গুজব রিলোডেড
জব একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ শব্দ। ইহার আগে পিছে কিছু লাগাইলেই ভয়াবহ আকার ধারন করে।
যেমন ধরেন জব এর আগে যদি ব্লো লাগায়া দেই তাইলে পুরাই ১৮+ ব্যাপার ঘইটা যাইবেক।
আবার যদি আগে আ লাগায় দেই তাইলে সবাই অবাক হইযাবে।
আবার যদি গু আজমের গু কে আগে লাগায়া দেই তাইলে অবস্থা তো আরো ভয়াবহ! এতই ভয়াবহ যে এই গুজব এ গজব আইসা পরতারে। ওইত্তেরি, গ লাগাইলেও দেখি ঘটনা ঘইট্যা যায়!!!!
এইবার ভিন্ন কথায় আসি। মাঠেঘাটে বিভিন্ন সময় শিয়াল, কুত্তায় হাইগা দেয়। ওই গু মাঠের মাঝে একলা পইরা থাকে। কিছু অতি উতসাহি জব লেস মানুষ বেহুদা মাঠেঘাটে ঘুরাঘুরির সময় ওই গু কে পায়ে করে লোকালয়ে নিয়ে আসে। আর লোকালয়ে গু ছড়ানোকে নিজের জব মনে করে। আর ঠিক তখনই গুজবের সৃষ্টি হয়।
যাউকগা অতশত কতা কইয়া লাভ নাই। শুনলাম গুজব শোনা যাইতাছে। ব্যাচেলর গো নাকি ঢাকায় বাড়িভাড়া নিয়ে থাকতে দিবে না? এইডা নিয়ে নাকি আবার সবাই টেনশন ও করিচ্ছে? ক্যামনে কি রে মমিনুল হক? তুই বিয়া করস নাই বইলা কি ঢাহায় থাকতি পারবি না?
বুঝলাম না, যারা এইডা বিশ্বাস কইরা ফাল পারতেছে তাদের কানে কি শোনা যায়? নাকি সোনা যায়? যদি যায় তবে এ সোনা কোন সোনা?
যাউকগা এইসব সোনার থুক্কু শোনা কথায় কান দেওনের টাইম নাইক্কা। আমার অনেক জব আছে!!!
অহন হক্কলতেই বহুত বুঝে। কাউরে বুঝানোর ক্ষেমতা আমার নাই। নিজের বুঝে যদি শিয়াল, কুত্তা বা গু আজমের গু লইয়া তারা জব করবার চায়, মানে গুজব ছড়াইতে চায় তাইলে এতে কার কি করার আছে?
আমি যাই ঘুমাইগা। সকালে গুজব এর ফলে সৃষ্ট গজবের তান্ডবের ফলাফল আজব দৃষ্টিতে দেখুম নে।
#থিম কারটেসিঃ চরম উদাস। বিকজ গুজব নিয়ে তিনিই প্রথম লিখছিলেন। আমি সত্য স্বীকার করতে ডরাই না। এতে তাজ-জব হওনের কিছু নাইক্কা!!!!!
ফেবুতে ছবি দেখছিলাম, একজন বলছে, যেসব বাড়িওয়ালা ব্যাচেলরদের বাড়িভাড়া দিবেন না, তাদের মেয়েদের বিয়ে যেন ব্যাচেলরদের সাথে না হয়
এইডা তো ব্যাচেলরদের সবচেয়ে বেশি দেওয়া অভিশাপ
আমি বাপ আদার ব্যাপারী। জাহাজের খবর রাখি না।
আপা জাহাজের খবর না জানলে, আদা খালাস করবেন কেমনে?
গুজব রিলোডেডটা খারাপ হয় নাই। পরে কি তান্ডব দেখলেন সেটা নিয়ে একটা ফলো-আপ লেখা দিয়েন।
অবশ্যই
মন্তব্য করুন