আনন্দ বেদনার কাব্য
খুব ছোট করে দুইটি অনুভূতির কথা বলে আমারা বন্ধু ব্লগে আমার বিচরন শুরু করছি। আমি ব্লগে লেখা লেখি শুরু করেছি একবছরের বেশি হয়েছে। আমরা বন্ধু ব্লগটির নাম শুনবার পর থেকেই ইচ্ছা হয়েছে আমি এই ব্লগে লিখব। আজ আমি আমরা বন্ধু ব্লগে লিখবার সুযোগ পেয়েছি। এটা আমার মত অভাজনের জন্য একটি বড় সুখ সংবাদ।
এবারে একটি দুঃখ অনুভূতি। যেহেতু আমরা বন্ধু, আমি এই অনুভূতি অবশ্যই শেয়ার করতে পারি বিশ্বাস করেই লিখতে বসেছি।
সামহয়্যার ইন ব্লগে আমি একটি পোস্ট দিয়েছিলাম যার শিরনাম ছিল আমার প্রথম প্রেম এবং অতঃপর। এই পোস্টে আমি আমার দিদিখালার ছোট ছেলে টারু ভাইএর প্রতি আমার দূর্বলতার কথা বলেছিলাম। (সেই সময় আমার বয়স হয়ত ২/৩ ছিল)।
দিদিখালা ছিলেন আমার মার ফুপাতো বোন। আমার নানা-নানীর সংসারে ষোল বছর পর আমার মায়ের আগমন। এই সময়টাতে আমার নানা-নানীর জীবন আলোকিত করে রেখেছিলেন এই দিদি খালা। আমরা তাকে দিদিখালা বলতাম কারন ওনাকে আমার মা , মামা, খালারা সবাই দিদি বলতেন। শুধু তিনি দিদি খালাতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি দিদিফুমনিও ছিলেন। শুধু মাত্র আমার নানা-নানীই তাকে গোলাপী বলে ডাকতেন । আমাদের দিদিখালু/ দিদিফুপাও আমাদের বলতেন তোমার দিদিখালাকে ডাকতো।
এই খালার কোন মেয়ে ছিল না। খালার মেয়ের খুব শখ ছিল। তিনি আমাকে খুব খুব বেশী আদর করতেন। তার মেয়ের অভাব বোধ হয় আমার কাছ থেকে পূরন করে নিতেন। আজ এখন এখানে এই কথা বলতে কোণ বাধা নেই যে তিনি আমাকে তার পুত্র বধু করার কথা শুধু মনে মনে না রেখে দুই একজনকে বলেও ছিলেন। কিন্তু তার ছেলে বা আমার মাঝে এমন কোন সম্ভাবনা তিনি খুঁজে না পাবার কারনে জোর করে কিছু কখনও বলেনও নি।
তবে তিনি আমার হাতের চা খেতে খুব পছন্দ করতেন, কোথাও গেলে কারও জন্য কিছু না আনলেও আমার জন্য আনতেন। সবার জন্য গিফট আনলেও আমারটা হত বিশেষ। অনেক সময় ভাই বোনরা রাগও করতো।
আর লিখতে পারছি না। বানান ভুল হলে মাপ করে দিয়েন। আমার এই খালাটা আজ সকাল ১১টায় মারা গেছেন। তিনি সকালে ঘুম থেকে উঠে তার ছোট ছেলে টারু ভাইকে বলেছেন যে তিনি আমার বাসায় আসতে চাচ্ছেন। টারু ভাই খালাকে আমার বাসায় আনবার সব আয়োজন করে ঘরে যেয়ে দেখেন আমার দেয়া শাড়ীটা জড়িয়ে ধরে খালা আমার তার বিছানায় চিরনিদ্রায় শায়িত হয়েছে। আমার খালার জন্য দোয়া করবেন।





আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক...
আমরা তো বন্ধুই.. সুখে... দুখে.. হাসিতে ... আনন্দে...
হায় হায়... এইটা কেমন হল?
প্রথমে এসেই এভাবে একটা শোক সংবাদ দিলেন?
যাই হোক। ভাল থাকুন, শোক কাটিয়ে উঠুন।
উনার আত্মা শান্তি পাক।
আল্লাহ তাকে জান্নাতবাসি করুক।
কেমন করে হলো?
অনেক মন খারাপ হলো,
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
মন খারাপ করা খবর।
আল্লাহ তাঁর আত্মার মাগ্ফিরাত দান করুন আর আপনাকে দিন সোক সইবার শক্তি।
আহারে। মন খারাপ হলো।
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
প্রথম পোস্টে আপনাকে স্বাগত জানাতে চেয়েছিলাম। এখন সমবেদনা জানালাম।
আহা! মন খারাপ করা খবর দিয়ে শুরু করলেন!
এখানে আপনাকে দেখে খুব ভালো লাগছে। সুখে বসতি হোক
খালার আত্মা শান্তি লাভ করুক... আমিন
খালার আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ খালার পরিবারসহ আপনাদের এই শোক সামলে নেবার শক্তি দান করুন!
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
.................................................
মন খারাপ হয়ে গেল
মন খারাপ হলো , আপনার খালার আত্মার শান্তি কামনা করছি।
এভাবে দুঃসংবাদ দিয়ে শুরু করলেন?
দিদিখালার আত্নার মাগফেরাত আক্মনা করছি।
অঃটঃ আমরা বন্ধুতে স্বাগতম।
প্রথম লেখাটাই বেদনার!
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
অবশ্যই দোয়া করি আপনার খালার জন্য।খুব মন খারাপ হলো। ভাল থাকবেন।
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক। ভালো থাকবেন।
এইবার একটা খুশির পোস্ট দেন। মন খারাপের লেখা পড়লে মন আরো খারাপ হয়ে যায়
দুঃখিত আপনার খালার জন্য। এবার ভাল একটা পোষ্ট দিন। সবার মন ভাল হয়ে যাক।
আপনার খালার আত্মা শান্তি লাভ করুক।
মন্তব্য করুন