স্বর্ণালী অপ্সরী !!!
যখন ভালোবাসতে শুরু করেছিলাম তখন তুমি তেমন জনপ্রিয় ছিলেনা। তারপর কেটে গিয়েছে অনেক সময়। কিন্তু তুমি সেই সোনালী পোশাকে মোরানো ফর্সা ধবধবেই রয়ে গেছো।
স্বর্ণালী অপ্সরী !!! হ্যাঁ এটাই বুঝি তোমার জন্য সবথেকে ভালো নাম।
হে সোনালী পোশাকে আবৃত শ্বেতশুভ্র অপ্সরী , তোমাকে সবচেয়ে অপরূপা কোথায় লাগে?
দুই আঙ্গুলের ফাকে নাকি দুই ঠোঁটের মাঝে ?
তোমায় চুমুতে ভরিয়ে দেই আমি সর্বদা। যুগে যুগে কত্তো মহামানবরা তোমায় একটি চুমু দেওয়া কে শত নারীর ঠোঁটের চেয়েও মূল্যবান বলেছে।
তুমি এখনো সুন্দর ওই সোনালী ঘরে। তোমার সৌন্দর্য আরো বেড়ে যায় যখন তুমি জ্বলন্ত অবস্থায় থাকো দুই আঙ্গুলের ফাকে অথবা দু'ঠোঁটের ফাকে।
তুমি একাকিত্বের সঙ্গি। তুমি অবসরের সাথী। তুমি মানসিক প্রশান্তি জোগাও প্রচন্ড ব্যাস্ত সময়ে। করে তোলো উতফুল্ল অনেক চিন্তার মাঝেও। নতুনভাবে ভাবতে সাহায্য করো যখন ভাবনার সীমান্তে পৌঁছে যাই।
মাঝে মাঝে তোমারই কারনে প্রেমিকার সাথে হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ !!!! মাঝেমধ্যে তোমার জন্য মা'র সামনে চকলেট খেতে খেতে যাই।
একটা সময় ছিলো যখন শুধুই তোমার জন্যে দূর-দূরান্তে চলে যেতাম। কিন্তু এখন আমাদের সম্পর্ক অনেক পরিনত চাইলেই তোমায় কাছে পাই। তুমি আমায় বোঝো বলে আর অপেক্ষায় রাখো না।
কিন্তু তোমার এখন অনেক জনপ্রিয়তা ! সেই ৩ টাকার তুমি আজ প্রায় ৩ গুণ দামি। শুনতে পাচ্ছি এখন থেকে তোমার জন্যে প্রতিবারই ৯ টাকা খরচ করতে হবে !!!!
আফসোস তোমায় আমি আপন ভাবলেও তুমি আমার নাগালের বাইরে চলে যেতে চাচ্ছো !!! একবার রেগেমেগে বলেছিলাম ৫ এর চেয়ে বেশি হলে তোমায় তালাক দেবো। কিন্তু দেইনি !!! এবার দেখছি তুমিই আমায় ছেড়ে যাবার প্ল্যানিং করছো। আর তোমার এই অস্বাভাবিক ব্যাবহারে সবচেয়ে খুশি হয়েছে আমারই প্রেমিকা।
ওরে একেই বলে ঘরের শত্রু বিভিষন।
খোক্কুর খোক্কুর কাশি আমার আর অস্পরার মাঝে এক দেয়াল তৈরী করেছে। তাই যখন চোখা চোখি হয়, দুজনই নিরবে অশ্রু বিষর্জন করি। এক সময় কত আপণ ছিলাম একে অপরের।
এই দিক দিয়ে শ্বেত ম্যাডাম অনেক ভালো ! কোনো রকম কাশির উদ্রেগ করে না
বিড়ি খাবি খা মইরা যাবি যা

দারুন লিখেছেন
অনেক ধন্যবাদ আপু
আমার মনের কথা কইলেন
মনের কথা মনেই রাইখা দেন , নাইলে জেল জরিমানা হইতারে

মন্তব্য করুন