হেলিকপ্টার
হেলিকপ্টার :
হেলিকপ্টার একটি রহস্যময় যান। ইহা ব্যাবহার করিয়া খুবই স্বল্প সময়ে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যায়। ইহার ব্যাবহার বাংলাদেশে বহুবিধ।
মুল্য :
একটি ব্যাটারী চালিত হেলিকপ্টারের মূল্য ১৫০০ - ২০০০ টাকা। ইহাকে অতি সহজেই রিমোট কন্ট্রোল ব্যাবস্থার সাহায্যে শূন্যে ওড়ানো যায়। তবে একটি সত্যিকারের হেলিকপ্টারের মূল্য অনেক। ইহা ক্রয়করা সকলের পক্ষে সম্ভব নহে।
ব্যাবহার :
ইহা ব্যাবহার করিয়া সাধারনত আইন শৃঙ্খলা বাহিনী শূন্যে থেকে পরিস্থিতি অবলোকন করে। তবে মাঝে মাঝে বড় অপরাধী বহনের ক্ষেত্রেও হেলিকপ্টারের ব্যাবহার পরিলক্ষিত হয়। তবে এই সকল কাজে ইহার ব্যাবহার অনেকেরই অপছন্দ; তাহারা হেলিকপ্টারের যত্রতত্র ব্যাবহারকে জামাই আদর বলিয়া থাকে।
যাতায়াত খরচ:
যেহেতু হেলিকপ্টার খুবই আরামদায়ক বাহন তাই ইহার যাতায়াত খরচ ও অত্যাধিক। সাধারনত জামাইগন ইহাতে চাপিয়া শশুর বাড়ি যায়। যেমন আমাদের সুপারস্টার এ জে অর্থাত অনন্ত জলিল। উনি ইহাতে চড়িয়া তাহার শশুর বাড়ি বেড়াইতে গিয়েছিলেন। তিনি একজন সি আই পি তাই তিনি এই খরচ বহনে সক্ষম।
ঠিক একই ভাবে জনাব রানা হেলিকপ্টারে করিয়া সোজা শশুড় রাড়ি আসিয়া পরিয়াছেন। তাহাকে আনিবার খরচ আইন শৃঙ্খলা বাহিনী বহন করিয়াছে।
কিন্তু আজ হঠাৎ মোরা দেখিলাম এক বয়োবৃদ্ধ জামাই হেলিকপ্টারে করিয়া সুদুর চট্টগ্রাম হইতে বগুড়া গিয়েছিলেন। কিন্তু আমার পক্ষে এর প্রকৃত কারন উদঘাটন সম্ভবপর হয়নি। তাহার মতো একজন মানুষের হঠাৎ হেলিকপ্টার ভ্রমণ কাহার বা কাহাদের অর্থায়নে হইয়াছে ইহা আমরা নাই বা খুজিলাম।
পরিশেষে বলিতে চাই , যাহারা হেলিকপ্টারে যাতায়াত করেন তাহারা সকলেই ব্যাবসায়ী!!!!
একজন তৈরী পোশাক ব্যাবসায়ী;
একজন রাজনীতি ব্যাবসায়ী আর
একজন ধর্ম ব্যাবসায়ী।
আর তাই আমারও ব্যাবসায়ী হইবার সাধ জাগে। কারন তাহা হইলে হেলিকপ্টারে ভ্রমণ করা যাইবে। হেলিকপ্টার খুবই রহস্যময় যান।
জয় হেলিকপ্টার!
ভাইয়া বিদেশ যাইতে মেলা কয়বার বিমানে চড়েছি। কিন্তুক হেলিকপ্টারে একবার ও চড়বার পারি না। দাদারে হেলিকপ্টারে চড়তে দেইখ্যা আমারও সাধ অইছে,হেতে চড়নের লাইগ্যা। কিন্তু দাদুতো বূড়া মানুষ তা ছাড়া তাইনের মেলা চেলা পেলা। হের লাইগা টেক্স অফিস দাদুরে ভয়ে কিচ্ছু না কইলেও আমারে তো ছাড়ব না। তাই ক্ষেমা দিলাম।
দাদু জিন্দাবাদ
কিন্ন্যা দিবাইন
মন্তব্য করুন