়ার জন্য তৈরী। পালাই রে বাবা।
বন্ধুরা আর পঁচা ডিম মাইরেন না, আমার আরেকটা গান আছে, সেইটাও একটু শুইনেন এখান থেকে। আমি বরং অফ্ যাই পুরা শীতটা...
শিবলী ভাই পোস্ট একটু বড় করেন। টুইটার সাইজের পোস্ট হয়ে গেছে।
শাতিল ভাই, বিশ্বাস করুন এই বার নীতিমালা বেশ কয়েকবার পড়েছি তবে এই ধরনের কোন ইংগিত বুঝিনি। আসলে যেহেতু পোষ্টি দুটি গান নিয়ে তাই গানটাই এখানে মুল কথা বলে আর বেশি কিছু লিখিনি। ঠিক আছে বুঝলাম। আমি নতুনতো একটু বিরক্তকর লেগে যেতে পারে আমাকে।
প্রথম পাতায় এ ধরনের পোষ্ট ভালো দেখায় না।গায়ে হলুদ নিয়ে আপনি একটা লেখা দিতে পারতেন, তার সাথে গানের লিংক দিতে পারতেন।কিছু মনে করবেন না।
একদম কিছুই মনে করিনি আপু। আপনার মন্তব্য পড়তে আর প্রথম পাতা থেকে এটিকে সরাতে আমি মাত্র ৫ সেকেন্ড সময় নিয়েছি।
নতুন পোষ্ট দেন ভাইয়া।আমরা আরাম করে পড়ি।আমরা সবাই বন্ধু।আমরা আমরাই তো।কিছু মনে করলে কি আর মন খুলে কিছু বলা যায়, বলেন!
হায় হায়, আপু, আমি মন খারাপ কই করলাম
। আমি দ্রুত সরিয়েছি যেন মডারেটরের চোখে না পরি, আর মডারেটররা স্বাধারনত একটু কড়া মনের হয়ে থাকে, বুঝতেই পারছেন...
ভাইজান আমি তো মনে করেছিলাম আপনার গায়ে হলুদের গপ আর সাথে কোন কোন গান গেয়ে শুনানো হয়ছিলো তা শুনাবেন।শুইনা পুরা মেজাজটা বিলা হয়ে গেল।
আপনারে পচা ডিম মারলাম(তার মধ্যে কিন্তু মুরগীর মরা বাচ্চাও আছে)।

আগে থেকেই গরম পানি চুলায় চড়ায় রেখেছিলাম। যাই গোসল করে নেই।
ধুর ভাই আপনে দেখি একখান ডিমেই পলাইলেন।এই আমি দুইটা ডিম তিনটা টমেটো আর পাচঁ/সাতটা আলু খেয়েও দাড়িঁইয়ে ছিলাম।

তাই নাকি রাসেল ভায়া! তো আপনার কোন পোষ্টের জন্য সেটা হয়েছিলো, জানতে খুব ইচ্ছা করছে।
আপনার সারভাইভ আমরা বন্ধুতে আমি বেশ মজা পাচ্ছি। ওরা আসলে আমার মত করে মজা নিতে পারছে না। আমার মনে হয়, ওদের কম্পিউটারে সাউন্ড সিস্টেম ভাল নয়।
জামীর বিবাহ কবে শেষ হয়েছে। মাস খানেক পর জামী কি বলে, জানাবেন।
আপনি আপনার মত করে এগিয়ে যান। আমার মনে হয় ইতিমধ্যে আপনি আপনার জায়গা করে নিতে পেরেছেন।
ফাটাফাট বিবাহ নিয়ে লিখে ফেলুন, হিট হয়ে যাবে।
এই ব্লগে এসে কাওকে সারভাইভ করতে হয়।এটা আমি মানতে পারলাম না।
আর আমাদের সাউন্ড সিস্টেম না আমাদের কানে সমস্যা মনে হয় কাকা।
সাহাদাত এবং রাসেল ভাই, আমি আসলেই একটু ভালোই কনফিউজ্ড্। আপনাদের সকলের লেখার মান অনেক উন্নত। লেখায় অনেক রস আছে, আছে অলংকার, দেশ বিদেশের কথা আর অনেক জ্ঞানের কথা। আমার ভুলে হারাতে চাইনা আপনাদের কাউকেই। তাই ধীরে পথ চলছি বন্ধুরা।
Gaye holuder ganta chorom hoiche
মন্তব্য করুন